India vs England 2021, 5th T20, highlights: ৩-২ সিরিজ জিতল কোহলির ভারত

| Updated on: Mar 20, 2021 | 11:21 PM

মোতেরায় ভারত বনাম ইংল্যান্ড (India vs England) পঞ্চম টি-২০ ম্যাচ। দেখে নিন পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs England 2021, 5th T20, highlights: ৩-২ সিরিজ জিতল কোহলির ভারত
সৌজন্যে-বিসিসিআই

৫ ম্যাচের টি-২০ সিরিজ গেল কোহলিদের পকেটে। ৩-২ সিরিজ জিতল বিরাটের ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত তোলে ২২৪ রান। ইংল্যান্ডের টার্গেট ছিল ২২৫। ওপেনার হিসেবে নিজের যাবতীয় রেকর্ড ভেঙে দিলেন বিরাট। মোতেরায় ম্যাচ শেষে তিনি অপরাজিত ৮০ রানে। হার্দিক পান্ডিয়া অপরাজিত ৩৯ রানে। ৬৪ রান করেন রোহিত শর্মা। চার-ছয়ের ফুলঝুরিতে সূর্যকুমার যাদব করেন ৩২ রান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ১৮৮ রান। ইংল্যান্ডের হয়ে লড়াই করেন ডেভিড মালান (৬৮) ও জস বাটলার (৫২)। শার্দূল ঠাকুর ৪৫ রান দিয়ে তোলেন ৩ উইকেট। এবং ভুবনেশ্বর কুমার ১৫ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ম্যাচের সেরা ভুবি। সিরিজ সেরা ক্যাপ্টেন কোহলি।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 20 Mar 2021 11:15 PM (IST)

    ম্যান অব দ্য সিরিজ

    ম্যান অব দ্য সিরিজ বিরাট কোহলি।

    India vs England 5th T20

    সৌজন্যে-বিসিসিআই

  • 20 Mar 2021 11:13 PM (IST)

    ম্যান অব দ্য ম্যাচ

    ম্যান অব দ্য ম্যাচ ভুবনেশ্বর কুমার।

    India vs England 5th T20

    সৌজন্যে-বিসিসিআই

  • 20 Mar 2021 10:52 PM (IST)

    ৩৬ রানে জয়ী ভারত

    নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ইংল্যান্ড তোলে ১৮৮ রান। ৩-২ সিরিজ জিতল কোহলির ভারত।

  • 20 Mar 2021 10:49 PM (IST)

    স্টোকসকে ফেরালেন নটরাজন

    ১৪ রান করে মাঠ ছাড়লেন বেন স্টোকস।

  • 20 Mar 2021 10:49 PM (IST)

    শার্দূলের শিকার জর্ডান

    ১১ রান করে মাঠ ছাড়লেন জর্ডান।

  • 20 Mar 2021 10:48 PM (IST)

    ফের উইকেট পতন

    রান আউট হলেন জোফ্রা আর্চার।

  • 20 Mar 2021 10:29 PM (IST)

    অধিনায়ক মর্গ্যানের উইকেট হারাল ইংল্যান্ড

    হার্দিক পান্ডিয়ার বলে আউট হলেন ইওন মর্গ্যান। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন মর্গ্যান।

  • 20 Mar 2021 10:22 PM (IST)

    মালানের উইকেট হারাল ইংল্যান্ড

    জনি বেয়ারস্টোর পর শার্দূল ঠাকুরের বলে আউট হলেন ডেভিড মালান। ৬৮ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন মালান।

  • 20 Mar 2021 10:18 PM (IST)

    বেয়ারস্টোর উইকেট হারাল ইংল্যান্ড

    শার্দূল ঠাকুরের বলে আউট হলেন জনি বেয়ারস্টো। ৭ রান করে সাজঘরে ফিরলেন তিনি।

  • 20 Mar 2021 10:07 PM (IST)

    বাটলারের উইকেট তুলে নিলেন ভুবি

    ৫২ রান করে প্যাভিলিয়ানে ফিরলেন জস বাটলার।

  • 20 Mar 2021 09:59 PM (IST)

    বাটলারের অর্ধশতরান

    মোতেরায় ১১.৩ ওভারে জস বাটলার অর্ধশতরান পূর্ণ করলেন।

  • 20 Mar 2021 09:50 PM (IST)

    মালানের অর্ধশতরান

    মোতেরায় ১০.১ ওভারে ডেভিড মালানের অর্ধশতরান।

  • 20 Mar 2021 09:47 PM (IST)

    ক্রিজে মালান-বাটলার

    ১০ ওভারে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ১০৪।

  • 20 Mar 2021 09:45 PM (IST)

    ইংল্যান্ডের শতরান

    ৯.২ ওভারে ইংল্যান্ডের দলগত শতরান পূর্ণ।

  • 20 Mar 2021 09:26 PM (IST)

    পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়েছে ইংল্যান্ড

    ৬ ওভারে ইংল্যান্ডের স্কোর ১ উইকেটে ৬২।

  • 20 Mar 2021 09:18 PM (IST)

    ইংল্যান্ডের ৫০ রান পূর্ণ

    ৪.৩ ওভারে ইংল্যান্ড দলগত ৫০ রান পূর্ণ করল।

  • 20 Mar 2021 09:11 PM (IST)

    ৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ২৮/১

    ক্রিজে বাটলার-মালান। ৩ ওভারে ইংল্যান্ডের স্কোর ২৮/১।

  • 20 Mar 2021 08:56 PM (IST)

    দ্বিতীয় বলেই ওপেনার রয়কে ফেরালেন ভুবি

    কোনও রান না করেই মাঠ ছাড়লেন জেসন রয়।

  • 20 Mar 2021 08:55 PM (IST)

    ইংল্যান্ডের ইনিংস শুরু

    ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামলেন জেসন রয় ও জস বাটলার।

  • 20 Mar 2021 08:43 PM (IST)

    ইংল্যান্ডের টার্গেট ২২৫

    ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত তোলে ২২৪ রান।

  • 20 Mar 2021 08:34 PM (IST)

    ভারতের দ্বিশতরান

    পরপর দুই ছক্কা হার্দিক পান্ডিয়ার। ১৮.২ ওভারে ভারত দলগত দ্বিশতরান পূর্ণ করল।

  • 20 Mar 2021 08:16 PM (IST)

    মোতেরায় বিরাটের অর্ধশতরান

    প্রথম বার টি-২০-তে ওপেন করতে নেমে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি।

  • 20 Mar 2021 08:13 PM (IST)

    ১৫ ওভারে ভারত ১৫৭/২

    ক্রিজে রয়েছেন বিরাট-হার্দিক। ১৫ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১৫৭

  • 20 Mar 2021 08:12 PM (IST)

    ভারতের ১৫০ রান পূর্ণ

    ১৪.৪ ওভারে ভারতের দলগত ১৫০ রান পূর্ণ।

  • 20 Mar 2021 08:05 PM (IST)

    সূর্যকুমারের উইকেট হারাল ভারত

    ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরে গেলেন সূর্যকুমার যাদব। আদিল রাশিদের বলে সূর্যের প্রথম ক্যাচ নেন ক্রিস জর্ডান। বাউন্ডারি লাইনের দিকে যাওয়ার আগে বল ছুড়ে দেন জেসন রয়ের হাতে।

  • 20 Mar 2021 07:50 PM (IST)

    ক্রিজে বিরাট-সূর্যকুমার

    ১০ ওভারে ভারতের স্কোর ১১০/১

  • 20 Mar 2021 07:48 PM (IST)

    ভারতের শতরান

    ৯.৪ ওভারে ভারত দলগত শতরান পূর্ণ করল।

  • 20 Mar 2021 07:42 PM (IST)

    রোহিতের উইকেট হারাল ভারত

    বেন স্টোকসের বলে বোল্ড হলেন রোহিত শর্মা। ৬৪ রান করে মাঠ ছাড়লেন তিনি।

  • 20 Mar 2021 07:38 PM (IST)

    মোতেরায় হিটম্যানের অর্ধশতরান

    মোতেরায় রোহিত শর্মা ৭.৬ ওভারে অর্ধশতরান পূর্ণ করলেন।

  • 20 Mar 2021 07:28 PM (IST)

    পাওয়ার প্লে-তে ভারতের স্কোর ৬০/০

    ৬ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৬০।

  • 20 Mar 2021 07:23 PM (IST)

    ভারতের ৫০ রান পূর্ণ

    প্রথমবার টি-২০-তে ওপেন করতে নেমে রোহিত শর্মার সঙ্গে ৫০ রানের পার্টনারশিপ পূর্ণ করলেন বিরাট কোহলি।

  • 20 Mar 2021 07:12 PM (IST)

    ক্রিজে বিরাট-রোহিত

    ৩ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ২২।

  • 20 Mar 2021 07:00 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ওপেন করতে নামলেন বিরাট-রোহিত।

  • 20 Mar 2021 06:41 PM (IST)

    ভারতের প্রথম একাদশ

    ভারতীয় দলে এক পরিবর্তন। আজকের ম্যাচে খেলবেন টি নটরাজন। নেই কেএল রাহুল।

    ভারত – রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), শ্রেয়স আয়ার, হার্দিক পান্ডিয়া, শার্দূল ঠাকুর, সূর্যকুমার যাদব, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন ও রাহুল চাহার।

  • 20 Mar 2021 06:34 PM (IST)

    ইংল্যান্ডের প্রথম একাদশ

    ইংল্যান্ডের প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই।

    ইংল্যান্ড – ইওন মর্গ্যান (অধিনায়ক), জোফ্রা আর্চার, মার্ক উড, জনি বেয়ারস্টো, জস বাটলার (উইকেটকিপার), স্যাম কারেন, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস।

  • 20 Mar 2021 06:33 PM (IST)

    টসে জিতেছেন মর্গ্যান

    টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন ইওন মর্গ্যান। ৫ ম্যাচের সিরিজে এই নিয়ে চারবার টস জিতলেন মর্গ্যান।

Published On - Mar 20,2021 11:19 PM

Follow Us: