ডাবলিন: আয়ার্ল্যান্ডের (Ireland) বিরুদ্ধে জাতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দীর্ঘ এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন বুমরা। শুধু তাই নয়। এই আয়ার্ল্যান্ড সফরে ভারতীয় টিমকে নেতৃত্ব দেবেন টিম ইন্ডিয়ার তারকা পেসার বুমরা। আইরিশদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। আগামী কাল, ১৮ অগস্ট ভারত-আয়ার্ল্যান্ড সিরিজের প্রথম টি-২০ (T20) ম্যাচ। আইরিশদের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ভারতের ১০০% জয়ের রেকর্ড রয়েছে। ২০০৯ সাল থেকে টি-২০ ক্রিকেটে সাক্ষাৎ হচ্ছে ভারত ও আয়ার্ল্যান্ডের। এ বার দেখার চলতি বছরের আইরিশ সফর থেকে ট্রফি নিয়ে ভারতীয় দল ফিরতে পারে কিনা। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন ভারত বনাম আয়ার্ল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচ।
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে ভারত ও আয়ার্ল্যান্ড এর আগে ৫টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। তার ৫টিতেই জিতেছে ভারত।
ভারত বনাম আয়ার্ল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচটি কবে হবে?
ভারত বনাম আয়ার্ল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচটি আগামী কাল শুক্রবার (১৮ অগস্ট) হবে।
ভারত বনাম আয়ার্ল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম আয়ার্ল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচটি ডাবলিনের দ্য ভিলেজ স্টেডিয়ামে হবে।
ভারত বনাম আয়ার্ল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম আয়ার্ল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম আয়ার্ল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম আয়ার্ল্যান্ডের তিন ম্যাচের টি-২০ সিরিজের সম্প্রচার সত্ত্ব পেয়েছে Viacom18। এই দুই দলের প্রথম টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে। পাশাপাশি দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন ভারত বনাম আয়ার্ল্যান্ডের প্রথম টি-২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং। এ ছাড়াও ভারত-আয়ার্ল্যান্ড টি-২০ সিরিজের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।