India vs New Zealand Match Highlights, 2nd T20I 2021: রাঁচিতেই সিরিজ পকেটে পুরল রোহিতের ভারত

| Edited By: | Updated on: Nov 19, 2021 | 11:05 PM

India vs New Zealand Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম নিউজিল্যান্ডের (New Zealand) দ্বিতীয় টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

India vs New Zealand Match Highlights, 2nd T20I 2021: রাঁচিতেই সিরিজ পকেটে পুরল রোহিতের ভারত
ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ

রাঁচি: আজ, শুক্রবার রাঁচিতে ছিল ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। জয়পুরের পর রাঁচিতেও টসে জিতেছিলেন রোহিত শর্মা। টসে জিতে শুরুতে কিউয়িদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছিল ১৫৩ রান। আজ শুরু থেকেই দুরন্ত ছন্দে ছিলেন ভারতের ওপেনিং জুটি। স্কোরবোর্ডে ১১৭ রান তোলার পর প্রথম উইকেট হারায় ভারত। শেষ পর্যন্ত ১৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। পাশাপাশি সিরিজও পকেটে পুরে ফেললেন রোহিতরা। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন কেএল রাহুল (৬৫)। এবং দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে (৫৫)। রোহিত-রাহুল-সূর্যকুমারদের তিনটি উইকেট নিয়েছেন কিউয়ি নেতা টিম সাউদি।

আজ কোনও কিউয়ি ক্রিকেটার ৫০ রানের গণ্ডি পেরোতে পারেননি নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছেন গ্লেন ফিলিপস (৩৪)। মার্টিন গাপ্টিল ও ড্যারেল মিচেলের ব্যাট থেকে এসেছে ৩১ রান করে। ভারতের হয়ে অভিষেক ম্যাচে ৪ ওভার বল করে ২৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন হর্ষল প্যাটেল। আজ একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনরা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 19 Nov 2021 10:50 PM (IST)

    ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত

    ১৬ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। পাশাপাশি সিরিজও পকেটে পুরে ফেললেন রোহিতরা।

  • 19 Nov 2021 10:43 PM (IST)

    সূর্যকুমার আউট

    মাত্র ১ রান করেই টিম সাউদির শিকার হলেন সূর্যকুমার যাদব।

  • 19 Nov 2021 10:39 PM (IST)

    রোহিত শর্মা আউট

    ৩৬ বলে ৫৫ রান করে সাজঘকে ফিরলেন রোহিত শর্মা। টিম সাউদি কিউয়িদের এনে দিলেন দ্বিতীয় উইকেট

  • 19 Nov 2021 10:36 PM (IST)

    ১৫ ওভারে ভারত ১৩৪/১

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে কেএল রাহুলের উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে ভারত। ম্যাচ জিততে ৩০ বলে ২০ প্রয়োজন টিম ইন্ডিয়ার

  • 19 Nov 2021 10:35 PM (IST)

    রোহিত শর্মার হাফসেঞ্চুরি

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন রোহিত শর্মা। টি-২০ কেরিয়ারের ২৫তম হাফসেঞ্চুরি করলেন রোহিত।

  • 19 Nov 2021 10:26 PM (IST)

    কেএল রাহুল আউট

    ৬৫ রানের দুরন্ত ইনিংসের পর সাজঘরে ফিরলেন কেএল রাহুল। কিউয়ি অধিনায়ক টিম সাউদি প্রথম উইকেট পেলেন।

  • 19 Nov 2021 10:08 PM (IST)

    লোকেশ রাহুলের হাফসেঞ্চুরি

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছয় মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন লোকেশ রাহুল। টি-২০ করিয়ারের কেরিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি করলেন কেএল রাহুল

  • 19 Nov 2021 10:04 PM (IST)

    ১০ ওভারে ভারত ৭৯/০

    খেলা বাকি ১০ ওভারের। এখনও কোনও উইকেট পাননি কিউয়ি বোলাররা। ভারতের ম্যাচ জিততে এখনও প্রয়োজন ৬০ বলে ৭৫ রান

  • 19 Nov 2021 09:41 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৪৫ রান।

    কেএল রাহুল ব্যাট করছেন ৩২ রানে। রোহিত রয়েছেন ১০ রানে

  • 19 Nov 2021 09:36 PM (IST)

    ৫ ওভারে ভারত ৩৫/০

    ৫ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ভারত তুলেছে ৩৫ রান। ম্যাচ জিততে ভারতের এখনও চাই ১১৯ রান

  • 19 Nov 2021 09:16 PM (IST)

    ১ ওভারে ভারত ৮/০

    ক্রিজে রোহিত শর্মা ও কেএল রাহুল। টিম সাউদির প্রথম ওভারে ৮ রান তুলেছে ভারত।

  • 19 Nov 2021 09:08 PM (IST)

    রান তাড়া করতে নামল ভারত

    লক্ষ্য ১৫৪। ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও কেএল রাহুল।

  • 19 Nov 2021 08:57 PM (IST)

    ১৫৩ রানে থামল নিউজিল্যান্ড

    প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ১৫৩ রান। ম্যাচ জিতে নিয়ে আজই সিরিজে দখল নিতে রোহিতদের তুলতে হবে ১৫৪ রান।

  • 19 Nov 2021 08:50 PM (IST)

    খেলা বাকি ১ ওভারের

    ১৯ ওভারে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ১৪৬ রান।

  • 19 Nov 2021 08:46 PM (IST)

    জিমি নিশাম আউট

    ভুবনেশ্বর কুমার ফেরালেন জিমি নিশামকে। ছ'নম্বর উইকেট হারাল নিউজিল্যান্ড। ১২ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফিরলেন নিশাম।

  • 19 Nov 2021 08:34 PM (IST)

    ফিলিপস আউট

    হর্ষল প্যাটেলের বলে আউট হলেন গ্লেন ফিলিপস। পঞ্চম উইকেট হারাল নিউজিল্যান্ড।

  • 19 Nov 2021 08:26 PM (IST)

    সেইফার্ট আউট

    ১৫ বলে ১৩ রান করে সাজঘরে ফিরলেন টিম সেইফার্ট। ভারতকে চতুর্থ উইকেট এনে দিলেন রবিচন্দ্রন অশ্বিন।

  • 19 Nov 2021 08:25 PM (IST)

    ১৫ ওভারে নিউজিল্যান্ড ১২৫ /৩

    খেলা বাকি ৫ ওভারের। প্রথম ১৫ ওভার খেলে কিউয়িরা তুলেছে ১২৫ রান।

  • 19 Nov 2021 08:04 PM (IST)

    মিচেল আউট

    অভিষেক ম্যাচে প্রথম উইকেট পেলেন হর্ষল প্যাটেল। ড্যারেল মিচেলকে ফেরালেন হর্ষল। ২৮ বলে ৩১ রান করে মাঠ ছাড়লেন মিচেল।

  • 19 Nov 2021 07:53 PM (IST)

    ১০ ওভারে নিউজিল্যান্ড ৮৪/২

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৪ রান তুলেছে কিউয়িরা। ক্রিজে ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস।

  • 19 Nov 2021 07:47 PM (IST)

    মার্ক চ্যাপম্যান আউট

    ২১ রান করে সাজঘরে ফিরলেন মার্ক চ্যাপম্যান। ভারতকে দ্বিতীয় উইকেট এনে দিলেন অক্ষর প্যাটেল।

  • 19 Nov 2021 07:33 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লের খেলা শেষ। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ৬৪ রান।

  • 19 Nov 2021 07:24 PM (IST)

    গাপ্টিল আউট

    দীপক চাহার ফেরালেন কিউয়ি ওপেনার মার্টিন গাপ্টিলকে। ১৫ বলে ৩১ রান করে সাজঘরে ফিরলেন গাপ্টিল

  • 19 Nov 2021 07:14 PM (IST)

    ৩ ওভারে কিউয়িদের স্কোর ২৯/০

    প্রথম তিন ওভারের খেলা শেষ। তিন ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২৯।

  • 19 Nov 2021 07:05 PM (IST)

    ১ ওভারে নিউজিল্যান্ড ১৪/০

    ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে ৩টি চার মেরেছেন মার্টিন গাপ্টিল। এই ওভার থেকে এসেছে ১৪ রান।

  • 19 Nov 2021 07:00 PM (IST)

    নিউজিল্যান্ডের ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন মার্টিন গাপ্টিল ও ড্যারেল মিচেল।

  • 19 Nov 2021 06:40 PM (IST)

    টিম ইন্ডিয়ার প্রথম একাদশ

    মহম্মদ সিরাজের বলে ভারতের প্রথম একাদশে ঢুকে পড়লেন হর্ষল প্যাটেল।

    ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার ও হর্ষল প্যাটেল।

  • 19 Nov 2021 06:39 PM (IST)

    কিউয়িদের প্রথম একাদশ

    নিউজিল্যান্ডের প্রথম একাদশ: মার্টিন গাপ্টিল, ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট (উইকেটকিপার), জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি (অধিনায়ক), ঈশ সোধি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট।

  • 19 Nov 2021 06:35 PM (IST)

    ভারতীয় দলে হর্ষলের অভিষেক

    নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলে অভিষেক হল হর্ষল প্যাটেলের।

  • 19 Nov 2021 06:31 PM (IST)

    টস আপডেট

    টসে জিতল ভারত। জয়পুরের পর রাঁচিতেও টস ভাগ্য সায় দিল রোহিতের সঙ্গে।

    টসে জিতে শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফিল্ডিং করবে টিম ইন্ডিয়া।

  • 19 Nov 2021 06:15 PM (IST)

    রাঁচি স্টেডিয়াম তৈরি, আপনারা তৈরি তো?

    আর কিছুক্ষণের মধ্যে রাঁচিতে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচ

  • 19 Nov 2021 06:00 PM (IST)

    এক নজরে হেড টু হেড

    কিউয়িদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হেড টু হেডে নজর দিলে দেখা যায় এর আগে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১৮ বার মুখোমুখি হয়েছে ভারত-নিউজিল্যান্ড। যার মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৯ বার, ভারত জিতেছে ৭ বার এবং ম্যাচ অমীমাংসিত ২ বার। এবং এই দুই দল এর আগে ভারতের মাঠে ৬ বার মুখোমুখি হয়েছে। তাতে ৩ বার জিতেছে কিউয়িরা ও ৩ বার জিতেছে টিম ইন্ডিয়া।

Published On - Nov 19,2021 6:00 PM

Follow Us: