IND vs NZ, 3rd T20I Highlights: আমেদাবাদে ১৬৮ রানের বিশাল ব্যবধানে জয়, সিরিজ ভারতের

| Edited By: | Updated on: Feb 01, 2023 | 11:09 PM

India vs New Zealand 3rd T20I Live Score: আমেদাবাদে আজ তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। দেখুন এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IND vs NZ, 3rd T20I Highlights: আমেদাবাদে ১৬৮ রানের বিশাল ব্যবধানে জয়, সিরিজ ভারতের
Image Credit source: OWN Photograph

আমেদাবাদ: রাঁচিতে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছিল ভারতের। দ্বিতীয় ম্যাচে লখনউতে কষ্টার্জিত জয়। গত দু-ম্যাচেই পিচ নিয়ে অসন্তোষ ছিল ভারতীয় শিবিরে। বিশেষত বলতে হয় লখনউয়ের পিচের কথা। শুরু থেকে বল টার্ন করছিল। নিউজিল্য়ান্ডকে মাত্র ৯৯-৮ স্কোরে আটকে রেখেছিল ভারত। মাত্র ১০০ রানের লক্ষ্য নিয়েও শেষ ওভারে গিয়ে ম্যাচ জয় ভারতের। আমেদাবাদে অনবদ্য পারফরম্যান্স ভারতীয় দলের। প্রথমে ব্য়াট করে শুভমনের অপরাজিত সেঞ্চুরিতে ২৩৪-৪ এর বিশাল স্কোর। জবাবে প্রতিপক্ষকে মাত্র ৬৬ রানে অলআউট করা। টি-টোয়েন্টিতে রানের নিরিখে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে আয়ারল্যান্ডকে ১৪৩ রানে হারানোর নজির ছিল। আমেদাবাদে নির্ণায়ক ম্যাচ জিতে সিরিজ জয়ের ধারা বজায় রাখল ভারত। ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 01 Feb 2023 11:05 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
    • শুভমন গিলের অপরাজিত ১২৬, রাহুল ত্রিপাঠীর ২২ বলে ৪৪ এবং হার্দিক-সূর্যর ক্য়ামিও।
    • নিউজিল্যান্ডকে ২৩৫ রানের লক্ষ্য দিয়েছিল ভারত।
    • ভারতীয় বোলিংয়ের দাপটে নিউজিল্যান্ডের ইনিংস শেষ মাত্র ৬৬ রানেই।
    • ১৬৮ রানের রেকর্ড ব্য়বধানে ম্যাচ এবং ২-১ এ সিরিজ জয় ভারতের।
  • 01 Feb 2023 09:24 PM (IST)

    উমরান-এক্সপ্রেস

    উমরানের এক্সপ্রেস গতিতে বোল্ড মাইকেল ব্রেসওয়েল।

  • 01 Feb 2023 08:58 PM (IST)

    স্কাই-ক্যাচ

    স্কাইয়ের অনবদ্য ক্যাচ। যেন লাফিয়ে গাছ থেকে ফল পাড়লেন! প্রথম উইকেট খোয়ালো নিউজিল্যান্ড।

  • 01 Feb 2023 08:48 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত হার্দিক পান্ডিয়ার।
    • দ্বিতীয় ওভারেই ঈশান কিষাণের উইকেট হারায় ভারত।
    • শুভমন-রাহুল ত্রিপাঠী দারুণ জুটি গড়েন।
    • আন্তর্জাতিক টি-টোয়েন্টি প্রথম সেঞ্চুরিতে নজির গড়লেন শুভমন গিল।
    • সুরেশ রায়না, রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলির পর পঞ্চম ভারতীয় হিসেবে সব ফরম্য়াটেই শতরানের নজির।
    • শুভমনের অপরাজিত ১২৬ রানের সৌজন্যে নিউজিল্যান্ডকে ২৩৫ রানের লক্ষ্য দিল ভারত।
  • 01 Feb 2023 08:00 PM (IST)

    সূর্য আউট

    মাইকেল ব্রেসওয়েলের অনবদ্য ক্যাচে ফিরলেন সূর্যকুমার যাদব। ১৩ বলে ২৪ রান সূর্যর।

  • 01 Feb 2023 07:59 PM (IST)

    শুভমনের হাফ সেঞ্চুরি

    টেস্ট, ওয়ান ডে ফরম্যাটে জাতীয় দলের অন্যতম সেরা ব্য়াটার শুভমন গিল। এ বছরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে। গত কয়েক ম্যাচে ভরসা দিতে পারেননি। কেরিয়ারের ষষ্ঠ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হাফসেঞ্চুরি। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৩৫ বলে হাফসেঞ্চুরি পূরণ শুভমনের।

  • 01 Feb 2023 07:41 PM (IST)

    রাহুল...নাম তো?

    গত দুই ম্যাচে ভরসা দিতে পারেননি। পিচও ব্য়াটিং সহায়ক ছিল না। মনে করা হয়েছিল, তৃতীয় ম্যাচে তাঁকে বসিয়ে পৃথ্বীকে সুযোগ দেওয়া হতে পারে। আমেদাবাদে অনবদ্য ইনিংস খেলেন রাহুল ত্রিপাঠী। অল্পের জন্য হাফসেঞ্চুরি হল না। মাত্র ২২ বলে ৪৪ রান করে বাউন্ডারি লাইনের ক্যাচে ফিরলেন তিনি। ক্রিজে সূর্য।

  • 01 Feb 2023 07:30 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    ইনিংসের দ্বিতীয় ওভারেই ঈশান কিষাণের উইকেট হারিয়েছিল ভারত। ম্যাচ এগোতেই সামলে নিলেন শুভমন-রাহুল ত্রিপাঠী। পাওয়ার প্লে-তে ১ উইকেটে ৫৮-১। পাওয়ার প্লে-র শেষ বলে শুভমনের ক্যাচ মিস ব্লেয়ার টিকনারের।

  • 01 Feb 2023 07:07 PM (IST)

    ফের হতাশা ঈশানের...

    দ্বিতীয় ওভারেই স্পিন আক্রমণ। অফস্পিনার মাইকেল ব্রেসওয়েলের লেগ বিফোর হন ঈশান। রিভিউ নিয়েও লাভ হয়নি। আম্পায়ার্স কলে ফিরতে হল ঈশানকে।

  • 01 Feb 2023 07:06 PM (IST)

    সতর্ক শুরু

    ঈশান কিষাণের পারফরম্যান্স স্ক্য়ানারে। সতর্ক শুরু করলেন তাই। বড় রান পেলে চাপ বাড়বে ঈশানের। প্রথম ওভারে ৬ রান তুলল ভারত। দ্বিতীয় ওভারেই স্পিন আক্রমণ নিউজিল্যান্ডের।

  • 01 Feb 2023 06:35 PM (IST)

    একাদশ আপডেট

    ভারত: শুভমন গিল, ঈশান কিষাণ, রাহুল ত্রিপাঠী, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক হুডা, শিবম মাভি, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, উমরান মালিক

    নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, ড্যারেল মিচেল, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, লকি ফার্গুসন, বেন লিস্টার, ব্লেয়ার টিকনার

    নিউজিল্যান্ডের হয়ে অভিষেক বেন লিস্টারের।

  • 01 Feb 2023 06:32 PM (IST)

    টস আপডেট

    সিরিজ নির্ণায়ক ম্যাচ। টসে জিতলেন হার্দিক পান্ডিয়া। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক। ভারতীয় দলে একটিই পরিবর্তন। যুজবেন্দ্র চাহালের জায়গায় উমরান মালিক। নিউজিল্যান্ডও একটি পরিবর্তন করেছে।

  • 01 Feb 2023 06:30 PM (IST)

    বিশ্বজয়ীদের স্বাগত...

    মেয়েদের ক্রিকেটে প্রথম আইসিসি ট্রফি। বোর্ডের তরফে সংবর্ধনা দেওয়া হবে অনূর্ধ্ব ১৯ মেয়েদের বিশ্বকাপজয়ী দলকে। আর কিছুক্ষণের মধ্যেই তাদের সংবর্ধনা দেওয়া হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। উপস্থিত থাকবেন মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকর।

  • 01 Feb 2023 06:27 PM (IST)

    পিচ রিপোর্ট

    গত দুই ম্য়াচের পিচ নিয়ে অস্বস্তি ছিল। আজকের ম্যাচের পিচ রিপোর্ট দিচ্ছেন অজিত আগারকর। ভারতের প্রাক্তন পেসার বলছেন, শুরুতে বোলাররা কিছুটা সুবিধা পেতে পারেন। সময় এগোবে, ব্যাটিংয়ের জন্য পিচ ভালো হবে। পরের দিকে শিশিরের জন্যও ব্যাটাররা সুবিধা পাবেন। টস জিতলে রান তাড়া করাই সেরা অপশন মনে করছেন অজিত আগরকর।

  • 01 Feb 2023 06:19 PM (IST)

    ডেভনের অপেক্ষা...

    টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামতে মুখিয়ে কিউয়ি ব্যাটার ডেভন কনওয়ে। আমেদাবাদ স্টেডিয়ামের পরিবেশে মুগ্ধ ডেভন...

  • 01 Feb 2023 06:13 PM (IST)

    সিরিজ কার...

    ওয়ান ডে সিরিজে নিউজিল্যান্ডকে ক্লিন সুইপ করেছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজের নির্ণায়ক ম্যাচ আজ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র এই পেজে।

Published On - Feb 01,2023 6:00 PM

Follow Us: