T20 World Cup 2021: ডু অর ডাই ম্যাচে বাঁ-হাতি বোল্টই চিন্তা বাড়াচ্ছেন বিরাটদের

বাঁ-হাতি বোল্টকে সামলাতে বিরাটদের মাথায় ঈশান কিশান। এখনও ফর্ম খুঁজে পাননি সূর্যকুমার যাদব। ঈশান কিশান রানের মধ্যে আছেন। বাঁ-হাতি ব্যাটার খেলার অ্যাডভান্টেজও আছে। সে দিক থেকে দেখতে গেলে ঋষভ পন্থ আর রবীন্দ্র জাদেজা ছাড়া বাঁ-হাতি ব্যাটার নেই দলে। সূর্যকুমার যাদবকে বসিয়ে ঈশান কিশানকে খেলানোর অঙ্কও ঘোরাফেরা করছে শাস্ত্রীদের খাতায়। তবে ম্যাচের আগেই চূড়ান্ত একাদশ বেছে নেবে টিম ম্যানেজমেন্ট।

T20 World Cup 2021: ডু অর ডাই ম্যাচে বাঁ-হাতি বোল্টই চিন্তা বাড়াচ্ছেন বিরাটদের
ভারতীয় দল। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Oct 31, 2021 | 9:19 AM

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

বিশ্বকাপ শুরুর আগেও ভারতীয় টিম (Indian Cricket Team) খাতায় কলমে ছিল ফেভারিট। একটা পাকিস্তান ম্যাচই যেন বদলে দিয়েছে সমস্ত হিসেব নিকেষ। পাহাড়প্রমাণ চাপ বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) কাঁধে। সুপার সানডে-র মেগা ম্যাচ হারলেই ছুটি হয়ে যাবে। আর জিতলে টিকে থাকবে আশা। নিউজিল্যান্ডকে (New Zealand) শেষ ১৮ বছরে আইসিসির কোনও টুর্নামেন্টে হারাতে পারেনি ভারত। ব্যর্থতার ভাঙা রেকর্ড বাজছে কোহলি-শাস্ত্রীদের কানে। কিন্তু রেকর্ড তো তৈরি হয় ভাঙার জন্যই। কে ভেবেছিল, পাকিস্তান এবার ভারতকে হারিয়ে দেবে! ২৯ বছরের খরা কাটিয়েছে পাকিস্তান। এ বার পালা ভারতের। উইলিয়ামসনদের বিরুদ্ধে ম্যাচটাই বিরাটদের কাছে কার্যত কোয়ার্টার ফাইনাল। কারণ গ্রুপের বাকি তিন ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান, স্কটল্যান্ড আর নামিবিয়া তুলনামূলক অনেকটাই কম শক্তিশালী। যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তবে সেসব ভাবনা দূরে সরিয়ে আপাতত বিরাটদের ফোকাসে নিউজিল্যান্ড ম্যাচ।

হারলেই শুরু হয়ে যাবে সমালোচনা। বিশ্বকাপে টিকে থাকতে তখন তাকিয়ে থাকতে হবে অন্যান্যদের দিকে। অঘটনের অপেক্ষা ছাড়া উপায় থাকবে না কোহলিদের। কিন্তু জিতলে? আবারও বিরাটদের ঘিরে তৈরি হবে কাপজয়ের স্বপ্ন। বাকি ম্যাচগুলোতেও অনেক চাপহীন থাকবে দল। সেমিফাইনালের আগে বাকি ম্যাচগুলোয় দলের কম্বিনেশনও দেখে নেওয়ার সুযোগ থাকবে। একগুচ্ছ সম্ভাবনা। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা টিম ইন্ডিয়াকে ড্রেসিংরুমে তাতাচ্ছেন রবি শাস্ত্রী, মহেন্দ্র সিং ধোনিরা (MS Dhoni)। মেন্টর ধোনি ভালোই বুঝছেন দলের গুরুত্ব। এক বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। সে বার বিশ্বকাপ পর্বও শেষ হয়ে গিয়েছিল ভারতের। আবারও সামনে নিউজিল্যান্ড। হারলেই আতসকাঁচে চলে আসবেন মেন্টর ধোনি। আর জিতলে, আবারও তাঁর ভাগ্যকে ঘিরে কাপজয়ের স্বপ্ন দেখা শুরু হবে।

মরুশহরে এ বার টস অনেকটাই ফ্যাক্টর। প্রায় প্রত্যেক ম্যাচেই রান তাড়া করে জিতছে অধিকাংশ দল। শিশির ফ্যাক্টর বড় হয়ে দাঁড়াচ্ছে। ক্যাপ্টেন কোহলি নিজেও তাকিয়ে আসেন টস ভাগ্যের দিকে। তবে টস ভাগ্য সঙ্গ না দিলেও স্কোরবোর্ডে বড় রান তুলতেই হবে কোহলিদের। কোনও অজুহাত চলবে না সেখানে। রোহিত-রাহুল ওপেনিং জুটি গত ম্যাচে সুপার ফ্লপ। কিউয়িদের বিরুদ্ধে ব্যাটে ঝড় তুলতে তৈরি হিটম্যান, রাহুলরা। দীর্ঘদিন ফর্মে নেই রোহিত। মাঝে ওয়ার্ম আপ ম্যাচে রান পেয়েছিলেন। আইপিএল থেকে ধারাবাহিক ভাবে ব্যর্থ হচ্ছেন। উল্টো প্রান্তে আবার বাঁ-হাতি ট্রেন্ট বোল্ট। যাঁর বিরুদ্ধে রোহিতের ট্র্যাক রেকর্ড মোটেই ভালো নয়। আইপিএলে একই দলে খেলায় রোহিতের দুর্বলতাও জানেন বোল্ট। ভারতীয় দলে ডান হাতি ব্যাটারের সংখ্যা বেশি। তাই বাঁ-হাতি বোল্ট শাস্ত্রীর কপালে চিন্তার ভাঁজ ফেলছেন। ২ বছর আগে ৫০ ওভারের বিশ্বকাপে কিউয়ি পেসার একাই শেষ করে দিয়েছিলেন বিরাটদের। বিশ্বকাপ দলে ভারতের কোনও বাঁ-হাতি পেসার নেই। এমনকি ভালো নেট বোলারও পাননি বিরাটরা। থ্রো ডাউন অনুশীলনে তাই বাঁ-হাতির বলই বেশি করে খেলছেন বিরাট-রোহিতরা।

নিউজিল্যান্ড ম্যাচে বিরাটদের ভাবনায় টিম কম্বিনেশন। হার্দিক পান্ডিয়া খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে। পাকিস্তান ম্যাচে সুপার ফ্লপ হার্দিক ফিল্ডিংই করতে পারেননি। কাঁধের চোটের জন্য হাসপাতাল ছুটেছিলেন। ক্যাপ্টেন কোহলি ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে বলেই দিয়েছেন, হার্দিক পান্ডিয়া খেলার জন্য ফিট হলেও বোলিং করতে পারবেন না। অর্থাৎ হার্দিক খেললেও তিনি শুধু ব্যাটিংই করতে পারবেন। পাকিস্তান ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে হার্দিককে বসিয়ে শার্দূল ঠাকুরকে খেলানোর ভাবনা টিম ইন্ডিয়ার। কারণ শার্দূল যে দলের প্ল্যানিংয়ে ভালো মতো আছেন তার ইঙ্গিত দিয়ে রেখেছেন কোহলি।

আরও একটা সম্ভাবনা ঘোরাফেরা করছে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের অন্দরে। বাঁ-হাতি বোল্টকে সামলাতে বিরাটদের মাথায় ঈশান কিশান। এখনও ফর্ম খুঁজে পাননি সূর্যকুমার যাদব। ঈশান কিশান রানের মধ্যে আছেন। বাঁ-হাতি ব্যাটার খেলার অ্যাডভান্টেজও আছে। সে দিক থেকে দেখতে গেলে ঋষভ পন্থ আর রবীন্দ্র জাদেজা ছাড়া বাঁ-হাতি ব্যাটার নেই দলে। সূর্যকুমার যাদবকে বসিয়ে ঈশান কিশানকে খেলানোর অঙ্কও ঘোরাফেরা করছে শাস্ত্রীদের খাতায়। তবে ম্যাচের আগেই চূড়ান্ত একাদশ বেছে নেবে টিম ম্যানেজমেন্ট।

রবিচন্দ্রন অশ্বিন স্কোয়াডে থাকলেও তাঁকে খেলানো হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। যদিও অনেকে চাইছেন অশ্বিনের অভিজ্ঞতাকে নিউজিল্যান্ড ম্যাচে কাজে লাগাতে। বোলিং বিভাগে তিন পেসার ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি আর জসপ্রীত বুমরাতেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিরুদ্ধে একটা উইকেটও তুলতে পারেননি ভারতীয় বোলাররা। তাই বোলারদের পারফরম্যান্স সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রাখছে। কিন্তু সামি, বুমরা, ভুবনেশ্বররা মুখিয়ে আছেন নিউজিল্যান্ড ম্যাচেই ঘুরে দাঁড়াতে। মরুশহরে হাওয়া সে ভাবে না দেওয়ায় সুইংকে কাজে লাগাতে পারছেন না ভুবনেশ্বর, সামিরা। তাই গতিতেই অনেকটা ভরসা করতে হচ্ছে তাঁদের।

কিউয়িরা প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হেরে গিয়েছে। হিসেবের খাতায় ভারত আর পাকিস্তান একই জায়গায় দাঁড়িয়ে। তবে বাবর আজমদের কাছে হারলেও দুরন্ত লড়াই চালিয়েছিলেন উইলিয়ামসনরা। বিরাটদের বিরুদ্ধে অ্যাডাম মিলনেকে খেলাবে কিউয়ি টিম ম্যানেজমেন্ট। সঙ্গে সাউদি, বোল্ট আর নিশাম তো আছেনই। স্পিনার মিচেল স্যান্টনার। গত দেড় মাস ভারতে থেকে আইপিএল খেলেছেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপ্সরা। দুবাইয়ের উইকেট নিয়ে অনেকটাই পরিচিত। গোঁড়ালির চোট সারিয়ে ভারত ম্যাচের জন্য ফিট মার্টিন গাপ্তিল। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভারসাম্য রয়েছে নিউজিল্যান্ড দলে। সঙ্গে ভারতের বিরুদ্ধে আইসিসির টুর্নামেন্টে গত ১৮ বছরের পুরনো রেকর্ড। যা অবশ্যই স্বস্তিতে রাখছে উইলিয়ামসনদের। ২ বছর আগে এই ফেভারিট ভারতকেই ৫০ ওভারের বিশ্বকাপ থেকে ছুটি করে দিয়েছিলেন বোল্টরা। আজ জিতলে আবারও দেশে ফেরার বিমানের টিকিট বুকিং করতে হবে বিরাটদের। উইলিয়ামসন, বোল্টরা কখনও বিশ্বকাপ জেতেননি। পঞ্চাশ ওভারের ফরম্যাটে পরপর দু’বার ফাইনালে উঠেও হারতে হয়েছে। কুড়ি ওভারের ফরম্যাটে কাপ আর ঠোঁটের ব্যবধান ঘোচাতে এই ভারত ম্যাচ জিততেই হবে কিউয়িদের।

আরও পড়ুন: T20 World Cup 2021: ভারতের বিরুদ্ধে শাহিনের মতো বোলিং করতে চাই: বোল্ট