IND vs NZ 1st Test Day 2 Highlights: দ্বিতীয় দিনের খেলা শেষ, টিম ইন্ডিয়ার থেকে ২১৬ রানে পিছিয়ে রয়েছে কিউয়িরা

| Edited By: | Updated on: Nov 27, 2021 | 4:57 PM

India vs New Zealand 1st Test Day 2 Live Score: কানপুরে প্রথম টেস্টে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।

IND vs NZ 1st Test Day 2 Highlights: দ্বিতীয় দিনের খেলা শেষ, টিম ইন্ডিয়ার থেকে ২১৬ রানে পিছিয়ে রয়েছে কিউয়িরা
কানপুর টেস্টে মুখোমুখি রাহানে-উইলিয়ামসন

কানপুর: কানপুর টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে। প্রথম টেস্টের প্রথম দিন ৮৪ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছিল রাহানের ভারত। দ্বিতীয় দিনের প্রথম সেশনে অভিষেক টেস্টের সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন শ্রেয়স আইয়ার। তবে সেঞ্চুরির পর ইনিংস বেশিক্ষণ টানতে পারেননি। ১০৫ রানে আউট হন শ্রেয়স। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ছিল ৮ উইকেটে ৩৩৯। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে বেশিক্ষণ খেলতে পারেননি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। ৩৪৫ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। প্রথম টেস্টের দ্বিতীয় দিন দাপট দেখালেন কিউয়ি বোলাররা। আজ গ্রিন পার্কে ৬টি উইকেট তুলে নিয়েছেন সাউদি-প্যাটেলরা, বিনিময়ে দিয়েছেন ৮৭ রান।

কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। কিউয়ি ওপেনিং জুটিতে গ্রিন পার্কে দ্বিতীয় দিনের খেলায় ১২৯ রান তুলেছে। দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার থেকে ২১৬ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ১৬৫ বলে ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন টম লাথাম এবং ১৮০ বল খেলে ৭৫ রান করেছেন উইল ইয়ং।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 26 Nov 2021 04:30 PM (IST)

    কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ

    কানপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। কিউয়ি ওপেনিং জুটিতে গ্রিন পার্কে দ্বিতীয় দিনের খেলায় ১২৯ রান তুলেছে। দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার থেকে ২১৬ রানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। ১৬৫ বলে ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন টম লাথাম এবং ১৮০ বল খেলে ৭৫ রান করেছেন উইল ইয়ং।

  • 26 Nov 2021 04:18 PM (IST)

    ৫৫ ওভারে নিউজিল্যান্ড ১২৮/০

    উইল ইয়ংয়ের পর টম লাথামও হাফসেঞ্চুরি পূর্ন করে ফেলেছেন। ৫৫ ওভারে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১২৮

  • 26 Nov 2021 04:13 PM (IST)

    টম লাথামের হাফসেঞ্চুরি

    ভারতের বিরুদ্ধে কানপুর টেস্টের দ্বিতীয় দিন কিউয়ি ওপেনার টম লাথাম হাফসেঞ্চুরি পূর্ণ করলেন

  • 26 Nov 2021 04:01 PM (IST)

    ৫০ ওভারে নিউজিল্যান্ড

    ৫০ ওভারের খেলা শেষ। কিউয়িদের কোনও রকম চাপে ফেলতে পারছে না ভারতীয় বোলাররা। ৫০ ওভারে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১২২।

  • 26 Nov 2021 03:45 PM (IST)

    ৪৫ ওভারে নিউজিল্যান্ড ১১৪/০

    কোনও উইকেট না হারিয়ে ৪৫ ওভারে কিউয়ি ওপেনাররা ১১৪ রান তুলে দিয়েছে।

  • 26 Nov 2021 03:26 PM (IST)

    ৪০ ওভারে নিউজিল্যান্ড ১০২/০

    কিউয়িদের ওপেনিং জুটিতে শতরানের গণ্ডি পেরিয়ে গিয়েছে। ৪০ ওভারে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ১০২।

  • 26 Nov 2021 03:05 PM (IST)

    ৩৫ ওভারে নিউজিল্যান্ড ৯৩/০

    উইকেটের খোঁজে ভারত। উইল ইয়ং ব্যাট করছেন ৬২ রানে। টম লাথাম রয়েছেন ২৮ রানে
  • 26 Nov 2021 02:46 PM (IST)

    ৩০ ওভারে নিউজিল্যান্ড ৮৬/০

    দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা শেষ। ৩০ ওভারের খেলা হয়ে গিয়েছে। কোনও উইকেট না হারিয়ে কিউয়ি ওপেনিং জুটি তুলেছে ৮৬ রান

  • 26 Nov 2021 02:37 PM (IST)

    উইল ইয়ংয়ের হাফসেঞ্চুরি

    কানপুরে প্রথম টেস্টের দ্বিতীয় দিন নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন কিউয়ি ওপেনার উইল ইয়ং।

  • 26 Nov 2021 02:33 PM (IST)

    তৃতীয় সেশন শুরু

    চা বিরতির পর ক্রিজে টম লাথাম ও উইল ইয়ং

  • 26 Nov 2021 02:16 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ৭২।

    টম লাথাম ব্যাট করছেন ২৩ রানে, উইল ইয়ং রয়েছেন ৪৬ রানে।

  • 26 Nov 2021 02:06 PM (IST)

    ২৫ ওভারে নিউজিল্যান্ড ৬৭/০

    ২৫ ওভারে কিউয়ি ওপেনিং জুটি তুলেছে ৬৭ রান

  • 26 Nov 2021 01:18 PM (IST)

    ১০ ওভারে নিউজিল্যান্ড ১৮/০

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। সতর্ক হয়ে এগোচ্ছে কিউয়ি ওপেনিং জুটি।

  • 26 Nov 2021 12:55 PM (IST)

    ৫ ওভারে নিউজিল্যান্ড ৮/০

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে কিউয়িরা তুলেছে ৮ রান

  • 26 Nov 2021 12:32 PM (IST)

    নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শুরু

    কিউয়িদের ওপেনিংয়ে নামলেন টম লাথাম ও উইল ইয়ং।

  • 26 Nov 2021 12:23 PM (IST)

    ৩৪৫ রানে অলআউট ভারত

    কানপুর টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই দুই উইকেট তুলে নিয়ে ভারতের প্রথম ইনিংস থামিয়ে দিলেন আজাজ প্যাটেল। ৩৪৫ রানে শেষ ভারতের প্রথম ইনিংস। প্রথম টেস্টের দ্বিতীয় দিন দাপট দেখালেন কিউয়ি বোলাররা। আজ গ্রিন পার্কে ৬টি উইকেট তুলে নিয়েছেন সাউদি-প্যাটেলরা, বিনিময়ে দিয়েছেন ৮৭ রান।

  • 26 Nov 2021 12:14 PM (IST)

    অশ্বিন আউট

    লাঞ্চ বিরতির পর রবিচন্দ্রন অশ্বিনকে ফেরালেন আজাজ প্যাটেল।

  • 26 Nov 2021 12:11 PM (IST)

    দ্বিতীয় সেশনের খেলা শুরু

    লাঞ্চ বিরতির পর খেলা শুরু। ক্রিজে অশ্বিন-উমেশ।

  • 26 Nov 2021 11:31 AM (IST)

    লাঞ্চ বিরতি

    দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৮ উইকেটে ৩৩৯। ক্রিজে রয়েছেন উমেশ যাদব (২৮ বলে ৪*) ও রবিচন্দ্রন অশ্বিন (৫৪ বলে ৩৮*)।

  • 26 Nov 2021 11:02 AM (IST)

    এক ইনিংসে পাঁচটি উইকেট নিলেন সাউদি

    আজ কানপুর টেস্টের দ্বিতীয় দিনে এক ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করলেন টিম সাউদি

  • 26 Nov 2021 10:57 AM (IST)

    ১০০ ওভারে ভারত ৩১৩/৮

    ১০০ ওভারের খেলা শেষ। ভারতের স্কোর ৮ উইকেটে ৩১৩।

  • 26 Nov 2021 10:54 AM (IST)

    অক্ষর প্যাটেল আউট

    ৩ রান করে টিম সাউদির শিকার অক্ষর প্যাটেল। অষ্টম উইকেট হারাল ভারত।

  • 26 Nov 2021 10:35 AM (IST)

    শ্রেয়স আউট

    অভিষেক টেস্টে সেঞ্চুরির পর আউট হলেন শ্রেয়স আইয়ার। ১০৫ রান করে টিম সাউদির শিকার হলেন শ্রেয়স।

  • 26 Nov 2021 10:27 AM (IST)

    ৯৫ ওভারে ভারত ৩০১/৬

    ক্রিজে শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিন। ৯৫ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ৩০১

  • 26 Nov 2021 10:14 AM (IST)

    ঋদ্ধিমান আউট

    টিম সাউদির বলে মাত্র ১ রান করে সাজঘরে ফিরলেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা।

  • 26 Nov 2021 10:06 AM (IST)

    অভিষেক টেস্টে শ্রেয়সের সেঞ্চুরি

    কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার।

  • 26 Nov 2021 09:59 AM (IST)

    ৯০ ওভারে ভারত ২৮১/৫

    দ্বিতীয় দিনের শুরুতেই ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ফিরিয়ে দিয়েছেন টিম সাউদি। শতরানের পথে রয়েছেন শ্রেয়স। ৯০ ওভারে ভারতের স্কোর ৫ উইকেটে ২৮১

  • 26 Nov 2021 09:48 AM (IST)

    জাডেজা আউট

    টিম সাউদির বলে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই রবীন্দ্র জাডেজা উইকেট দিয়ে বসলেন। প্রথম দিন ৫০ রান করলেও দ্বিতীয় দিনে জাডেজার ব্যাট থেকে এল না কোনও রান

  • 26 Nov 2021 09:35 AM (IST)

    ৮৫ ওভারে ভারত ২৫৮/৪

    দ্বিতীয় দিনের খেলা শুরু হয়ে গিয়েছে। ৮৫ ওভারে ভারতের স্কোর ৪ উইকেটে ২৫৮

  • 26 Nov 2021 09:30 AM (IST)

    দ্বিতীয় দিনের খেলা শুরু

    কানপুরে শুরু হল প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। ক্রিজে শ্রেয়স আইয়ার ও রবীন্দ্র জাডেজা।

  • 26 Nov 2021 09:17 AM (IST)

    অভিষেক টেস্টের দ্বিতীয় দিনে কতটা ছাপ ফেলতে পারেবন শ্রেয়স?

  • 26 Nov 2021 09:13 AM (IST)

    গ্রিন পার্কে তৈরি হচ্ছেন টিম সাউদি

    দেখুন কিউয়িদের শেয়ার করা ভিডিও…

  • 26 Nov 2021 09:05 AM (IST)

    প্রথম ইনিংসে বড় রানের লক্ষ্য় নিয়ে নামবে ভারত

Published On - Nov 26,2021 9:00 AM

Follow Us: