T20 World Cup 2021 Afghanistan vs Namibia Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন টি-২০ বিশ্বকাপে আফগানিস্তান বনাম নামিবিয়ার ম্যাচ
আবু ধাবিতে আজকের ম্যাচে মুখোমুখি মহম্মদ নবির আফগানিস্তান (Afghanistan) ও গেরহার্ড এরাসমাসের নামিবিয়া (Namibia)।
আবু ধাবি: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২ (Super 12) এর নবম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মহম্মদ নবির আফগানিস্তান (Afghanistan) ও গেরহার্ড এরাসমাসের নামিবিয়া (Namibia)। স্কটদের বড় ব্যবধাবে হারিয়ে এ বারের কাপ অভিযান শুরু করেছিল আফগানিস্তান। দেশ তালিবানদের দখলে, প্রতিটা ম্যাচে নিজেদের উজাড় করে দিয়ে জিতে দেশবাসীর মুখে হাসি ফোটাতে চান রশিদরা। যদিও দ্বিতীয় ম্যাচে দুরন্ত ফর্মে থাকা পাকিস্তানের কাছে হারতে হয়েছে আফগানদের। কিন্তু সেটাও এখন অতীত। রবিবাসরীয় ম্যাচে নামিবিয়াকে হারানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবেন রশিদরা। অন্যদিকে টি-২০ বিশ্বকাপের মূল পর্বে প্রথম বার খেলার সুযোগ পেয়েই সকলকে চমকে দিয়েছে নামিবিয়া। সুপার-১২ এ নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়েছে এরাসমাসরা। দ্বিতীয় ম্যাচে আফগানদের হারিয়ে চমকে যে দেবে না নামিবিয়া, তা বলা বেশ কঠিন। ফলে আবু ধাবিতে আজ বিকেলের ম্যাচে কোন দল ২ পয়েন্ট তুলে নেয় সেদিকেই থাকবে বিশেষ নজর।
আফগানিস্তান বনাম নামিবিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কবে হবে?
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান বনাম নামিবিয়া ম্যাচটি আজ রবিবার (৩১ অক্টোবর) হবে।
আফগানিস্তান বনাম নামিবিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি কোথায় হবে?
আফগানিস্তান বনাম নামিবিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান বনাম নামিবিয়া ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আফগানিস্তান বনাম নামিবিয়া ম্যাচটি শুরু হবে বিকেল ৩.৩০ মিনিটে। ম্যাচের আগে ৩টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান বনাম নামিবিয়া ম্যাচের লাইভ স্ট্রিমিং?
টি-২০ বিশ্বকাপে আফগানিস্তান বনাম নামিবিয়া ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়াও দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন টি-২০ বিশ্বকাপ ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আরও পড়ুন: T20 World Cup 2021: শার্দূলকে ধরেই কিউয়ি বধের ভাবনা ভারতের