India vs New Zealand: দলকে স্বাধীনতা দিয়েছেন দ্রাবিড়: রাহানে

ভারতের (India) দলের চিন্তা একটা জায়গাতেই, অধিনায়ক রাহানের (Rahane) ফর্ম। যদিও রাহানে নিজে খুব একটা চিন্তায় নেই। ভবিষ্যত্‍ কী হবে, সেটা নিয়ে ভাবছেন না। বরং বর্তমান ঘিরেই বাঁচতে ভালোবাসেন তিনি।

India vs New Zealand: দলকে স্বাধীনতা দিয়েছেন দ্রাবিড়: রাহানে
টিম ইন্ডিয়ার তিন নম্বর, এক ফ্রেমে অতীত ও বর্তমান। সৌ: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2021 | 4:46 PM

কানপুর: নেই-য়ের তালিকাটা বেশ লম্বা। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, মহম্মদ সামি, জয়প্রীত বুমরা। গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে ভারতের (India) বিজয় পতাকা যাদের হাত ধরে উড়েছে, সেই তারকারাই ঘরের মাঠে নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই। তাতে যদিও খুব একটা চিন্তার কারণ আছে বলে মনে করছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। একে ঘরের মাঠে স্পিন সহায়ক উইকেটে খেলা। তার উপর টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী, সেটা প্রমাণ হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। তাই মহাতারকার না থাকলেও সমস্যা নেই। বরং তরুণদের সামনে সুযোগ তারকা হয়ে ওঠার। ম্যাচের আগের দিন অধিনায়ক রাহানে (Ajinkya Rahane) কিন্তু শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) অভিষেক হওয়ার খবরটা দিয়ে রেখেছেন। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের ব্যাকআপ হিসেবেই টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন শ্রেয়স। এ বার সেই বিরাটের জায়গা চার নম্বরেই খেলবেন আইয়ার। প্রায় দু’বছর পর আবার লাল বলের ক্রিকেটে দেখা যাবে তাঁকে। ২০১৯ সালে ইরানি ট্রফির ম্যাচে তিনি শেষবার খেলেছিলেন।

টেস্ট দলের এমন অনেক তারকা আছেন যাঁরা প্রথমবার রাহুলের (Rahul Dravid) কোচিংয়ে খেলবেন। তার মধ্যে অন্যতম চেতেশ্বর পূজারা। যাঁকে বর্তমান প্রজন্মের রাহুল বলে ডাকেন অনেকে। কী বার্তা দিয়েছেন দ্য ওয়াল? সাংবাদিক সম্মেলনে রাহানা জানিয়েছেন, কোনও কিছুকে জটিল করে দেখেছেন না রাহুল দ্রাবিড়। বরং সহজ ভাবে ম্যাচে অ্যাপ্রোচ করার কথা বলেছেন। আর দিয়েছেন স্বাধীনতা। ভয় না পেয়ে মাঠে নেমে স্বাধীন ভাবে খেলার কথা বলেছেন রাহুল।

কানপুরে ভারতের প্রথম একাদাশ কী হবে? সহজ ভাবে দেখতে গেলে দুই স্পিনার, দুই পেসার ও ছয় ব্যাটার কম্বিনেশনে ভর করেই কিউয়ি বধের ছক কষছে ভারত। দুই ওপেনার ময়াঙ্ক আগরওলায় ও শুভমন গিল, তিন নম্বরে চেতেশ্বর পূজারা, চারে প্রথম টেস্ট খেলতে নামা শ্রেয়স আইয়ার, পাঁচে অধিনায়ক অজিঙ্কে রাহানে, ছয়ে উইকেট কিপার ঋদ্ধামান সাহা, সাতে অলরাউন্ডার অক্ষর প্যাটেল, আটে রবীন্দ্র জাডেজা, নয়ে রবিচন্দ্রন অশ্বিন, দশে উমেশ যাদব বা মহম্মদ সিরাজ, সব শেষে ইশান্ত শর্মা।

ভারতের দলের চিন্তা একটা জায়গাতেই, অধিনায়ক রাহানের ফর্ম। যদিও রাহানে নিজে খুব একটা চিন্তায় নেই। ভবিষ্যত্‍ কী হবে, সেটা নিয়ে ভাবছেন না। বরং বর্তমান ঘিরেই বাঁচতে ভালোবাসেন তিনি। সেঞ্চুরি চাই না, দলের প্রয়োজনে যদি ১০ রানও করতে পারেন, তা হলেই তিনি খুশি। গৌতম গম্ভীরদের এ ভাবেই জবাব দিলেন টিম ইন্ডিয়ার স্টপগ্যাপ অধিনায়ক। ঘরের মাঠে টি-২০ মত টেস্ট সিরিজেও নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলে আবার টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গাটা ফিরে পাওয়ার হাতছানি। সেটাই টিম ইন্ডিয়ার ফোকাসে।

আরও পড়ুন : IPL 2022: আইপিএল-১৫-র উদ্বোধন হয়তো চেন্নাইয়ে, শুরু ২ এপ্রিল