ডাবলিন: আয়ার্ল্যান্ডের (Ireland) বিরুদ্ধে জাতীয় দলে ফিরেছেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। শুধু ফিরেছেন বললে ভুল বলা হবে। ১১ মাস পর জাতীয় দলে প্রত্যাবর্তন ম্যাচে সেরার পুরস্কারও পেয়েছেন তিনি। এই আয়ার্ল্যান্ড সফরে ভারতীয় টিমকে নেতৃত্ব দিয়ে ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছেন বুমরা। ভারতের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ক্যাপ্টেন হয়েছেন বুমরা। সিরিজের প্রথম ম্যাচে বুমরা টস জিতেছিলেন। পরে বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচও জেতে ভারত। আইরিশদের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজে আপাতত ১-০ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। আগামী কাল সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ জিতলেই সিরিজ মুঠোয় ভরবে মেন ইন ব্লু। অন্যদিকে আইরিশদের সামনে সুযোগ থাকবে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানোর। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন ভারত বনাম আয়ার্ল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচ।
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে ভারত ও আয়ার্ল্যান্ড এর আগে ৬টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল। তার ৬টিতেই জিতেছে ভারত।
ভারত বনাম আয়ার্ল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কবে হবে?
ভারত বনাম আয়ার্ল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি আগামী কাল রবিবার (২০ অগস্ট) হবে।
ভারত বনাম আয়ার্ল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম আয়ার্ল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি ডাবলিনের দ্য ভিলেজ স্টেডিয়ামে হবে।
ভারত বনাম আয়ার্ল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম আয়ার্ল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৩০মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম আয়ার্ল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম আয়ার্ল্যান্ডের তিন ম্যাচের টি-২০ সিরিজের সম্প্রচার সত্ত্ব পেয়েছে Viacom18। এই দুই দলের দ্বিতীয় টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে। পাশাপাশি দর্শকরা জিও সিনেমা অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন ভারত বনাম আয়ার্ল্যান্ডের দ্বিতীয় টি-২০ ম্যাচের লাইভ স্ট্রিমিং। এ ছাড়াও ভারত-আয়ার্ল্যান্ড টি-২০ সিরিজের লাইভ আপডেট পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।