IND vs PAK Highlights: বাউন্ডারিতে বিরাটের সেঞ্চুরি ও পাকিস্তানের বিরুদ্ধে জয়

India vs Pakistan Champions Trophy 2025 Live Score in Bengali: মিনি বিশ্বকাপে রবিবার মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং মহম্মদ রিজওয়ানের পাকিস্তান। হাড্ডাহাড্ডি ওই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ জানতে নজর রাখুন এই লাইভব্লগে। 

IND vs PAK Highlights: বাউন্ডারিতে বিরাটের সেঞ্চুরি ও পাকিস্তানের বিরুদ্ধে জয়
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ ভারত বনাম পাকিস্তান

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 23, 2025 | 11:43 PM

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ফর্ম্যাট খুবই কঠিন। একটা ম্যাচ হারা মানেই খাদের কিনারায় পৌঁছে যাওয়া। সেখান থেকে আয়োজক পাকিস্তানকে ঘুরে দাঁড়াতে দিল না ভারত। বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজক পাকিস্তান প্রথম ম্যাচ হেরে যায়। অন্যদিকে রোহিত শর্মার ভারত জয় দিয়ে মিনি বিশ্বকাপে সফর শুরু করেছিল। আজ, দুবাইয়ে ছিল ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ সংস্করণে, ২০১৭ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল যুযুধান দুই দল। সেখানে মেন ইন ব্লুকে হারিয়েছিল গ্রিন আর্মি। ওই হারের বদলাতেই জ্বলছিলেন রোহিত-বিরাটরা। মরুশহরের মহারণে বদলা এবং সেমিফাইনাল দুটোই করল টিম ইন্ডিয়া। সরকারিভাবে পাকিস্তানের বিদায় এখনও লেখা যায় না। তবে কাল নিউজিল্যান্ড জিতলে আর কোনও অঙ্কই থাকছে না। পাকিস্তান ও বাংলাদেশ একসঙ্গেই বিদায় নেবে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 Feb 2025 11:38 PM (IST)

    IND vs PAK: বড় মঞ্চে জ্বললেন কিং

    তিনি ফর্মে ফিরলেন! একেবারেই না। তিনি ফর্ম হারাননি। অপেক্ষা ছিল একটা ইনিংসের। সেটাই হল চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে। বিস্তারিত পড়ুন: সেঞ্চুরি নম্বর ৫১, চেজমাস্টার বিরাট কোহলির অন্যতম বেস্ট ইনিংস!

  • 23 Feb 2025 11:36 PM (IST)

    IND vs PAK: ম্যাচ রিপোর্ট-অঙ্ক

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের আয়ু নির্ভর করছে বাংলাদেশের উপর। যদি কাল বাংলাদেশ অঘটন ঘটিয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, সেক্ষেত্রে আয়ু বাড়বে। বিস্তারিত পড়ুন: বিরাট জয়ে ভারত সেমিতে, কয়েক ঘণ্টার জন্য টিকে রইল পাকিস্তান

  • 23 Feb 2025 07:55 PM (IST)

    IND vs PAK: জোড়া রেকর্ড!

    এক ম্যাচ, জোড়া রেকর্ড। প্রথমে সুরক্ষিত হাতে, এরপর দুর্দান্ত কভার ড্রাইভে। বিস্তারিত পড়ুন: ‘সুরক্ষিত’ হাতের রেকর্ড, ১৪ হাজারের মাইলস্টোন পার বিরাট কোহলির

  • 23 Feb 2025 07:50 PM (IST)

    RECORD ALERT: মাইলফলকে বিরাট কোহলি

    এই ম্যাচের আগে অবধি ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের সংগ্রহ ছিল ১৩৯৮৫ রান। এই ম্যাচে ১৫ করলেই মাইলফলক ছুঁতেন। হ্যারিস রউফকে কভার ড্রাইভে বাউন্ডারি মেরে ১৪ হাজারের মাইলফলক পার। ২৮৭ ইনিংসে এই রেকর্ড। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ১৪ হাজারের মাইলফলকে বিরাট কোহলি। তাঁর সামনে এখন শুধুই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

  • 23 Feb 2025 07:46 PM (IST)

    IND vs PAK: গিল-খুশদিল

    ব্যক্তিগত ৩৫ রানের শুভমন গিলের ক্যাচ ফসকালেন খুশদিল শাহ। তাতে অবশ্য ভারতীয় ক্রিকেট প্রেমীদের দিলখুশই হল। অন্য দিকে, মাইলফলকের দিকে এগচ্ছেন বিরাট কোহলি।

  • 23 Feb 2025 07:16 PM (IST)

    IND vs PAK: রোহিত আউট

    শুরুটা দুর্দান্ত হয়েছিল। যদিও বড় ইনিংস হল না। শাহিন আফ্রিদির ইয়র্কারে উইকেট ভাঙল রোহিতের। ১৫ বলে ২০ রানে ফিরলেন। ক্রিজে কিং কোহলি।

  • 23 Feb 2025 07:01 PM (IST)

    IND vs PAK: ৪-৬

    প্রথম ওভারে মাত্র ২ রান। পরের ওভারে নাসিম শাহকে একটি বাউন্ডারি ও ছয় রোহিতের। তৃতীয় ওভারে রানের খাতা খুললেন শুভমনও।

  • 23 Feb 2025 06:42 PM (IST)

    IND vs PAK: ভারত-পাকিস্তান উত্তাপ

    ভারত-পাকিস্তান ম্যাচে বরাবরই উত্তেজনা থাকে। সেই ‘পরম্পরা’ যেন জারি রইল! বিস্তারিত পড়ুন: রিজওয়ানকে চোখরাঙানি রানার, ভারত-পাক ম্যাচের ‘ফ্লেভার’ জিইয়ে রাখলেন

  • 23 Feb 2025 06:27 PM (IST)

    IND vs PAK: ইনিংস ব্রেক

    পাকিস্তান ইনিংসে একটাই সেঞ্চুরি জুটি। যদিও এই মন্থর জুটি চাপ হালকা করল না বাড়াল দ্বিধায় পাকিস্তান শিবিরও! ভারতের চাই ২৪২। ছন্দে শুভমন গিল। রোহিত-বিরাট বড় মঞ্চের প্লেয়ার। রান তাড়ার অপেক্ষা। পাকিস্তান ইনিংসের বিস্তারিত পড়ুন: রিজওয়ান-শাকিলের ‘টেস্ট’ জুটি, ভারতের টার্গেট ২৪২

  • 23 Feb 2025 05:49 PM (IST)

    IND vs PAK: হ্যাটট্রিক হল না

    গত ম্যাচে হ্য়াটট্রিকের সামনে ছিলেন অক্ষর প্যাটেল। তবে রোহিতের ক্যাচ মিসে হ্যাটট্রিক হয়নি। এ বার কুলদীপের হ্যাটট্রিক ডেলিভারি ভালো ভাবেই সামলে দিলেন নাসিম শাহ। অল্পের জন্য হ্যাটট্রিক হল না।

  • 23 Feb 2025 05:24 PM (IST)

    IND vs PAK: ডিফেন্স ভেঙে বোল্ড

    যেন টেস্ট ক্রিকেট চলছে। পরপর তিন উইকেট। রবীন্দ্র জাডেজা ফেরালেন তৈয়বকে। ডিফেন্স করছিলেন। তাঁর ডিফেন্স ভেঙে বোল্ড করেন।

  • 23 Feb 2025 05:19 PM (IST)

    IND vs PAK: হার্দিক হিরো

    ক্যাচ ফসকে অস্বস্তি বাড়িয়েছিলেন কুলদীপ। তাঁকে স্বস্তি দিলেন হার্দিক। সাউদ শাকিলকে ফেরালেন হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেল বল হাতে ফিরিয়েছিলেন রিজওয়ানকে, আর এক ব্যাটারকে ফেরালেন ক্যাচে।

  • 23 Feb 2025 05:12 PM (IST)

    IND vs PAK: ফের ক্যাচ মিস

    ওভারে জোড়া উইকেট হতে পারত। ৩৩তম ওভারে ক্যাচ ফেলেছিলেন হর্ষিত। তবে ৩৪ তম ওভারের দ্বিতীয় বলেই অক্ষর ক্লিন বোল্ড করে ফেরান রিজওয়ানকে। আর এক সেট ব্য়াটারকে একই ওভারে ফেরাতে পারতেন। কিন্তু কুলদীপ বল অবধি পৌঁছেও ক্যাচ মিস।

  • 23 Feb 2025 05:09 PM (IST)

    IND vs PAK: ক্যাচ মিস, বোল্ড

    ৩৩তম ওভারের শেষ বলে মহম্মদ রিজওয়ান পুল করেছিলেন। হার্দিক পান্ডিয়ার বোলিংয়ে পুল শট খেলেছিলেন পাকিস্তান ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান। বল অবধি পৌঁছেও ক্যাচ মিস হর্ষিত রানার। যদিও খুব বড় ক্ষতি হয়নি। ৩৪ তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই রিজওয়ানকে ক্লিন বোল্ড করলেন অক্ষর প্যাটেল। ৪৬ রানে আউট পাক ক্যাপ্টেন।

  • 23 Feb 2025 04:55 PM (IST)

    IND vs PAK: ব্রেক থ্রুর প্রয়োজন

    ফখর জামানের চোট থাকায় প্রথম ম্যাচে ওপেন করেছিলেন। সাফল্য পাননি। ভারতের বিরুদ্ধে মিডল অর্ডারে নেমে হাফসেঞ্চুরি সাউদ শাকিলের। অন্যদিকে রিজওয়ানও হাফসেঞ্চুরির দিকে। এই জুটি ক্রমশ চাপ বাড়াচ্ছে। রানের গতি বেশি না হলেও ৯০ রানের পার্টনারশিপ।

  • 23 Feb 2025 04:47 PM (IST)

    IND vs PAK: রিভার্স ট্রায়াল!

    সামিকে মাত্র এক ওভারের স্পেলে আনা হয়। রিভার্স সুইং হচ্ছে কি না দেখার জন্য! হতে পারে। স্লগ ওভারে সামিকে প্রয়োজন। তাঁর আর ৪ ওভার বাকি মাত্র।

  • 23 Feb 2025 04:39 PM (IST)

    IND vs PAK: সামি আক্রমণে

    শেষ তিন ওভারে পাকিস্তান ব্যাটাররা গিয়ার চেঞ্জ করেছেন। মহম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল জুটি গড়েছেন। সামিকে আক্রমণে আনা হয়। পুল করেছিলেন রিজওয়ান। অল্পের জন্য শর্ট মিড উইকেটে শুভমনের হাতে ক্যাচ যায়নি। বল সামান্য আগে পড়েছে। শুভমন নিজেই ইশারা করেন, ক্যাচ হয়নি।

  • 23 Feb 2025 04:32 PM (IST)

    IND vs PAK: ৯০ সালের ক্রিকেট!

    ২৫ ওভারের পর পাকিস্তান একশো পেরলো। আগের দিন পাকিস্তানের হেড কোচ বলেছিলেন, এখন ১৯৯০ সাল নয়। কিন্তু পাকিস্তানের ব্য়াটিং যেন তখনকার মতোই। প্রায় ৫০ বলের পর বাউন্ডারি আসতে শুরু করেছে।

  • 23 Feb 2025 04:27 PM (IST)

    IND vs PAK: মাহি ম্যানিয়া

    একদিকে ‘পাকিস্তান থেকে হ্যান্ড পাম্প তুলে আনা’ সানি দেওল, সঙ্গে ক্যাপ্টেন কুল। বিস্তারিত পড়ুন: ট্রফির প্রত্যাশা, ভারত-পাকিস্তান ম্যাচে মজে মহেন্দ্র সিং ধোনি

  • 23 Feb 2025 03:37 PM (IST)

    IND vs PAK: নাম কি বদলাতে হবে?

    ভারতের বিরুদ্ধে শুরুটা দুর্দান্ত হয়েছিল। যদিও হার্দিকের বোলিংয়ে কট বিহাইন্ড বাবর। আর অক্ষরের ডিরেক্ট থ্রোয়ে ইমাম রানআউট হতেই ফের বেকায়দায় পাকিস্তান। এ বার! বিস্তারিত পড়ুন: ভারতকে হারাতে না পারলে বদলে ফেলবেন নিজের নাম! পাক প্রধানমন্ত্রীর মন্তব্যে বিরাট হইচই

  • 23 Feb 2025 03:30 PM (IST)

    IND vs PAK: বোলিংয়ে সামি

    আতঙ্ক কিছুটা কমল। ফিজিয়োর চিকিৎসা নিয়ে মাঠে ফিরেছিলেন। দ্বাদশ ওভারে বোলিংয়ে ফিরলেন মহম্মদ সামি। আগের তুলনায় ফ্রেশ দেখাচ্ছে সামিকে।

  • 23 Feb 2025 03:25 PM (IST)

    IND vs PAK: গুড নিউজ

    পাকিস্তান ইনিংসের পাঁচ ওভার শেষে মাঠ ছেড়েছিলেন সামি। ভারতীয় শিবিরে চিন্তা বাড়িয়েছিল। ইনিংসের দশ ওভার পেরোতেই মাঠে ফিরলেন সামি। কমেন্টেটররা তাই জানালেন। যদিও সামিকে এখনও জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়নি। এখন দেখার বোলিংয়ের জন্য কতটা ফিট তিনি। সামিকে দ্রুত বোলিংয়ে ফেরানো উচিত, এমনই মনে করছেন ইরফান পাঠান।

  • 23 Feb 2025 03:20 PM (IST)

    IND vs PAK: অক্ষরের জায়গায় কুলদীপ

    যে প্রান্ত থেকে অক্ষর প্যাটেলকে দিয়ে এক ওভার বোলিং করিয়েছিলেন, সেদিক থেকে কুলদীপকে আক্রমণে আনেন রোহিত শর্মা। মিড অনে বল ঠেলে সিঙ্গল চুরি করতে গিয়েছিলেন ইমাম উল হক। সেখানেই রানিং অবস্থাতেই বল ধরে উইকেটে থ্রো। ডিরেক্ট হিটে রান আউট ইমাম। অক্ষরের অনবদ্য ফিল্ডিং। ক্রিজে ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান।

  • 23 Feb 2025 03:16 PM (IST)

    IND vs PAK: কভার ড্রাইভের লোভে!

    কভার ড্রাইভের লোভ সামলানো খুব কঠিন। সামি মাঠ ছাড়ার পর হার্দিককে আক্রমণে আনা হয়। প্রথম ডেলিভারিতেই বাউন্ডারি। দ্বিতীয় ডেলিভারিতে কভার ড্রাইভ খেলতে গিয়েছিলেন। কিন্তু আগের ডেলিভারির তুলনায় উইকেটের আরও একটু কাছে ছিল লাইন। বাবর ড্রাইভ করলেও তা জমা পড়ল কিপার লোকেশ রাহুলের হাতে। মাত্র ২৩ রানেই বাবরের কাহিনি শেষ।

  • 23 Feb 2025 03:13 PM (IST)

    IND vs PAK: সামির চোটে চিন্তা

    গত ওয়ান ডে বিশ্বকাপের পর থেকে চোটের কারণে প্রায় ১৪ মাস ক্রিকেটের বাইরে ছিলেন। আবারও বড় চোট নয় তো! বিস্তারিত পড়ুন: মাঠ ছাড়লেন সামি! ভারতীয় শিবিরে হঠাৎই আশঙ্কা

  • 23 Feb 2025 02:57 PM (IST)

    IND vs PAK: পিচের আচরণে উন্নতি!

    ভারত-বাংলাদেশ ম্যাচে প্রচণ্ড মন্থর পিচ ছিল। তুলনামূূলক ভাবে ব্যাটারদের জন্য ভালো মনে হচ্ছে। ব্যাটাররা শট খেলতে পারছেন।

  • 23 Feb 2025 02:51 PM (IST)

    IND vs PAK: বাবরের পজিটিভ ব্যাটিং!

    উদ্বোধনী ম্যাচে মন্থর ইনিংস খেলে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন। ভারতের বিরুদ্ধে এখনও অবধি ইতিবাচক ব্য়াটিং। তবে সামি প্রথম ওভারে পাঁচটি ওয়াইড দিলেও সুইং নিয়ন্ত্রণ করেছেন। দ্বিতীয় ওভার থেকেই দুর্দান্ত।

  • 23 Feb 2025 02:39 PM (IST)

    IND vs PAK: একের পর এক ওয়াইড

    পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওভারেই একাধিক ওয়াইড দিয়ে বসলেন মহম্মদ সামি। বিরাট সুইং হচ্ছে। যারফলে প্রথম ওভারে মোট ৫টি ওয়াইড দিয়ে ফেলেছেন তিনি। ১ ওভার শেষে পাকিস্তান ৬-০।

  • 23 Feb 2025 02:31 PM (IST)

    IND vs PAK: ভারত-পাক ম্যাচের বল গড়াল মাঠে

    চ্যাম্পিয়ন্স ট্রফির বহু প্রতীক্ষিত ম্যাচের বল গড়াল মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচে বোলিংয়ের সূচনা করলেন মহম্মদ সামি।

  • 23 Feb 2025 02:03 PM (IST)

    IND vs PAK: টস আপডেট

    দুবাইতে রবিবাসরীয় বড় ম্যাচে টস জিতলেন পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান। জেনে নিন কেমন হল দুই দলের একাদশ।

    পড়ুন বিস্তারিত – IND vs PAK: টস জিতলেন রিজওয়ান, মিশন ‘পাক-বধে’ উইনিং কম্বিনেশন ভাঙলেন না রোহিত

  • 23 Feb 2025 01:49 PM (IST)

    IND vs PAK: দুবাইতে ভারতের মিশন বদলা

    ভারতের কাছে এই ম্যাচ যেমন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে যাওয়ার তার চেয়েও বেশি আবেগ-মর্যাদা এবং অবশ্যই বদলার। আর হার্দিক পান্ডিয়ায়র যেন অসম্পূর্ণ কাজ পূর্ণ করার।

    পড়ুন বিস্তারিত – India vs Pakistan Match Preview: মিশন বদলা, মেগা ম্যাচে নজরে কোহলির সুইপ; হার্দিকের হার্ট-হিটের অপেক্ষা

  • 23 Feb 2025 01:37 PM (IST)

    IND vs PAK: দুবাইয়ে বুম বুম বুমরা…

    চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের ঠিক আগে দুবাইতে পৌঁছে গিয়েছেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা। তাঁর সেখানে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

    পড়ুন বিস্তারিত – মহারণের আগে দুবাই স্টেডিয়ামে জসপ্রীত বুমরা, কাঁপছে পাকিস্তান!

  • 23 Feb 2025 01:19 PM (IST)

    IND vs PAK: ভারত-পাক ম্যাচ টাই হলে কী হবে?

    আজ, ২৩ ফেব্রুয়ারির ম্যাচ জিতলে ভারত সেমিফাইনালের পথে পা বাড়াবে। আর পাকিস্তান হারলে নকআউট থেকে বিদায় কার্যত নিশ্চিত। এই পরিস্থিতিতে যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ টাই হয়, তা হলে কী হবে?

    পড়ুন বিস্তারিত – IND vs PAK: মিনি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ যদি টাই হয়! তা হলে কী হবে?

  • 23 Feb 2025 01:00 PM (IST)

    IND vs PAK: ফিরে দেখা: ২০১৭ সালের ফাইনালে কী হয়েছিল?

    আজ, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে ভারত ও পাকিস্তানের। রবিবাসরীয় মেগা ম্যাচের আগে ফিরে যাওয়া যাক অতীতে। মিনি বিশ্বকাপে দুই দলের শেষ সাক্ষাতে কী হয়েছিল?

    পড়ুন বিস্তারিত – IND vs PAK, CT: ২৮০৬ দিন আগে… ফিরে দেখা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের রোমাঞ্চকর ফাইনাল

  • 23 Feb 2025 12:44 PM (IST)

    IND vs PAK: ভারত-পাকিস্তানের হেড টু হেড

    এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে খেলছে টিম ইন্ডিয়া। রবিবাসরীয় IND-PAK ম্যাচের আগে এক ঝলকে দেখে নিন ওডিআইতে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত নাকি পাকিস্তান এগিয়ে কোন দল।

    পড়ুন বিস্তারিত – IND vs PAK: মরুশহরে মিনি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ, ইতিহাস সাক্ষী রয়েছে…

  • 23 Feb 2025 12:35 PM (IST)

    IND vs PAK: রবি-দুপুরে জমজমাট ভারত-পাক

    মিনি বিশ্বকাপে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং মহম্মদ রিজওয়ানের পাকিস্তান। হাইভোল্টেজ ম্যাচের উত্তেজনায় মুখরিত ক্রিকেট প্রেমীরা।