IND vs IRE, 2nd T20 Highlights: টানটান ম্যাচে ৪ রানে জয়, আইরিশদের ক্লিন সুইপ করল হার্দিকের ভারত

| Edited By: | Updated on: Jun 29, 2022 | 1:03 AM

India vs Ireland 2022, 2nd T20 LIVE Score Updates in Bengali: দেখুন ভারত (India) বনাম আয়ারল্যান্ডের (Ireland) দ্বিতীয় টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IND vs IRE, 2nd T20 Highlights: টানটান ম্যাচে ৪ রানে জয়, আইরিশদের ক্লিন সুইপ করল হার্দিকের ভারত
ভারত বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচImage Credit source: Twitter

ডাবলিন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ জিতে নিল ভারত। ডাবলিনে শেষ ম্যাচে অনবদ্য শতরান করলেন দীপক হুডা (১০৪)। আন্তর্জাতিক ক্রিকেট তাঁর প্রথম শতরান। অন্যদিকে প্রথম আন্তর্জাতিক উইকেট তুলে নিলেন উমরান মালিক। মিলিত প্রয়াসে টানটান উত্তেজনার ম্যাচে আয়ারল্যান্ডকে ৪ রানে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে হুডা-স্যামসনদের ব্যাটে ভারত ২২৫ রানের বড় স্কোর খাড়া করে। পাল্টা লড়াই দিতে ছাড়ল না অ্যান্ডি বলবির্নির দল।  তবে লক্ষ্যে পৌঁছনোর একটু আগেই থামতে হল তাঁদের। বলবির্নি সর্বোচ্চ ৬০ রান করলেন। 

সংক্ষিপ্ত স্কোর

ভারত (২২৫) ২০ ওভার

আয়ারল্যান্ড (২২১) ২০ ওভার

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 29 Jun 2022 12:45 AM (IST)

    ৪ রানে জয় ভারতের

    ভাল খেলেও লক্ষ্যে পৌঁছনোর একটু আগে থমকে গেল আয়ারল্যান্ডের ইনিংস। ভারত ম্যাচ জিতল ৪ রানে। আইরিশদের স্কোর নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২২১।

  • 29 Jun 2022 12:37 AM (IST)

    শেষ ওভারে ১৭ রান প্রয়োজন

    জয়ের জন্য শেষ ওভারে ১৭ রান প্রয়োজন আইরিশদের। লক্ষ্যের খুব কাছে গিয়েও কি ফিরে আসতে হবে? দুশোর গণ্ডি পার করে ফেলেছে বলবির্নির দল।

  • 29 Jun 2022 12:32 AM (IST)

    ২ ওভারে প্রয়োজন ৩১ রান!

    জয়ের জন্য শেষ ২ ওভারে ৩১ রান তুলতে হবে আয়ারল্যান্ডকে। টেক্টর ফেরার পর ক্রিজে এলেন মার্ক অ্যাডায়ার।

  • 29 Jun 2022 12:29 AM (IST)

    আউট টেক্টর

    ভুবনেশ্বর কুমারের বলে আউট হ্যারি টেক্টর। ২৮ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন তিনি।

  • 29 Jun 2022 12:27 AM (IST)

    তিন ওভারে প্রয়োজন ৩৭ রান

    জয়ের জন্য শেষ তিন ওভারে ৩৭ রান প্রয়োজন আয়ারল্যান্ডের। ১৭ ওভারে চার উইকেট হারিয়ে তাদের স্কোর ১৮৯।

  • 29 Jun 2022 12:22 AM (IST)

    ৪ ওভারে ৫২ রান!

    জিততে হলে শেষ ৪ ওভারে ৫২ রান তুলতে হবে আইরিশদের। ক্রিজে রয়েছেন হ্যারি টেক্টর ও জর্জ ডকরেল।

  • 29 Jun 2022 12:12 AM (IST)

    আউট টাকার

    চতুর্থ উইকেট হারাল আয়ারল্যান্ড। লোরকান টাকারকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম উইকেট তুলে নিলেন উমরান মালিক। ১৫ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ৪ উইকেট হারিয়ে ১৬৪।

  • 28 Jun 2022 11:52 PM (IST)

    আউট বলবির্নি

    ৩৭ বলে ৬০ রানের ইনিংস খেলে ফিরলেন অ্যান্ডি বলবির্নি। হর্ষলের বলে বিষ্ণোইয়ের হাতে ক্যাচ দেন তিনি। ১১ ওভার শেষে আয়ারল্যান্ডের স্কোর ৩ উইকেট হারিয়ে ১১৯।

  • 28 Jun 2022 11:49 PM (IST)

    আইরিশ অধিনায়কের অর্ধশতরান

    হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ডি বলবির্নি। ৩৪ বলে পঞ্চাশের ঘরে পৌঁছান।

  • 28 Jun 2022 11:33 PM (IST)

    ফের ঝটকা খেল আয়ারল্যান্ড

    বিনা খাতা খুলেই রান আউট হয়ে ফিরলেন গ্য়ারেথ ডিলানি। ক্রিজে রয়েছেন বলবির্নি ও হ্যারি টেক্টর। ৭.৩ ওভারে আয়ারল্যান্ডের স্কোর ২ উইকেট হারিয়ে ৮২ রান।

  • 28 Jun 2022 11:30 PM (IST)

    আউট স্টার্লিং

    ভয়ঙ্কর হয়ে ওঠা স্টার্লিংকে সাজঘরে পাঠালেন রবি বিষ্ণোই। ১৮ বলে ৪০ রান করলেন তিনি। আয়ারল্যান্ড দলীয় ৭২ রানে প্রথম উইকেট হারায়।

  • 28 Jun 2022 11:14 PM (IST)

    ৫০ পার করল আয়ারল্যান্ড

    ঝড়ের গতিতে ছুটছে আয়ারল্যান্ড। ৪  ওভারে বিনা উইকেটে দলীয় স্কোর ৫০ রানে পৌঁছে যায়।

  • 28 Jun 2022 11:12 PM (IST)

    আক্রমণাত্মক শুরু আইরিশদের

    সামনে বড় লক্ষ্যমাত্রা। আক্রমণাত্মক মনোভাব নিয়ে ইনিংস শুরু করেছেন ওপেনার পল স্টার্লিং। আয়ারল্যান্ড প্রথম ওভারে তুলল ১৮ রান। তিন ওভার শেষ তাদের স্কোর কোনও উইকেট না হারিয়ে ৩৭ রান। ১০ বলে ২৯ রান স্টার্লিংয়ের।

  • 28 Jun 2022 11:00 PM (IST)

    রান তাড়া করতে নামল আয়ারল্যান্ড

    ২২৬ রানের বড় লক্ষ্যমাত্রা তাড়া করতে নামল আয়ারল্যান্ড। ওপেনিংয়ে নেমেছেন পল স্টার্লিং ও অ্যান্ডি বলবির্নি।

  • 28 Jun 2022 10:43 PM (IST)

    ২২৫ রানে শেষ করল ভারত

    নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৫ রানের বড় স্কোর খাড়া করল ভারত। ৯ বলে ১৫ রান করে অপরাজিত থাকলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

  • 28 Jun 2022 10:41 PM (IST)

    হর্ষল আউট

    ১৯.৫ ওভারে হর্ষল প্যাটেলের উইকেট নিলেন মার্ক অ্যাডায়ার।

  • 28 Jun 2022 10:38 PM (IST)

    ফের উইকেট পতন

    ষষ্ঠ উইকেট হারাল ভারত। ১৮.৬ ওভারে বিনা খাতা খুলে আউট হয়ে ফিরলেন অক্ষর প্যাটেল।

  • 28 Jun 2022 10:34 PM (IST)

    ভারেতর পঞ্চম উইকেট পড়ল

    মাঠে নেমেই ফিরলেন দীনেশ কার্তিক। ছয় নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই তাঁকে আউট করেন ক্রেগ ইয়ং।

  • 28 Jun 2022 10:30 PM (IST)

    আউট হুডা

    ৫৭ বলে ১০৪ রানের অনবদ্য ইনিংস খেলে ফিরলেন দীপক হুডা। ১৭তম ওভারের শেষ বলে তাঁকে ফেরালেন জোশুয়া লিটল। ভারতের স্কোর ১৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৭।

  • 28 Jun 2022 10:28 PM (IST)

    ফের উইকেট ভারতের

    তৃতীয় উইকেট হারাল ভারত। ৫ বলে ১৫ করে ফিরলেন সূর্যকুমার যাদব। জোশুয়া লিটলের বলে উইকেটের পিছনে টাকারের হাতে ধরা পড়লেন তিনি। মাঠে নামলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

  • 28 Jun 2022 10:24 PM (IST)

    সেঞ্চুরি দীপক হুডার

    ডাবলিনে আজ অনবদ্য দীপক হুডা। আন্তর্জাতিক টি-২০তে প্রথম শতরান হাঁকালেন। ৫৫ বলে পূর্ণ করলেন শতরান।

  • 28 Jun 2022 10:19 PM (IST)

    আউট সঞ্জু

    দ্বিতীয় সাফল্য পেল আয়ারল্যান্ড। ১৭তম ওভারের দ্বিতীয় বলে সঞ্জুকে ফেরালেন সেই মার্ক অ্যাডায়ার।

  • 28 Jun 2022 10:17 PM (IST)

    ১৬ ওভারের সমাপ্তি

    ১৬ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেট হারিয়ে ১৮৩ রান।

  • 28 Jun 2022 10:12 PM (IST)

    বড় রানের পথে ভারত

    ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেট হারিয়ে ১৭৯ । হুডা-স্যামসনের ব্যাটে প্রবল চাপে আইরিশরা।

  • 28 Jun 2022 10:03 PM (IST)

    অর্ধশতরান সঞ্জুর

    ৩১ বলে অর্ধশতরান পূরণ করলেন সঞ্জু স্যামসন। ৮টি চার ও ১টি ছয় হাঁকিয়েছেন তিনি।

  • 28 Jun 2022 09:52 PM (IST)

    একশো পার ভারতের

    দলীয় একশো রান পার করল ভারত। ১১ ওভার শেষে দলের স্কোর ১ উইকেটে ১১০ রান।

  • 28 Jun 2022 09:49 PM (IST)

    ১০ ওভারের খেলা শেষ

    ১০ ওভার শেষে মেন ইন ব্লু-র স্কোর ১/৯৭। অর্ধশতরানের দিকে এগোচ্ছেন স্যামসন (৪২)।

  • 28 Jun 2022 09:47 PM (IST)

    হুডার হাফ সেঞ্চুরি

    ডাবলিনে দ্বিতীয় টি২০ ম্যাচেও অনবদ্য দীপক হুডা। ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। তিনটি চার ও ৪টি ছয় হাঁকিয়েছেন।

  • 28 Jun 2022 09:39 PM (IST)

    ৮ ওভারের খেলা শেষ

    ৮ ওভারে ভারতের স্কোর ১ উইকেট হারিয়ে ৬৬। ঝোড়াে ব্য়াটিং দীপক হুডার।

  • 28 Jun 2022 09:31 PM (IST)

    পাওয়ার প্লে ওভার শেষ

    পাওয়ার প্লে-তে ৫০ রান পার করে ফেলল ভারত। প্রথম ছয় ওভারে ১ উইকেট খুইয়ে ৫৪ রান তুলেছে ভারত। ব্যাট করছেন সঞ্জু স্যামসন (২৪) এবং দীপক হুডা (২৬)।

  • 28 Jun 2022 09:16 PM (IST)

    তৃতীয় ওভার শেষ

    তৃতীয় ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ২১ রান। ক্রিজে রয়েছেন সঞ্জু স্যামসন এবং দীপক হুডা।

  • 28 Jun 2022 09:14 PM (IST)

    প্রথম উইকেট পড়ল ভারতের

    দ্বিতীয় ওভারের প্রথম বলে ওপেনার ইশান কিষাণকে প্যাভিলিয়নে পাঠালেন মার্ক অ্যাডায়ার। ৫ বলে ৩ রান করে ফিরলেন তিনি।

  • 28 Jun 2022 09:06 PM (IST)

    বাউন্ডারি দিয়ে শুভ সূচনা

    ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে ইনিংসের সূচনা করলেন সঞ্জু স্যামসন। চোটগ্রস্ত ঋতুরাজের পরিবর্তে মাঠে নামার সুযোগটা কাজে লাগাতে মরিয়া তিনি।

  • 28 Jun 2022 09:01 PM (IST)

    ভারতের ইনিংস শুরু

    ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন সঞ্জু স্যামসন এবং ইশান কিষাণ।

  • 28 Jun 2022 08:49 PM (IST)

    আয়ারল্যান্ডের প্রথম একাদশ

    অপরিবর্তিত একাদশ

    অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, পল স্টার্লিং, লোরকান টাকার (উইকেটকিপার), মার্ক অ্যাডায়ার, জর্জ ডকরেল, জোশুয়া লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, কনর ওলফার্ট, ক্রেইগ ইয়ং।

  • 28 Jun 2022 08:44 PM (IST)

    দ্বিতীয় টি-২০তে ভারতের একাদশ

    সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, দীপক হুডা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, রবি বিষ্ণোই এবং উমরান মালিক।

  • 28 Jun 2022 08:41 PM (IST)

    ভারতের প্রথম একাদশে পরিবর্তন

    আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০তে ভারতের একাদশে তিনটি বড় পরিবর্তন। দলে এসেছেন ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে সঞ্জু স্যামসন। আবেশ খানের জায়গায় একাদশে সুযোগ পেলেন হর্ষল প্যাটেল। যুজবেন্দ্র চাহালকে বসিয়ে সুযোগ দেওয়া হল রবি বিষ্ণোইকে।

  • 28 Jun 2022 08:33 PM (IST)

    টস আপডেট

    টস জিতল ভারত। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

  • 28 Jun 2022 08:30 PM (IST)

    আবহাওয়া কেমন থাকবে?

    দ্বিতীয় টি-২০তেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

  • 28 Jun 2022 08:24 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে চারটি টি-২০ ম্যাচ খেলেছেন ভারত। চারটিতেই জিতেছে মেন ইন ব্লু।

Published On - Jun 28,2022 8:19 PM

Follow Us: