বিশ্বকাপে বিরাট কি ওপেনার?

শেষ বার ৩ বছর আগে জাতীয় দলের হয়ে ওপেন করেছিলেন বিরাট (Virat Kohli)।

বিশ্বকাপে বিরাট কি ওপেনার?
সৌজন্যে-বিসিসিআই
Follow Us:
| Updated on: Mar 20, 2021 | 8:52 PM

কলকাতা: আইপিএলে (IPL) আরসিবির হয়ে অনেক বার ওপেন করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে (Virat Kohli)। ওপেন করতে নেমে ব্যাট হাতে সফলও হয়েছেন ভারতীয় ক্যাপ্টেন। কিন্তু জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে কত বার ওপেন করেছেন কোহলি? সংখ্যাটা হাতে গুণে বলে দেওয়া যাবে। শনিবারের মোতেরা ধরলে সব মিলিয়ে ৮ বার ওপেনার ভিকে-কে পাওয়া গিয়েছে। শেষ বার ৩ বছর আগে জাতীয় দলের হয়ে ওপেন করেছিলেন বিরাট।

একদিনের ক্রিকেট হোক কিংবা টি-টোয়েন্টি। সাধারণত ৩ নম্বরেই ব্যাট করতে নামেন বিরাট কোহলি। কারণ, ওটাই তাঁর পছন্দের জায়গা। ২০১৮ সালের পর ফের টিম ইন্ডিয়ার জার্সিতে টি-টোয়েন্টিতে ওপেন করতে দেখা গেল বিরাটকে। বছর তিনেক আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে অবশ্য রান পাননি তিনি। আউট হয়েছিলেন মাত্র ৯ করে। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে প্রথম বার ওপেন করে করেছিলেন বিরাট। আউট হয়েছিলেন ২৮ রানে। তার পরের বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৭০ রান করেছিলেন বিরাট। ওপেনার হিসেবে ওটাই ছিল তাঁর সর্বোচ্চ রান। শনি-রাতে মোতেরা মাতালেন ওপেনার বিরাট। ওপেনার হিসেবে নিজের যাবতীয় রেকর্ড ভেঙে দিলেন বিরাট। মোতেরায় ম্যাচ শেষে তিনি অপরাজিত ৮০ রানে। জোফ্রা আর্চার, মার্ক উডরা বিধ্বংসী বিরাটের সামনে নিষ্প্রভ ছিলেন।

আরও পড়ুন: India vs England 2021, 5th T20, LIVE Score: বিরাটকে যোগ্য সঙ্গ দিচ্ছেন হার্দিক

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের ওপেনিং জুটি টোটাল ফ্লপ হয়েছে। চার ম্যাচেই রান পাননি লোকেশ রাহুল। ব্যর্থ হয়েছিলেন শিখর ধাওয়ানও। পঞ্চম টি-টোয়েন্টিতে বাদ দেওয়া হয় রাহুলকে। রোহিতের সঙ্গে ওপেনে জুটি বাঁধেন বিরাট। রোহিত-কোহলি ওপেনিং জুটিতে ওঠে ৯৪ রান। সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ ম্যাচ। তাহলে কি দেশের মাঠে বিশ্বকাপে ওপেনিং স্লটেই দেখা যেতে পারে বিরাট কোহলিকে? তেমন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।