আমরা অনেক বেশি জয়ের খিদে দেখিয়েছি: বিরাট

Feb 16, 2021 | 3:47 PM

চিপকের দ্বিতীয় টেস্ট যে সহজ ছিল না, তা পরিষ্কার বলে দিচ্ছেন বিরাট।

আমরা অনেক বেশি জয়ের খিদে দেখিয়েছি: বিরাট
আমরা অনেক বেশি জয়ের খিদে তুলে ধরেছি: বিরাট

Follow Us

চেন্নাই: রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ঋষভ পন্থ আর চেন্নাইয়ের উজ্জীবিত সমর্থক। প্রথম টেস্ট হারের বদলা নেওয়ার পর ক্যাপ্টেন বিরাট কোহলির (Virat Kohli) মুখে তিনটে নাম ও একটা অনুভূতি।

 

 

প্রথম টেস্টে হারের পর প্রবল সমালোচনার মুখে পড়েছিল ভারত। বিরাটের ক্যাপ্টেন্সি নিয়েও কথা শুরু হয়ে গিয়েছিল। এমনকি, ওই টেস্ট হারের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়া নিয়েও উঠে গিয়েছিল প্রশ্ন। সে সব মিটিয়ে আবার সুখী পরিবার টিম ইন্ডিয়া। বিরাট বলেছেন, ‘ঘরের মাঠে প্রথম টেস্ট আমরা শূন্য গ্যালারির সামনে খেলেছিলাম। সেটা যে কতটা খারাপ লাগা, বলে বোঝানো যাবে না। নিজেদের তাতানোর জন্য ভরা গ্যালারি দরকার ছিল। চিপকের স্টেডিয়াম কিন্তু আমাদের সেরাটা বের করে এনেছে।’

 

 

চিপকের দ্বিতীয় টেস্ট যে সহজ ছিল না, তা পরিষ্কার বলে দিচ্ছেন বিরাট। তাঁর ব্যাখ্যা, ‘দুটো টিমের কাছেই এই টেস্টটা কঠিন ছিল। কিন্তু আমরা নিজেদের অনেক বেশি তুলে ধরার চেষ্টা করেছি। দায়বদ্ধতা, খিদে দেখিয়েছি। এই পিচে টসটা খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। আমার মনে হয়, দ্বিতীয় ইনিংসেও আমরা যথেষ্ট রান তুলেছি।’

আরও পড়ুন: বিপক্ষের ভুলের জন্য অপেক্ষা করেছি, বলছেন অক্ষর

নিজের ভুলগুলো থেকে দ্রুত শিক্ষা নেন বিরাট। প্রথম টেস্টে ৭২ করেছিলেন। অতীতে যেটা করতেন না। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও চিপকের কঠিন পিচে বিরাট দারুণ করেছেন। নিজেকে নিয়ে অকপট বিরাট, ‘অতীতে আমি ভুলগুলো থেকে শিক্ষা নিতাম না। কিন্তু এখন যে কোনও ভুল দ্রুত শুধরে নিই।’ এ নিয়ে তৃতীয় বার একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়েছেন অশ্বিন। ম্যাচে সব মিলিয়ে ৮ উইকেট। বিরাট বলেছেন, ‘দ্বিতীয় ইনিংসে আমি রানের পিছনে ছুটতে চাইনি। বরং ঝুঁকিহীন খেলার জন্য় ডিফেন্সের উপর জোর দিয়েছিলাম। অশ্বিন ওই পর্বটাতে দারুণ ব্যাট করেছে।’

ব্যাটসম্যান পন্থ যেমন প্রতি ম্যাচেই নিজেকে তুলে ধরছেন, কিপার পন্থও তেমনই আগের থেকে অনেক পরিণত। এই পন্থকে নিয়ে উচ্ছ্বসিত বিরাটও। ‘অস্ট্রেলিয়া সফর থেকেই পন্থ অনেক পরিণত হয়েছে। ও যখন উইকেটের পিছনে দাঁড়াচ্ছে, তখনও সেই পরিণত ব্যাপারটা চোখে পড়ছে। ও আরও পরিণত হোক, এটাই চাই। কারণ, ওর টিমে থাকা মানে ভারসাম্য আরও বেড়ে যাওয়া।’

 

 

অক্ষরে মুগ্ধ ভারতের ক্যাপ্টেন। ‘অভিষেক টেস্টেই পাঁচ উইকেট, অক্ষরের কাছে স্পেশাল মুহূর্ত। ও হাসতে হাসতে সেরা বোলিং করে গেল। আশা করি এখান থেকে ও নিজের কেরিয়ারটা এগিয়ে যেতে পারবে।’

সিরিজের তৃতীয় টেস্ট গোলাপি বলের। আমেদাবাদ টেস্ট নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন বিরাট। ‘গোলাপি টেস্টে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ, ইংল্যান্ড প্রবল ভাবে ফিরে আসার চেষ্টা করবে। ওখানেও গ্যালারি থেকে একই রকম সাপোর্ট চাই আমরা।’

Next Article