কৌস্তভ গঙ্গোপাধ্যায়
ভারত- ২২৪/২ (২০ ওভার)
ইংল্যান্ড- ১৮৮/৮ (২০ ওভার)
পিছিয়ে পড়েও সিরিজ জয়। টেস্ট হোক বা টি-টোয়েন্টি। বিদেশের মাঠ হোক বা দেশের ২২ গজ। ট্র্যাডিশন চলছেই। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর সিরিজে প্রথম টেস্টে লজ্জার হারের পরও দুরন্ত কামব্যাক করে টিম ইন্ডিয়া। দেশের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই হার। সেখান থেকেও ঘুরে দাঁড়িয়ে সিরিজ জয়। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে হার। এমন কি তৃতীয় টি-টোয়েন্টি হেরে সিরিজে পিছিয়েও পড়েন কোহলিরা। কামব্যাক করে সিরিজ জয়। সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ছিল ভারতের শেষ ম্যাচ। দেশের মাঠে বিশ্বকাপের আগে কোহলির ভারত দেখিয়ে দিল তারাই ফেভারিট। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতেও টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলেন কোহলিরা। কুড়ি ওভারের ফরম্যাটেও অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারত।
India win ?
They beat England in the final T20I by 36 runs and take the series 3-2!#INDvENG | https://t.co/7vTTjtwucR pic.twitter.com/ZPlsDyFxxY
— ICC (@ICC) March 20, 2021
টানা ৮টা টি-টোয়েন্টি সিরিজ জয় কোহলিদের। শেষ ১০টা টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত টিম ইন্ডিয়া। ২০১৭ সালের পর আর কোনও টি-টোয়েন্টি সিরিজ হারেননি কোহলিরা। অপরদিকে টানা ৮টা টি-টোয়েন্টি সিরিজ জেতার পর থামল ইংল্যান্ডের বিজয়রথ। বিরাট কোহলির অধিনায়কত্বে পনেরোটা টি-টোয়েন্টির মধ্যে ১১টিতে জিতেছে ভারত। ৩টিতে ড্র আর একটিতে হার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই পরিসংখ্যানই কয়েক যোজন এগিয়ে রাখছে ভারতকে। মোতেরায় এদিন কোহলি-রোহিতদের ব্যাটিং প্রদর্শনের পর ভুবনেশ্বর-শার্দূলদের বুদ্ধিদীপ্ত বোলিং। আর তাতেই ফের বাজিমাত কোহলিদের।
That Winning Feeling! ??#TeamIndia win the 5⃣th & final T20I by 36 runs & complete a remarkable come-from-behind series win. ??@Paytm #INDvENG
Scorecard ? https://t.co/esxKh1iZRh pic.twitter.com/FIJzPFX5Ra
— BCCI (@BCCI) March 20, 2021
টসে জিতে ভারতকে এ দিন শুরুতে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নামেন অধিনায়ক বিরাট কোহলি। জোফ্রা আর্চার, মার্ক উড, বেন স্টোকসদের বিরুদ্ধে শুরু থেকেই রণমূর্তি ধারণ করেন রোহিত শর্মা। দীর্ঘদিন বাদে ব্যাট হাতে জ্বলে উঠলেন হিটম্যান। ৩৪ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন রোহিত শর্মা। ইনিংসে সাজানো ৫টি ছয়, ৪টি চার। ৩ বছর পর জাতীয় দলের হয়ে ওপেন করতে নেমে অধিনায়কোচিত ইনিংস বিরাট কোহলির। ৫২ বলে অপরাজিত ৮০। বিরাটের ব্যাট থেকে আসে ২টি ছয়, ৭টি চার। তিনে ব্যাট করতে নেমে এ দিনও উজ্জ্বল সূর্যকুমার যাদব। গত ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন। এ দিন ১৭ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস উপহার দিলেন। ব্যাট হাতে সফল হার্দিক পান্ডিয়াও। ১৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকলেন হার্দিক। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২২৪ রান তোলে ভারত। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে এটাই সর্বোচ্চ রান টিম ইন্ডিয়ার।
At a time when runs flowed, @BhuviOfficial proved to be at his economical best taking 2️⃣ crucial wickets ??
Superb comeback in Blue for Bhuvi?#TeamIndia #INDvENG @Paytm pic.twitter.com/K8vJkQJoMV
— BCCI (@BCCI) March 20, 2021
আরও পড়ুন: বিশ্বকাপে বিরাট কি ওপেনার?
রান তাড়া করতে নেমে শুরুতেই ওপেনার জেসন রয়ের উইকেট হারায় ইংল্যান্ড। ভুবনেশ্বর কুমারের বলে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন জেসন রয়। এরপর বিপজ্জনক হয়ে ওঠেন মালান-বাটলার জুটি। দ্বিতীয় উইকেটের জুটিতে ওঠে ১৩০ রান। বাটলারকে ফিরিয়ে প্রথম ঝটকা দেন ভুবনেশ্বর কুমার। ৩৪ বলে ৫২ রান করে আউট হন বাটলার। এরপর এক ওভারে বেয়ারস্টো আর মালানকে আউট করে ম্যাচ জয়ের পথ সুগম করে দেন শার্দূল ঠাকুর। ৬৮ রান করেন মালান। ইংল্যান্ডের অধিনায়ক মর্গ্যান ১ রানে আউট হন হার্দিক পান্ডিয়ার বলে। একে একে ফিরে যান স্টোকস, জর্ডনরাও। ইংল্যান্ডের যাবতীয় লড়াই থেমে যায় ১৮৮ রানে।
আরও পড়ুন: India vs England 2021, 5th T20, highlights: ৩-২ সিরিজ জিতল কোহলির ভারত
টি-টোয়েন্টি সিরিজের আগে একেবারেই ফর্মে ছিলেন না কোহলি। অফ ফর্ম নিয়ে কম সমালোচনা সইতে হয়নি ভারত অধিনায়ককে। তবে এ বারও জবাব দিল তাঁর ব্যাট। সিরিজে ২৩১ রান করলেন। সিরিজ সেরার পুরস্কারও পেলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে ১৯ বার সিরিজ সেরা হলেন বিরাট। ক্যাপ্টেন কোহলিকে আশ্বস্ত জোগাল তাঁর দলের বাকি ক্রিকেটারদের পারফরমেন্সও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিরাট আশা দেখতেই পারে দেশবাসী।
সংক্ষিপ্ত স্কোর: ভারত- ২২৪/২ (কোহলি ৮০ অপরাজিত, রোহিত ৬৪, হার্দিক ৩৯, স্টোকস ১/২৬), ইংল্যান্ড- ১৮৮/৮ (মালান ৬৮, বাটলার ৫২, শার্দূল ৩/৪৫, ভুবনেশ্বর ২/১৫)। ৩৬ রানে জয়ী ভারত। ৩-২ সিরিজ জয় ভারতের।