বিতর্কে যখন বৃহত্তম মোতেরার পিচ!

মাত্র ২ দিনে শেষ হয়ে গেল ভারত আর ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। সব মিলিয়ে খেলা হল ১১৬.৩ ওভার! বিতর্ক শুরু হয়ে গিয়েছে মোতেরার পিচ নিয়ে। খোঁজ দিল টিভি নাইন...

বিতর্কে যখন বৃহত্তম মোতেরার পিচ!
মোতেরা স্টেডিয়াম

Feb 25, 2021 | 8:45 PM

বিশ্বের সবচেয়ে ক্রিকেট মাঠ হিসেবে মোতেরার আত্মপ্রকাশ নিয়ে পড়ে গিয়েছিল হইচই। বিশ্ব ক্রিকেট মুগ্ধ হয়ে দেখেছিল নতুন চেহারার স্টেডিয়ামকে। তার মধ্যেই আবার নতুন নামকরণ নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। সে সব মুছে দিয়ে এখন অন্য বিতর্কে মোতেরা।

 

 

মাত্র ২ দিনে শেষ হয়ে গেল ভারত আর ইংল্যান্ডের তৃতীয় টেস্ট। প্রথম দিন পড়েছিল ১৩ উইকেট। দ্বিতীয় দিন ১৭ উইকেট। ইশান্ত শর্মা আর জোফ্রা আর্চারকে বাদ দিলে বাকি ২৮ উইকেটই নিয়েছেন স্পিনাররা। সব মিলিয়ে খেলা হল ১১৬.৩ ওভার! বিতর্ক শুরু হয়ে গিয়েছে মোতেরার পিচ নিয়ে। খোঁজ দিল টিভি নাইন…

ভারতের পিচ বিতর্কের ইতিহাস

১) ১৯৯৭ সালের ২৫ ডিসেম্বর ইন্দোরের নেহরু স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার ম্যাচ বাতিল হয়ে গিয়েছিল। মাত্র ১৮ বল খেলার পর। পিচের কারণে সেই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচ বাতিল হয়। দর্শকদের কথা ভেবে ২৫ ওভার করে প্রদর্শনী ম্যাচ হয়েছিল দুই দেশের মধ্যে।

২) ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা টেস্টের সময় মুখ পুড়েছিল ভারতের। আইসিসি কানপুরকে ‘খারাপ পিচ’এর আখ্যা দিয়েছিল। সতর্কও করে উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থাকে

৩) ২০০৯ সালে দিল্লির ফিরোজ শাহ কোটলায় ভারত-শ্রীলঙ্কা ম্যাচে ২৩.৩ ওভার পর খেলা বন্ধ করে দেওয়া হয়। জঘন্য ও বিপজ্জনক পিচের জন্য। আশিস নেহরার বলে হাতে চোট পান তিলকরত্নে দিলশন। কোটলাকে নিয়ে তদন্ত চালিয়েছিল আইসিসি। এক বছরের জন্য ব্যানও করে দেওয়া হয়

৪) ২০১৫ সালে নাগপুরে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট শেষ হয়ে গিয়েছিল মাত্র ৩ দিনে। ৪০টা উইকেটের মধ্যে ৩৩টাই নিয়েছিলেন স্পিনাররা। ম্যাচ রেফারি জেফ ক্রো তাঁর রিপোর্টে ওই পিচকে ‘খারাপ’ বলেছিলেন।

মোতেরায় প্রথম দিনের প্রথম ওভার থেকেই পিচে ধুলো উড়ছিল। যা দেখে অনেকে বলতেও শুরু করেন, প্রতিপক্ষকে ওড়ানোর জন্য আরও একবার ঘূর্ণি পিচ বানালো ভারত? ক্রিকেট ইতিহাসের দিকে তাকালে সংক্ষিপ্ত টেস্টের কাহিনি কিছু কম পাওয়া যাবে না। ১৯৮২ সালে ওভালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার টেস্ট শেষ হয়ে গিয়েছিল ২ দিনে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওটাই ছিল সবচেয়ে সংক্ষিপ্ত ম্যাচ। শেষতম ঘটনা নতুন মোতেরায়, ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে। মাঝে কুড়িবার ঘটেছে এই ঘটনা। তুলে ধরল টিভি নাইন…

কলঙ্কের গল্প

  • ইংল্যান্ডে ৮ বার মাত্র ২ দিনে শেষ হয়ে গিয়েছে টেস্ট ম্যাচ
  • ৭ বার দক্ষিণ আফ্রিকায় ২ দিনে শেষ হয়েছে টেস্ট
  • ৩ বার অস্ট্রেলিয়ায় ২ দিনে শেষ হয়েছে টেস্ট
  • ২ বার ভারতে ২ দিনে শেষ হয়েছে টেস্ট। প্রথমবার, আফগানিস্তানের বিরুদ্ধে, ২০১৮ সালে
  • ১ বার নিউজিল্যান্ড ও জিম্বাবোয়েতে ২ দিনে শেষ হয়েছে টেস্ট

 

আরও পড়ুন: India vs England 3rd Test, Day 2 LIVE Score: মোতেরায় পিঙ্ক টেস্টে জয় ভারতের

মোতেরা ভারতের কাছেও নতুন এক কলঙ্কিত অধ্যায় হতে চলেছে। একে তো ২দিনে শেষ হয়ে গেল ম্যাচ, তার ওপর কোনও টেস্টে বিদেশি টিম দ্বিতীয় সর্বনিম্ন স্কোর করল। তিনটে সর্বনিম্ন স্কোর তুলে ধরল টিভি নাইন…

১) ২০১৫ সালে নাগপুর টেস্টে দক্ষিণ আফ্রিকা ৭৯ রানে অলআউট হয়ে গিয়েছিল
২) ২০২১ সালের নতুন মোতেরায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ ৮১ রানে
৩) ১৯৯০ সালে চন্ডিগড়ে শ্রীলঙ্কা ভেঙে পড়েছিল ৮২ রানে