পন্থকে ওর মতো খেলতে দিন: রোহিত

Mar 11, 2021 | 5:24 PM

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের (India vs England) সেরা দলকে মাঠে নামাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

পন্থকে ওর মতো খেলতে দিন: রোহিত
সৌজন্যে-রোহিত শর্মা ইন্সটাগ্রাম

Follow Us

আমদাবাদ: কাল থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (India vs England) ৫ ম্যাচের টি-২০ (T20) সিরিজ। জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দল। নীল জার্সিতে কোন কোন ক্রিকেটার করবেন বাজিমাত, তারই অপেক্ষা চলছে ক্রিকেটমহলে। কুড়ি-বিশের ক্রিকেটে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁকে নিয়ে আশাবাদী ভারতের টি-২০ দলের সহ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

এই পন্থের প্রশংসায় মুগ্ধ গোটা বিশ্ব। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে, ভারতের টি-২০ দলের সহ অধিনায়ক রোহিত শর্মার মুখেও শোনা গেল পন্থের প্রশংসা। তিনি বলেছেন, “পন্থের নিজের মত খেলে যাওয়া উচিত। টিম ম্যানেজমেন্ট ওর থেকে কী চায় সেটা বুঝতে পারে ও। আমরা ওকে বলি তুমি তোমার মত খেলা চালিয়ে যাও।”

 

 

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেরা দলকে মাঠে নামাবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একঝাঁক নতুন তারকা তো রয়েছেন, তাঁদের পাশাপাশি রয়েছেন পন্থের মত ক্রিকেটাররা। নীল জার্সিতে ১৪ মাস পর টি-২০ ক্রিকেটে ফিরতে চলেছেন পন্থ। অতীতে যে সুযোগ কাজে লাগাতে পারেননি পন্থ, তা এখন যেন সুদে আসলে মিটিয়ে নিচ্ছেন। গত কয়েক মাসের পারফরম্যান্সই তার উদাহরণ। অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের নেপথ্যে থাকা নায়ক। দেশের মাঠে ইংলিশ ব্রিগেডকে দুরমুশ করা। সবমিলিয়ে এ যেন এক নতুন পন্থ। কোনও মতেই যাঁকে থামানো যাচ্ছে না।

২২ গজে নামলেই রোহিতকে আগ্রাসী মেজাজে খেলতে দেখা যায়। ঋষভ পন্থও আগ্রাসী মেজাজেই খেলেন। রোহিত বলেছেন, “পন্থ এখন ওর কেরিয়ারের সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস ভালো যে, ও এখন পরিস্থিতি অনুযায়ী খেলছে। এখন খুব ভালো কিপিং করছে, ব্যাটিংয়ের দিক থেকেও অসাধারণ। তবে ওকে স্বাধীনতা দেওয়া দরকার। এখন সবথেকে গুরুত্বপূর্ণ হল, আমাদের উচিত ওকে স্বাধীন ভাবে খেলতে দেওয়া।” রোহিত আরও বলেছেন, “আমরা যদি পন্থকে চাপ না দিই, তাহলে ও ওর সেরাটা দিতে পারবে। যার জন্যই আমার মনে হয়, ওকে স্বাধীন ভাবে খেলতে দিলে আমরা ওর কাছ থেকে সেরা পারফরম্যান্স পাব।”

আরও পড়ুন: গোল, পেনাল্টি মিস, মেসিকে নিয়ে উঠছে প্রশ্ন

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজকে টি-২০ বিশ্বকাপের মহড়া হিসেবে ভাবা হচ্ছে। টেস্ট সিরিজে জো রুটের ইংল্যান্ড ৩-১ হেরেছে। অইন মর্গ্যানের নেতৃত্বে টি-২০ সিরিজে ইংল্যান্ড কেমন পারফর্ম করে সবার নজর এখন সেদিকেই।

Next Article