India vs New Zealand Highlights, WTC Final 2021 Day 5: পঞ্চম দিনের খেলা শেষ, ৩২ রানে লিড নিল ভারত

| Updated on: Jun 22, 2021 | 11:36 PM

India vs New Zealand Live Score in Bengali: সাউদাম্পটনে আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (Today WTC Final Match) মুখোমুখি বিরাট কোহলির ভারত (India) ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)।

India vs New Zealand Highlights, WTC Final 2021 Day 5: পঞ্চম দিনের খেলা শেষ, ৩২ রানে লিড নিল ভারত
সৌজন্যে-বিসিসিআই টুইটার

সাউদাম্পটনে (Southampton) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) মুখোমুখি টেস্ট ক্রিকেটের সেরা দুই দল। বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India) ও কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ড (New Zealand)। বৃষ্টির কারণে দেরি করে পঞ্চম দিনের খেলা শুরু হয়। সাউদাম্পটনে ক্রমাগত বৃষ্টির জন্য প্রথম দিন একটিও বল গড়ায়নি। ঠিক প্রথম দিনের মতো বাতিল হয় চতুর্থ দিনের খেলা। এই সময় ইংল্যান্ডে ব্যাপক বৃষ্টি হয়। তা জানা সত্ত্বেও কেন বিশ্ব টেস্ট ফাইনাল সাউদাম্পটনে ফেলা হল, তা নিয়েও প্রশ্নের শেষ নেই। বৃষ্টি ও খারাপ আলোর জন্য বার বার বাধা তৈরি হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) ফাইনালে। টেস্ট ফাইনালের ফয়সালা করার জন্য একটা দিন বাড়তি রাখা হয়েছে। রিজার্ভ ডে-র টিকিট কম দামে বিক্রির কথাও জানা গেছে গতকাল।

পঞ্চম দিনের শেষে, দ্বিতীয় ইনিংসে ২উইকেট হারিয়ে ৩২ রানের লিড নিল ভারত। ক্রিজে বিরাট-পূজারা। কোহলি অপরাজিত ৮ রানে। পূজারা অপরাজিত ১২ রানে। প্রথম ইনিংসে ২১৭ রানে অল আউট হয় টিম ইন্ডিয়া (Team India)। কিউয়ি বোলার কাইল জেমিসনের খাতায় ভারত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মাসহ আরও তিন উইকেট এসেছে। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেন ভারতের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানের (৪৯)। প্রথম ইনিংসে ২৪৯ রানে অল আউট হয়েছে নিউজিল্যান্ড। WTC ফাইনালে প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে (৫৪)। কিউয়িদের মধ্যে সর্বোচ্চ রান করেছেন কনওয়ে। নিউজিল্যান্ডের ৪টি উইকেট গেছে মহম্মদ সামির ঝুলিতে। ৩টি উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা। রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ২টি উইকেট। রবীন্দ্র জাডেজাও পেয়েছেন একটি উইকেট। ভারতের হয়ে কোনও উইকেট পাননি জসপ্রীত বুমরা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 22 Jun 2021 11:32 PM (IST)

    পঞ্চম দিনের খেলা শেষ

    পঞ্চম দিনের খেলার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৩২।

  • 22 Jun 2021 11:31 PM (IST)

    ৩০ ওভারে ভারত ৬৪/২

    দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন টিম সাউদি। ক্রিজে কোহলি-পূজারা। ৩০ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ৬৪

  • 22 Jun 2021 11:14 PM (IST)

    রোহিতের উইকেট হারাল ভারত

    ওপেনার শুভমন গিলের পর রোহিত শর্মার উইকেট টিম সাউদির খাতায়। ৩০ রান করে আউট হলেন রোহিত।

  • 22 Jun 2021 11:06 PM (IST)

    ২৫ ওভারে ভারত ৪৭/১

    এক উইকেট হারিয়ে ২৫ ওভারে ভারত তুলেছে ৪৭ রান।

  • 22 Jun 2021 10:44 PM (IST)

    ২০ ওভারে ভারত ৩৯/১

    ক্রিজে পূজারা-রোহিত। ২০ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৩৯।

  • 22 Jun 2021 10:20 PM (IST)

    ১৫ ওভারে ভারত ৩২/১

    ক্রিজে রোহিত-পূজারা। গিলের উইকেট হারানোর পর এগিয়ে চলেছে ভারত।

  • 22 Jun 2021 09:59 PM (IST)

    গিলের উইকেট হারাল ভারত

    ৮ রান করে মাঠ ছাড়লেন শুভমন গিল। টিম সাউদির বলে এলবিডব্লিউ হলেন ভারতীয় ওপেনার গিল।

  • 22 Jun 2021 09:57 PM (IST)

    ১০ ওভারে ভারত ২৪/০

    প্রথম ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারতের ওপেনিং জুটি তুলেছে ২৪ রান।

  • 22 Jun 2021 09:33 PM (IST)

    ৫ ওভারে ভারত ৭/০

    প্রথম ৫ ওভারে ভারতের স্কোর বিনা উইকেটে ৭।

  • 22 Jun 2021 09:13 PM (IST)

    ভারতের দ্বিতীয় ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন রোহিত শর্মা ও শুভমন গিল

  • 22 Jun 2021 08:54 PM (IST)

    ২৪৯ রানে অল আউট নিউজিল্যান্ড

    ৩২ রানে এগিয়ে রয়েছেন উইলিয়ামসনরা।

  • 22 Jun 2021 08:52 PM (IST)

    শেষ উইকেট পড়ল কিউয়িদের

    টিম সাউদির উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা

  • 22 Jun 2021 08:38 PM (IST)

    নিল ওয়াগনার আউট

    কোনও রান না করেই রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হলেন নিল ওয়াগনার।

  • 22 Jun 2021 08:31 PM (IST)

    ৯৫ ওভারে নিউজিল্যান্ড ২২৬/৮

    হাফ সেঞ্চুরি হাত ছাড়া করে মাঠ ছেড়েছেন কিউয়ি নেতা। তবে লিড নিয়েছে নিউজিল্যান্ড।

  • 22 Jun 2021 08:26 PM (IST)

    হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেন উইলিয়ামসন

    ৪৯ রান করে ইশান্ত শর্মার বলে আউট হয়ে মাঠ ছাড়লেন কিউয়ি নেতা কেন উইলিয়ামসন।

  • 22 Jun 2021 08:24 PM (IST)

    প্রথম ইনিংসে ভারতের থেকে এগিয়ে গেল নিউজিল্যান্ড

    পঞ্চম দিনের খেলা চলছে। লিড নিল কিউয়িরা।

  • 22 Jun 2021 08:02 PM (IST)

    ২০০ রানের গন্ডি পেরোল কিউয়িরা

    ৮৮.৫ ওভারে নিউজিল্যান্ড ২০০ রানের গন্ডি পেরিয়ে গেল।

  • 22 Jun 2021 07:52 PM (IST)

    সামির খাতায় জেমিসনের উইকেট

    ২১ রান করে মাঠ ছাড়লেন কাইল জেমিসন।

  • 22 Jun 2021 07:48 PM (IST)

    ৮৫ ওভারে নিউজিল্যান্ড ১৭৯/৬

    ক্রিজে উইলিয়ামসন-জেমিসন।

  • 22 Jun 2021 07:23 PM (IST)

    গ্র্যান্ডহোমকে ফেরালেন সামি

    কলিন ডি’গ্র্যান্ডহোমের উইকেট তুলে নিলেন মহম্মদ সামি। ১৩ রান করে সামির বলে এলবিডব্লিউ হলেন গ্র্যান্ডহোম।

  • 22 Jun 2021 07:11 PM (IST)

    ৮০ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ১৫২/৫

    লাঞ্চের পর উইকেট না খুইয়ে এগিয়ে চলেছে কিউয়িরা। ৮০ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৫২

  • 22 Jun 2021 07:03 PM (IST)

    ১৫০ রানের গন্ডি টপকালো কিউয়িরা

    ৭৭.২ ওভারে ১৫০ রানের গন্ডি টপটালো নিউজিল্যান্ড।

  • 22 Jun 2021 06:55 PM (IST)

    ৭৫ ওভারে নিউজিল্যান্ড ১৪৭/৫

    লাঞ্চ বিরতির পর শুরু হয়েছে দ্বিতীয় সেশনের খেলা। ৭৫ ওভারে কিউয়িদের স্কোর ৫ উইকেটে ১৪৭।

  • 22 Jun 2021 06:47 PM (IST)

    দ্বিতীয় সেশন শুরু

    ক্রিজে কেন উইলিয়ামসন ও কলিন ডি’গ্র্যান্ডহোম

  • 22 Jun 2021 06:05 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতির আগে সফল টিম ইন্ডিয়ার বোলাররা সফল। তিন উইকেট তুলে নিয়ে সামি-ইশান্তরা বেশ খানিকটা চাপে ফেলে দিয়েছে উইলিয়ামসনদের। লাঞ্চ বিরতির আগে নিউজিল্যান্ডের স্কোর ১৩৫/৫।

  • 22 Jun 2021 05:54 PM (IST)

    ওয়াটলিং ফিরে গেলেন সাজঘরে

    মহম্মদ সামির বলে ১ রান করে আউট হলেন বিজে ওয়াটলিং।

  • 22 Jun 2021 05:53 PM (IST)

    ৭০ ওভারে নিউজিল্যান্ড ১৩৫/৪

    লাঞ্চ বিরতির আগে দুই উইকেট তুলে নিয়েছে ভারতীয় বোলাররা। ৭০ ওভারে কিউয়িদের স্কোর ৪ উইকেটে ১৩৫।

  • 22 Jun 2021 05:49 PM (IST)

    হেনরি নিকোলসের উইকেট হারাল কিউয়িরা

    ৭ রান করে ইশান্ত শর্মার বলে আউট হলেন হেনরি নিকোলস

  • 22 Jun 2021 05:17 PM (IST)

    রস টেলর আউট

    ১১ রান করে মহম্মদ সামির বলে, শুভমন গিলের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন রস টেলর।

  • 22 Jun 2021 05:06 PM (IST)

    পানীয় বিরতি

    ৬২ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১১৭।

  • 22 Jun 2021 05:00 PM (IST)

    ৬০ ওভারে নিউজিল্যান্ড ১১৭/২

    উইকেটের খোঁজে টিম ইন্ডিয়া।

  • 22 Jun 2021 04:30 PM (IST)

    ৫৫ ওভারে নিউজিল্যান্ড ১০৬/২

    সতর্ক হয়েই কিউয়িদের এগিয়ে নিয়ে যাচ্ছেন নেতা উইলিয়ামসন। সঙ্গে রয়েছেন রস টেলর। ৫৫ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ২ উইকেটে ১০৬

  • 22 Jun 2021 04:06 PM (IST)

    ৫০ ওভারে নিউজিল্যান্ড ১০২/২

    ক্রিজে কেন উইলিয়ামসন ও রস টেলর। ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ১০২ রান।

  • 22 Jun 2021 04:02 PM (IST)

    এজেস বোলে বল গড়াল

    পঞ্চম দিনের খেলা অবশেষে শুরু হল। ক্রিজে কেন উইলিয়ামসন ও রস টেলর।

  • 22 Jun 2021 03:48 PM (IST)

    বিকেল ৪টে নাগাদ খেলা শুরু

    পঞ্চম দিনের খেলা বিকেল ৪টে নাগাদ শুরু হওয়ার কথা জানান বিসিসিআই।

  • 22 Jun 2021 03:00 PM (IST)

    দেরিতে শুরু হবে পঞ্চম দিনের খেলা

    বৃষ্টির কারণে দেরি করে শুরু হবে পঞ্চম দিনের খেলা, জানাল আইসিসি।

  • 22 Jun 2021 02:39 PM (IST)

    বৃষ্টি শুরু সাউদাম্পটনে

    গুড়ি গুড়ি বৃষ্টি শুরু সাউদাম্পটনে। পিচ ঢেকে ফেলা হয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু করা যাবে কিনা সে নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছে।

  • 22 Jun 2021 02:24 PM (IST)

    সাউদাম্পটনের ওয়েদার আপডেট

    দেখে নিন সাউদাম্পটন থেকে কী বলছেন ভারতের ওয়েদারম্যান দীনেশ কার্তিক…

  • 22 Jun 2021 02:22 PM (IST)

    নির্ধারিত সময়ে খেলা শুরুর ইঙ্গিত

    সাউদাম্পটনের আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি নেই। তাই নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়ার সম্ভাবনা বাড়ছে।

Published On - Jun 22,2021 2:19 PM

Follow Us: