AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asia Cup 2022, IND vs PAK Highlights: রিজওয়ান ঝড়ে পাকিস্তানের কাছে ফের হার ভারতের

| Edited By: | Updated on: Sep 04, 2022 | 11:42 PM
Share

India vs Pakistan, Asia Cup 2022 Highlights: চলতি এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে বাবর আজমের পাকিস্তানের কাছে ৫ উইকেটে হার রোহিত শর্মার ভারতের।

Asia Cup 2022, IND vs PAK Highlights: রিজওয়ান ঝড়ে পাকিস্তানের কাছে ফের হার ভারতের
এশিয়া কাপে ভারত-পাক মহারণImage Credit: গ্রাফিক্স: অভীক দেবনাথ

দুবাই: বাবর আজমের পাকিস্তানকে (Pakistan) হারিয়ে এ বারের এশিয়া কাপ (Asia Cup 2022) যাত্রা শুরু করেছিল রোহিত শর্মার ভারত (India)। এক সপ্তাহের ব্যবধানে ফের ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা দ্বিগুণ করে দিয়েছিল। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর। শুরুতে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান বিরাট কোহলির (৬০)। ১৮২ রানের টার্গেটটা ভালোই বলা যায়। কিন্তু মহম্মদ রিজওয়ানের মতো ক্রিকেটার যখন ক্রিজে থিতু হয়ে যান, তখন উইকেটের জন্য হাপিত্যেশ করতেই হয়। শেষ অবধি পেন্ডুলামের মতো দুলতে থাকে ভারত-পাক ম্যাচের ফল। তার থেকেও যেটা বড় কথা আজকের ম্যাচে সেটা অবশ্যই, ‘ক্যাচ মিস, ম্যাচ মিস’। ১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল পাকিস্তান।

Key Events

এশিয়া কাপে শেষ সাক্ষাত

এশিয়া কাপে শেষ সাক্ষাতে ৫ উইকেটে বাবর আজমের পাকিস্তানকে হারিয়েছে রোহিত শর্মার ভারত।

এশিয়া কাপে হেড টু হেড

হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে এর আগে এশিয়া কাপে ভারত ও পাকিস্তান মোট ১৫ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৯ বার জিতেছে ভারত। এবং পাকিস্তান জিতেছে ৫ বার। ১টি ম্যাচ নিস্ফলা।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 04 Sep 2022 11:41 PM (IST)

    পাক-চক্রে হার ভারতের

    এক সপ্তাহের ব্যবধানে ফের ভারত-পাকিস্তান ম্যাচ ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল। টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর। শুরুতে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান বিরাট কোহলির (৬০)। ১৮২ রানের টার্গেটটা ভালোই বলা যায়। কিন্তু মহম্মদ রিজওয়ানের মতো ক্রিকেটার যখন ক্রিজে থিতু হয়ে যান, তখন উইকেটের জন্য হাপিত্যেশ করতেই হয়। শেষ অবধি পেন্ডুলামের মতো দুলতে থাকে ভারত-পাক ম্যাচের ফল। তার থেকেও যেটা বড় কথা আজকের ম্যাচে সেটা অবশ্যই, ‘ক্যাচ মিস, ম্যাচ মিস’। ১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল পাকিস্তান।

  • 04 Sep 2022 11:26 PM (IST)

    ৫ উইকেটে জয় পাকিস্তানের

    গ্রুপ পর্বে বাবর আজমের পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মেন ইন ব্লু। দুবাইতেই হারের বদলা নিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ৫ উইকেটে জিতল পাকিস্তান।

  • 04 Sep 2022 11:21 PM (IST)

    আসিফ আউট

    শেষ ওভারে অর্শদীপ সিং তুলে নিলেন আসিফ আলির উইকেট। ৮ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন আসিফ।

  • 04 Sep 2022 11:13 PM (IST)

    টানটান শেষ ওভার

    শেষ ওভারে ম্যাচ জিততে পাকিস্তানের চাই ৭ রান। জয়ের দোরগোড়ায় বাবর আজমের দল।

  • 04 Sep 2022 11:06 PM (IST)

    ক্যাচ ফস্কালেন অর্শদীপ

    অল্পের জন্য আসিফ আলির ক্যাচ ফস্কালেন অর্শদীপ সিং।

  • 04 Sep 2022 10:56 PM (IST)

    রিজওয়ান আউট

    মহম্মদ রিজওয়ানের ব্যাটে ভারতের বিরুদ্ধে যে ঝড় উঠেছিল, তা থামিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া। ৫১ বলে ৭১ রান করে মাঠ ছাড়লেন রিজওয়ান।

  • 04 Sep 2022 10:47 PM (IST)

    নওয়াজ ফিরলেন সাজঘরে

    ভুবনেশ্বর কুমার তুলে নিলেন মহম্মদ নওয়াজের উইকেট। ২০ বলে ৪২ রান করে মাঠ ছাড়লেন নওয়াজ।

  • 04 Sep 2022 10:42 PM (IST)

    ১৫ ওভারে পাকিস্তান ১৩৫/২

    খেলা বাকি আর মাত্র ৫ ওভারের। জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে পাকিস্তান। মহম্মদ রিজওয়ানকে উইকেট থেকে টলাতে পারছেন না ভারতীয় বোলাররা। ১৫ ওভারে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১৩৫। ম্যাচ জিততে হলে পাকিস্তানকে তুলতে হবে ৩০ বলে ৪৭ রান।

  • 04 Sep 2022 10:28 PM (IST)

    হাফসেঞ্চুরি রিজওয়ানের

    ৩৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের জয়ের আশা দেখাচ্ছেন পাক উইকেটকিপার-ব্যাটার। গত দুই বছরে টি-২০ ক্রিকেটে তাঁর থেকে বেশি রান করতে পারেননি কোনও ক্রিকেটার।

  • 04 Sep 2022 10:15 PM (IST)

    ১০ ওভারে পাকিস্তান ৭৬/২

    খেলা বাকি আর ১০ ওভারের। প্রথম ১০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছে পাকিস্তান। ম্যাচ জিততে হলে পাকিস্তানকে এখনও তুলতে হবে ৬০ বলে ১০৬ রান।

  • 04 Sep 2022 10:09 PM (IST)

    যুজির খাতায় ফখরের উইকেট

    পাক দলের বিরুদ্ধে ভারতীয় স্পিনারদের দাপট। দ্বিতীয় ধাক্কা খেল পাকিস্তান। যুজবেন্দ্র চাহাল ভারতকে এনে দিলেন দ্বিতীয় সাফল্য। ১৮ বলে ১৫ রান করে মাঠ ছাড়লেন ফখর জামান।

  • 04 Sep 2022 09:57 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    • পাওয়ার প্লে-র শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৪৪। ক্রিজে রয়েছেন মহম্মদ রিজওয়ান ও ফখর জামান।
    • পাওয়ার প্লে-র শেষে ভারতের স্কোর ছিল ৬২-১।
    • ম্যাচ জিততে হলে পাকিস্তানকে এখনও তুলতে হবে ৬৪ বলে ১৩৮ রান।
  • 04 Sep 2022 09:52 PM (IST)

    ৫ ওভারে পাকিস্তান ৩৬/১

    প্রথম ৫ ওভারের খেলা শেষ। ম্যাচ জমে ওঠার আগেই পাক অধিনায়কের উইকেট সাবাড় করে নিয়েছেন রবি বিষ্ণোই। ৫ ওভারে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৩৬।

  • 04 Sep 2022 09:45 PM (IST)

    বাবর আউট

    চতুর্থ ওভারে উইকেটের খোঁজে স্পিনার নিয়ে এসেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম উইকেট এনে দিলেন রবি বিষ্ণোই। ১০ বলে ১৪ রান করে মাঠ ছাড়লেন পাক অধিনায়ক বাবর।

  • 04 Sep 2022 09:41 PM (IST)

    বল হাতে বিষ্ণোই

    চতুর্থ ওভারে রোহিত শর্মা বাবরদের বিরুদ্ধে এগিয়ে দিলেন রবি বিষ্ণোইকে। স্পিনার দিয়ে উইকেট নেওয়ার চেষ্টা।

  • 04 Sep 2022 09:36 PM (IST)

    অনবদ্য অর্শদীপ

    ইনিংসের দ্বিতীয় তথা, নিজের প্রথম ওভারে মাত্র ২ রান ভারতের তরুণ বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের।

  • 04 Sep 2022 09:27 PM (IST)

    পাকিস্তান ইনিংস শুরু

    • বিরাট রানের লক্ষ্য। ভুবনেশ্বর কুমারকে বাউন্ডারি মেরে ইনিংস শুরু পাকিস্তানের।
  • 04 Sep 2022 09:16 PM (IST)

    পাকিস্তানের টার্গেট ১৮২

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান তুলেছে ভারত। ম্যাচ জিততে হলে পাকিস্তানকে তুলতে হবে ১৮২ রান।

  • 04 Sep 2022 09:13 PM (IST)

    বিরাট আউট

    কোটি কোটি বিরাটপ্রেমীর মন ভেঙে দিলেন হ্যারিস রউফ। শেষ ওভারে উইকেট দিয়ে বসলেন বিরাট কোহলি। ৪৪ বলে ৬০ রান করে গেলেন ভিকে। স্ট্রাইকরেট ১৩৬.৩৬।

  • 04 Sep 2022 09:10 PM (IST)

    খেলা বাকি আর ১ ওভারের

    ১৯ ওভার শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ১৭১। ক্রিজে বিরাট কোহলি ও ভুবনেশ্বর কুমার।

  • 04 Sep 2022 09:08 PM (IST)

    হুডা ফিরলেন সাজঘরে

    নাসিম শাহ তুলে নিলেন দীপক হুডার উইকেট। ১৪ বলে ১৬ রান করে মাঠ ছাড়লেন হুডা

  • 04 Sep 2022 09:05 PM (IST)

    বিরাটের হাফসেঞ্চুরি

    মহম্মদ হাসনেইনকে ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। ২২ গজে চেনা ছন্দে ভিকে। টি-টোয়েন্টিতে সব চেয়ে বেশি হাফসেঞ্চুরির রেকর্ডও গড়ে ফেললেন কোহলি।

  • 04 Sep 2022 09:02 PM (IST)

    পরপর দু’খানা আপরকাট হুডার

    সাত নম্বরে নেমে পর পর দুটো আপারকাট হুডার। ক্রিজে বিরাট কোহলি ও দীপক হুডা।

  • 04 Sep 2022 08:52 PM (IST)

    ১৫ ওভারের সমাপ্তি

    ১৫ ওভারে পাঁচ উইকেট খুইয়ে ১৩৫ রান ভারতের। কোহলি ৪০ রানে ব্যাট করছেন। সঙ্গী দীপক হুডা। ছন্দে রয়েছেন প্রাক্তন অধিনায়ক। তবে শেষ পর্যন্ত তাঁর ক্রিজে থাকাটা প্রয়োজন।

  • 04 Sep 2022 08:46 PM (IST)

    শূন্য রানে ফিরলেন হার্দিক

    শূন্য রানে আউট হার্দিক পান্ডিয়া। দুটি বল খেলে মহম্মদ হাসনেইনের স্লোয়ার বাউন্সারে মহম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিলেন হার্দিক। পাকিস্তানের বড় সাফল্য। গত ম্যাচে একার হাতে শেষ করেছিলেন বাবরদের।

  • 04 Sep 2022 08:42 PM (IST)

    আউট পন্থ

    পন্থকে ফেরালেন শাদাব খান। আসিফ আলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন পন্থ। ১২ বলে ১৪ রান। ৩ ওভারে ২৬ রান দিয়ে তিনটি উইকেট নিলেন শাদাব। ১৪ ওভারে ১২৮ রান ভারতের।

  • 04 Sep 2022 08:27 PM (IST)

    ভারতের একশো

    দলীয় একশো রানে পৌঁছাল ভারতের স্কোর। দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছেন কোহলি-পন্থ। ১১ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ভারতের স্কোর ১০১।

  • 04 Sep 2022 08:18 PM (IST)

    ফিরলেন সূর্য

    নওয়াজের বলে আসিফ আলির হাতে ক্যাচ দিয়ে ফিরলেন সূর্যকুমার যাদব। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে ফিল্ডারের হাতে ক্যাচ দিলেন। ১০ বলে ১৩ রান। ৯.৪ ওভারে তিন উইকেট খুইয়ে ৯১ রান ভারতের। ক্রিজে ঋষভ পন্থ।

  • 04 Sep 2022 08:11 PM (IST)

    বিরাট-সূর্য

    চর, ছয় হাঁকিয়ে চাপ কমানোর চেষ্টায় বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। ৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৭৯। বিরাট ৮ ও সূর্য ১০ রানে ব্যাট করছেন।

  • 04 Sep 2022 08:05 PM (IST)

    আউট রাহুল

    লোকেশ রাহুলকে ফেরালেন শাদাব খান। মহম্মদ নওয়াজের হাতে ক্যাচ দিলেন। ২০ বলে ২৮ রান রাহুলের। ২টি ছয় ও ১টি চার।

  • 04 Sep 2022 08:02 PM (IST)

    পাওয়ার প্লে ওভার শেষ

    প্রথম পাওয়ার প্লে ওভারে ১ উইকেট খুইয়ে ৬২ রান তুলল ভারত।

  • 04 Sep 2022 07:59 PM (IST)

    আউট রোহিত

    ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট রোহিত শর্মা। মহম্মদ নওয়াজের স্লোয়ারে ক্যাচ খুশদিল শাহের হাতে ক্যাচ দিয়ে বসলেন। ১৫ বলে ২৮ রান রোহিতের। ৩টি চার ও ২টি ছয়। ক্রিজে বিরাট কোহলি।

  • 04 Sep 2022 07:54 PM (IST)

    অর্ধশতরান ভারতের

    ৪.২ ওভারে দলীয় পঞ্চাশ রানে পৌঁছে গেল ভারত। দুই ওপেনারের ব্যাটে চার-ছয়ের বন্যা

  • 04 Sep 2022 07:48 PM (IST)

    চেনা ছন্দে রাহুল

    দ্বিতীয় ওভারে নাসিম শাহের বলে দুটি ছয় লোকেশ রাহুলের। ৩ ওভারে বিনা উইকেট হারিয়ে ৩৪ রান ভারতের। লোকেশ রাহুল ১৮, রোহিত শর্মা ১৬ রানে ব্যাট করছেন।

  • 04 Sep 2022 07:37 PM (IST)

    হিটম্যানের পেল্লাই ছয়

    প্রথম ওভারের শেষ বলে নাসিমের বলে পেল্লাই ছয় রোহিতের। ১ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১১।

  • 04 Sep 2022 07:35 PM (IST)

    রোহিতের বাউন্ডারি

    ওভারের চতুর্থ বলে নাসিমের বলে বাউন্ডারি রোহিত শর্মার।

  • 04 Sep 2022 07:31 PM (IST)

    শুরু হল ম্যাচ

    শুরু হল ভারত-পাকিস্তান সুপার ফোর-এর ম্যাচ। ইনিংসের সূচনায় নামলেন অধিনায়ক রোহিত শর্মা ও লোকেশ রাহুল। বল হাতে নাসিম শাহ।

  • 04 Sep 2022 07:18 PM (IST)

    গ্রিন টপ পিচ

    দুবাইয়ের পিচে ঘাস রয়েছে। এতে শুরুর দিকে পেসাররা সুবিধা পেতে পারেন। আবার শিশিরের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করা সহজ হবে। পাকিস্তানকে হারাতে হলে ভারতকে বড় টার্গেট দিতে হবে।

  • 04 Sep 2022 07:15 PM (IST)

    পাকিস্তানের একাদশ

    পাকিস্তান দলে একটি পরিবর্তন। চোট পাওয়া পেসার শাহনওয়াজ দাহানির পরিবর্তে একাদশে মহম্মদ হাসনেইন। অভিজ্ঞ হাসান আলি ও হাসনেইনের মধ্যে একজনকে বেছে নিতে হত টিম ম্যানেজমেন্টকে। অভিজ্ঞ হাসান আলির থেকে প্রাধান্য পেলেন তরুণ পেসার হাসনেইন।

    পাকিস্তানের একাদশ: বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, ফখর জামান, খুশদিল শাহ, ইফতিকার আহমেদ, শাদাব খান, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, হ্যারিস রউফ, নাসিম শাহ, মহম্মদ হাসনেইন।

  • 04 Sep 2022 07:06 PM (IST)

    ফিরলেন পান্ডিয়া

    পাকিস্তানের বিরুদ্ধে ফিরলেন হার্দিক পান্ডিয়া। দলে তিনটি পরিবর্তন। রবীন্দ্র জাডেজার পরিবর্তে প্রথম একাদশে জায়গা পেলেন দীপক হুডা। আবেশ খানের পরিবর্তে রবি বিষ্ণোই।

    ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার।

  • 04 Sep 2022 07:02 PM (IST)

    টস আপডেট

    সুপার ফোর-এর মহারণে টস জিতলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত পাকিস্তানের।

  • 04 Sep 2022 06:48 PM (IST)

    কে জিতবে আজকের ম্যাচ?

    মঞ্চ প্রস্তুত। দর্শক সমাগমে গমগম করছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। কিছুক্ষণ পরেই টস করতে নামবেন বাবর আজম এবং রোহিত শর্মা। মহারণের আগে আইসিসির লেন্সে দুবাই স্টেডিয়ামের কিছু মুহূর্ত।

  • 04 Sep 2022 06:37 PM (IST)

    ফাইনালিস্ট বেছে নিলেন শোয়েব মালিক

    এশিয়া কাপের প্রথম ফাইনালিস্ট হবে কোন দল? জানিয়ে দিলেন পাক ক্রিকেটার শোয়েব মালিক। সুপার ফোর-এ ভারত-পাকিস্তান ম্যাচের আগে শোয়েবর টুইট- স্নায়ুর চাপ ধরে রেখে খেলতে পারবে, খেলাটাকে উপভোগ করতে পারবে এবং ভালো ক্রিকেট খেলবে – আমার মতে তারাই হবে প্রথম ফাইনালিস্ট।

  • 04 Sep 2022 06:17 PM (IST)

    স্মৃতিচারণায় দুই ক্রিকেটার

    এশিয়া কাপে বহুবার খেলেছেন। সবচেয়ে পছন্দের স্মৃতি কোনটি? শেয়ার করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এবং পাকিস্তানের শোয়েব মালিক।

  • 04 Sep 2022 06:11 PM (IST)

    দুই শিবির, এক ভাবনা

    চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন রবীন্দ্র জাডেজা। আজ একাদশে তাঁর পরিবর্ত কে? বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেল নাকি অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন…

    পাকিস্তান শিবিরে এই ম্যাচে ছিটকে গিয়েছেন পেসার শাহনওয়াজ দাহানি। হাসান আলি এবং মহম্মদ হাসনেইনের মধ্যে কাকে খেলানো হবে, ভাবনায় পাক শিবির।

  • 04 Sep 2022 05:22 PM (IST)

    রেকর্ডের সামনে রোহিত

    পুরুষদের আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে রোহিত শর্মা ৩৫২০ রান করে সর্বাধিক রানের তালিকার শীর্ষে রয়েছেন। কিন্তু মহিলাদের ক্রিকেটে নিউজিল্যান্ডের ব্যাটার সুজি বেটস তাঁর চেয়ে বেশি রান করেছেন। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে সুজি ৩৫৩১ রান করেছেন। আজ রোহিত ১২ রান করলে, সুজিকে টপকে টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হবেন।

  • 04 Sep 2022 04:29 PM (IST)

    মাঠ একই, পিচ…

    দুবাই স্টেডিয়ামে ফের একবার মুখোমুখি ভারত-পাকিস্তান। আর ৩ ঘণ্টার অপেক্ষা। গত রবিবারও এই মাঠেই খেলা হয়েছিল। মাঠ একই হলেও, এবার পিচ অন্য।

  • 04 Sep 2022 04:18 PM (IST)

    মহারণের আগে

    এক সপ্তাহের ব্য়বধানে ফের ভারতের সামনে পাকিস্তান। দলে চোট আঘাত। গত ম্যাচের হারের ধাক্কা। সব মিলিয়ে প্রবল চাপে পাকিস্তান শিবির। চাপ কমানোর মরিয়া চেষ্টায় পাকিস্তান শিবির।

    পড়ুন বিস্তারিত… India vs Pakistan: ভারতের বিরুদ্ধে নামার আগে চাপ কমানোর চেষ্টা, কোথায় গেলেন বাবর’রা?

  • 04 Sep 2022 03:41 PM (IST)

    ‘আকাশ ছোঁয়া’ পারফরম্যান্স

    • সূর্যকুমার যাদবের অভিষেকের পর থেকে (১৪ মার্চ, ২০২১) টি ২০ ফরম্যাটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান তাঁরই।
    • ২৩ ম্যাচে করেছেন ৭৫৮ রান। স্ট্রাইক রেট ১৭৭ এর বেশি।
    • ব্যাটিং গড়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে বিরাট কোহলি। ১৩ ম্যাচে তাঁর রান ৪৭৪। গড় প্রায় ৬০।
  • 04 Sep 2022 03:12 PM (IST)

    আরও এক বার বিরাট রান!

    এ বারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৩৫ রান করেছিলেন বিরাট কোহলি। কয়েকটা অনবদ্য শট খেলেছিলেন। বিশেষত মিড উইকেটে ওভার বাউন্ডারি। ফর্মে ফেরার ইঙ্গিত ছিল। সিঙ্গাপুরের বিরুদ্ধে অপরাজিত ৫৯ রানে ইনিংস অ্যাঙ্কর করেছেন। এবার কি পাকিস্তানের বিরুদ্ধেও বড় রান দেখা যাবে?

  • 04 Sep 2022 02:33 PM (IST)

    সুপার সানডে

    এক সপ্তাহের ব্যবধানে ফের মুখোমুখি ভারত-পাকিস্তান। শুধুমাত্র ক্রিকেট প্রেমীরাই নন, ক্রিকেটাররাও স্নায়ুর চাপে। ম্যাচের জন্য প্রস্তুত আর কারা?

Published On - Sep 04,2022 2:00 PM

ভেনেজুয়েলার পর টার্গেট ইরান? নতুন সমীকরণ তৈরি করছেন ট্রাম্প?
ভেনেজুয়েলার পর টার্গেট ইরান? নতুন সমীকরণ তৈরি করছেন ট্রাম্প?
'ইডি অফিসাররা যাচ্ছেন...', I-PAC-কাণ্ডের পর কুণালের হাতে 'গোপন' চ্যাট
'ইডি অফিসাররা যাচ্ছেন...', I-PAC-কাণ্ডের পর কুণালের হাতে 'গোপন' চ্যাট
গভীর রাতে মশাল হাতে পথে শুভেন্দু! তারপর...
গভীর রাতে মশাল হাতে পথে শুভেন্দু! তারপর...
গাড়িতে 'হামলা'-র পরই বড় হুঁশিয়ারি শুভেন্দুর, কী বললেন?
গাড়িতে 'হামলা'-র পরই বড় হুঁশিয়ারি শুভেন্দুর, কী বললেন?
ধুলিয়ান হিংসায় মৃত চন্দন দাসের ছেলের পড়াশোনার ভার নিল ভারত সেবাশ্রম
ধুলিয়ান হিংসায় মৃত চন্দন দাসের ছেলের পড়াশোনার ভার নিল ভারত সেবাশ্রম
শুভেন্দুর গাড়িতে 'হামলা'-য় খোঁচা জয়প্রকাশের, কী বললেন?
শুভেন্দুর গাড়িতে 'হামলা'-য় খোঁচা জয়প্রকাশের, কী বললেন?
ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগ, তারপর...
ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিকের সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগ, তারপর...
শুভেন্দুর গাড়িতে 'হামলা'-য় রিপোর্ট চাইল শাহের মন্ত্রক, এরপর কী হবে?
শুভেন্দুর গাড়িতে 'হামলা'-য় রিপোর্ট চাইল শাহের মন্ত্রক, এরপর কী হবে?
মাইক্রো অবজার্ভারদের কাজে নজর কমিশনের, দিল কড়া বার্তা
মাইক্রো অবজার্ভারদের কাজে নজর কমিশনের, দিল কড়া বার্তা
'দাদা' লেখা, কার চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে বসলেন কুণাল ঘোষ
'দাদা' লেখা, কার চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে বসলেন কুণাল ঘোষ