কানপুর: আগামীকাল সকাল থেকেই শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ডের (India vs New Zealand) দুই ম্যাচের টেস্ট (Test) সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। টি-২০ (T20) সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করার পর লাল বলের ক্রিকেট খেলতে নামবে মেন ইন ব্লু। ভারতীয় ক্রিকেটে জয় দিয়ে শুরু হয়ে গিয়েছে দ্রাবিড় সভ্যতা। টি-২০-র পর এ বার টেস্ট সিরিজও জিততে চায় ভারত। প্রথম টেস্ট ম্যাচে বিরাট কোহলি খেলবেন না। তাঁর বদলে ভারতীয় দলের ক্যাপ্টেন্সি সামলাবেন আজিঙ্কা রাহানে। মুম্বইতে হবে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচে ভারতের অধিনায়কত্ব সামলাবেন বিরাট কোহলি। এই সিরিজেও বিশ্রামে রয়েছেন রোহিত শর্মা, ঋষভ পন্থ, লোকেশ রাহুল, মহম্মদ শামি, জসপ্রীত বুমরার মতো তারকা ক্রিকেটাররা। ফলে এই সিরিজে তরুণ ক্রিকেটারদের সামনে রয়েছে নিজেদের প্রমাণ করার সুযোগ। হেড টু হেডে নজর দিলে দেখা যায় এখনও পর্যন্ত মোট ৬০ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ভারত জিতেছে ২১ বার ও নিউজিল্যান্ড জিতেছে ১৩ বার। ম্যাচ ড্র ২৬ বার। এ ছাড়া ভারতের মাটিতে মোট ৩৪ বার সাক্ষাৎ হয়েছে দুই দলের। সেই সাক্ষাতে এগিয়ে টিম ইন্ডিয়া। ভারতের মাটিতে ১৬ বার জিতেছে ভারত, মাত্র ২ বার জিতেছে নিউজিল্যান্ড এবং ম্যাচ ড্র হয়েছে ১৬ বার।
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি কবে শুরু হবে?
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি আগামীকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) হবে।
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হবে।
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে। ম্যাচের আগে ৯টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: India vs New Zealand: দলকে স্বাধীনতা দিয়েছেন দ্রাবিড়: রাহানে