IND vs NZ 2nd Test Day 3 Highlights: তৃতীয় দিনের শেষে কিউয়িদের স্কোর ১৪০/৫, ভারতের শুধু জয়ের অপেক্ষা

| Edited By: | Updated on: Dec 05, 2021 | 5:33 PM

India vs New Zealand 2nd Test Day 3 Live Score: মুম্বইতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।

IND vs NZ 2nd Test Day 3 Highlights: তৃতীয় দিনের শেষে কিউয়িদের স্কোর ১৪০/৫, ভারতের শুধু জয়ের অপেক্ষা
মুম্বইতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি কোহলি-ল্যাথাম

মুম্বই: কানপুর টেস্ট ড্র হওয়ার পর এ বার মুম্বই টেস্টের পালা। ওয়াংখেড়েতে তৃতীয় দিনের খেলা শেষ। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) পর বিশ্রাম নিয়ে দলে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় টেস্টে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছিলেন ভারত অধিনায়ক কোহলি। প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ভারতকে অলআউট করলেন একজন মাত্র কিউয়ি বোলার। আজাজ প্যাটেল। একইসঙ্গে এক ইনিংসে ১০টি উইকেট নিয়ে ইতিহাস গড়লেন তিনি।

মুম্বইতে দ্বিতীয় দিন ৩২৫ রানে ভারত অলআউট হওয়ার পর মাঠে নামে কিউয়িরা। অশ্বিন-সিরাজ-অক্ষরদের দাপটে ৬২ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ৪ উইকেট অশ্বিনের। ৩টি উইকেট নিলেন সিরাজ। ২ টি উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল এবং একটি উইকেট পেয়েছেন জয়ন্ত যাদব। ৫ ওভার বল করেছিলেন উমেশ যাদব। কিন্তু তিনি কোনও উইকেট পাননি।

ভারত দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৭৬ রান তুলে ডিক্লেয়ার করে দেয়। টিম ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নিয়েছেন আজাজ প্যাটেল এবং ৩টি উইকেট নিয়েছেন রচিন রবীন্দ্র। প্রথম ইনিংসে ১৫০ রানের পর ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন মায়াঙ্ক আগরওয়াল (৬২)। চেতেশ্বর পূজারা ও শুভমন গিল হাফসেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছেড়েছিলেন। দু’জনই ব্যাক্তিগত ৪৭ রানের মাথায় আউট হন। তৃতীয় দিনই শুরু হয় কিউয়িদের দ্বিতীয় ইনিংস। দিনের শেষে কিউয়িদের স্কোর ৫ উইকেটে ১৪০। ক্রিজে রচিন রবীন্দ্র (২*) ও হেনরি নিকোলাস (৩৬*)। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের এখনও প্রয়োজন ৪০০ রান এবং ভারতের প্রয়োজন ৫ উইকেট।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 05 Dec 2021 05:23 PM (IST)

    তৃতীয় দিনের খেলা শেষ

    মুম্বই টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ। তৃতীয় দিনের শেষে কিউয়িদের স্কোর ১৪০/৫। ম্যাচ জিততে কিউয়িদের এখনও প্রয়োজন ৪০০ রান এবং ভারতের চাই আর ৫টি উইকেট।

  • 05 Dec 2021 05:07 PM (IST)

    ৪০ ওভারে নিউজিল্য়ান্ড ১৩৪/৫

    ৪০ ওভারের খেলা শেষ। ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে নিউজিল্যান্ড। ক্রিজে রচিন রবীন্দ্র ও হেনরি নিকোলাস

  • 05 Dec 2021 04:57 PM (IST)

    টম ব্লান্ডেল আউট

    রান আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন টম ব্লান্ডেল। পঞ্চম উইকেট হারাল কিউয়িরা।

  • 05 Dec 2021 04:48 PM (IST)

    ড্যারেল মিচেল আউট

    ফর্মে থাকা ড্যারেল মিচেলকে ফেরালেন অক্ষর প্যাটেল। চতুর্থ উইকেট হারাল কিউয়িরা। ৬০ রান করে সাজঘরে ফিরলেন মিচেল।

  • 05 Dec 2021 04:30 PM (IST)

    ড্যারেল মিচেলের হাফসেঞ্চুরি

    মুম্বই টেস্টের তৃতীয় দিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ড্যারেল মিচেল।

  • 05 Dec 2021 04:26 PM (IST)

    ৩০ ওভারে নিউজিল্যান্ড ১০৯/৩

    ৩ উইকেট হারিয়ে মিচেল-নিকোলাস জুটি নিউজিল্যান্ডকে দলগত শতরানে পৌঁছে দিয়েছে। ৩০ ওভারে কিউয়িদের স্কোর ৩ উইকেটে ১০৯।

  • 05 Dec 2021 04:05 PM (IST)

    ২৫ ওভারে নিউজিল্যান্ড ৮১/৩

    তৃতীয় দিনের তৃতীয় সেশনের খেলা চলছে। ২৫ ওভারে কিউয়িদের স্কোর ৩ উইকেটে ৮১।

  • 05 Dec 2021 03:45 PM (IST)

    ২০ ওভারে নিউজিল্যান্ড ৬৭/৩

    দ্বিতীয় ইনিংসে কিউয়িদের ২০ ওভারের খেলা শেষ। হেনরি নিকোলাস রয়েছেন ৪ রানে এনং ড্যারেল মিচেল রয়েছেন ২৭ রানে।
  • 05 Dec 2021 03:30 PM (IST)

    রস টেলর আউট

    রবিচন্দ্রন অশ্বিন ভারতকে এনে দিলেন তৃতীয় সাফল্য। অশ্বিনের শিকার হয়ে রস টেলর ফিরলেন ৬ রানে।

  • 05 Dec 2021 03:17 PM (IST)

    ইয়ং আউট

    ওপেনার উইল ইয়ংয়ের উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড। ২০ রান করে সাজঘরে ফিরলেন কিউয়ি ওপেনার ইয়ং।

  • 05 Dec 2021 02:44 PM (IST)

    ৫ ওভারে নিউজিল্যান্ড ১৩/১

    চা বিরতির পর খেলা শুরু হয়ে গিয়েছে। ৫ ওভারে কিউয়িদের স্কোর ১ উইকেটে ১৩।

  • 05 Dec 2021 02:25 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ১৩। নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৫২৭ রান।

  • 05 Dec 2021 02:18 PM (IST)

    ল্যাথাম আউট

    টম ল্যাথামের উইকেট তুলে নিলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রথম উইকেট হারাল কিউয়িরা। ৬ রান করে মাঠ ছাড়লেন ল্যাথাম।

  • 05 Dec 2021 02:00 PM (IST)

    কিউয়িদের দ্বিতীয় ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন টম ল্যাথাম ও উইল ইয়ং।

  • 05 Dec 2021 01:52 PM (IST)

    ইনিংস ডিক্লেয়ার করল ভারত

    ২৭৬ রানে ইনিংস ডিক্লেয়ার করে দিল বিরাটের ভারত। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট খুইয়ে ২৭৬ রান তুলেছিলেন কোহলিরা। দ্বিতীয় টেস্ট জেতার জন্য কিউয়িদের প্রয়োজন ৫৪০ রান।

  • 05 Dec 2021 01:19 PM (IST)

    কোহলি আউট

    বিরাট কোহলিকে ফেরালেন রচিন রবীন্দ্র। ৩৬ রান করে সাজঘরে ফিরে গেলেন ভিকে।

  • 05 Dec 2021 01:14 PM (IST)

    শ্রেয়স আউট

    ১৪ রান করে সাজঘরে ফিরলেন শ্রেয়স আইয়ার। আজাজ প্যাটেল তুলে নিলেন ভারতের চতুর্থ উইকেট ও দ্বিতীয় ইনিংসে নিজের তৃতীয় উইকেট।

  • 05 Dec 2021 01:01 PM (IST)

    গিল আউট

    হাফসেঞ্চুরি হাতছাড়া করে আউট হলেন শুভমন গিল (৪৭)। তৃতীয় উইকেট হারাল ভারত। রচিন রবীন্দ্র ফেরালেন গিলকে

  • 05 Dec 2021 12:44 PM (IST)

    ৫৫ ওভারে ভারত ১৮৪/২

    গিল-কোহলি জুটিতে এগিয়ে চলেছে ভারত। হাফসেঞ্চুরির কাছে রয়েছেন গিল। তিনি ব্যাট করছেন ৪৩ রানে। কোহলি রয়েছেন ২৬ রানে।

  • 05 Dec 2021 12:27 PM (IST)

    ৫০ ওভারে ভারত ১৫৭/২

    দ্বিতীয় সেশনের খেলা চলছে। ৫০ ওভারে ২ উইকেট খুইয়ে টিম ইন্ডিয়া তুলেছে ১৫৭ রান।

  • 05 Dec 2021 12:12 PM (IST)

    দ্বিতীয় সেশনের খেলা শুরু

    লাঞ্চ বিরতির পর ক্রিজে ফিরলেন গিল-কোহলি। দ্বিতীয় সেশনের খেলা শুরু

  • 05 Dec 2021 11:33 AM (IST)

    লাঞ্চ বিরতি

    মুম্বই টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ। ক্রিজে বিরাট-শুভমন। লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ২ উইকেটে ১৪২। তৃতীয় দিনের প্রথম সেশনে ভারত তুলেছে ৭৩ রান। ২টি উইকেট পেয়েছেন আজাজ প্যাটেল।

  • 05 Dec 2021 11:29 AM (IST)

    ৪৫ ওভারে ভারত ১৪১/২

    ক্রিজে গিল-কোহলি। ৪৫ ওভারে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ১৪১ রান

  • 05 Dec 2021 11:01 AM (IST)

    ৪০ ওভারে ভারত ১২৮/২

    তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষের দিকে। ৪০ ওভারে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ১২৮ রান। ক্রিজে শুভমন গিল ও বিরাট কোহলি।

  • 05 Dec 2021 10:45 AM (IST)

    পূজারা আউট

    হাফসেঞ্চুরি হাতছাড়া করে সাজঘরে ফিরলেন চেতেশ্বর পূজারা (৪৭)। ভারতের দ্বিতীয় উইকেট তুলে নিলেন আজাজ প্যাটেল।

  • 05 Dec 2021 10:41 AM (IST)

    ৩৫ ওভারে ভারত ১১৪/১

    তৃতীয় দিনের প্রথম সেশনে মায়াঙ্কের উইকেট হারিয়ে ফেলেছে ভারত। ক্রিজে পূজারা-গিল। ৩৫ ওভারে টিম ইন্ডিয়া তুলেছে ১১৪ রান।

  • 05 Dec 2021 10:22 AM (IST)

    মায়াঙ্ক আউট

    মায়াঙ্ক আগরওয়ালের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন আজাজ প্যাটেল। প্রথম উইকেট হারাল ভারত। ৬২ রান করে সাজঘরে ফিরলেন ভারতীয় ওপেনার

  • 05 Dec 2021 10:12 AM (IST)

    ৩০ ওভারে ভারত ১০১/০

    ৩০ ওভারের খেলা শেষ। পূজারা-মায়াঙ্ক জুটিতে এগিয়ে চলেছে ভারত।

  • 05 Dec 2021 09:58 AM (IST)

    ভারতের শতরান

    ২৭.২ ওভারে টিম ইন্ডিয়ার দলগত শতরান পূর্ণ হল। পাশাপাশি মায়াঙ্ক-পূজারা জুটির শতরানের পার্টনারশিপ পূর্ণ

  • 05 Dec 2021 09:49 AM (IST)

    মায়াঙ্ক আগরওয়ালের হাফসেঞ্চুরি

    মুম্বই টেস্টের তৃতীয় দিনের শুরুতেই হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল

  • 05 Dec 2021 09:47 AM (IST)

    ২৫ ওভারে ভারত ৮৯/০

    দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। ২৫ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৮৯।

    পূজারা ৪১*, মায়াঙ্ক ৪৬*

  • 05 Dec 2021 09:30 AM (IST)

    তৃতীয় দিনের খেলা শুরু

    স্কোরবোর্ডে বড় রান তোলার লক্ষ্য নিয়ে ক্রিজে মায়াঙ্ক আগরওয়াল ও চেতেশ্বর পূজারা।

  • 05 Dec 2021 09:20 AM (IST)

    শেষ বেলার প্রস্তুতি

    দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে শেষ বেলার প্রস্তুতি সেরে নিচ্ছেন কোহলি-মায়াঙ্ক-পূজারারা।

  • 05 Dec 2021 09:17 AM (IST)

    এক নজরে আজকের সেশনের সময় দেখে নিন

  • 05 Dec 2021 09:15 AM (IST)

    টিম টকের মুহূর্ত

    মুম্বই টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর আগে টিম ইন্ডিয়ার টিম টক

Published On - Dec 05,2021 9:10 AM

Follow Us: