IND vs SA 1st T20 Highlights: ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত, রইল বাকি পাঁচ
India vs South Africa 1st T20I Live Score in Bengali: সদ্য ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ জিতেছে ভারত। ঘরের মাঠে টানা ১৪টি টি-টোয়েন্টি সিরিজে অপরাজিত ভারতীয় দল। এ বার চ্যালেঞ্জ অ্যাওয়ে সিরিজে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। প্রথম টি-টোয়েন্টি ম্যাচের লাইভ আপডেট এই লিঙ্কে।

ডারবান: বড়দিনের অনেকটা সময় বাকি। দক্ষিণ আফ্রিকা অবশ্য এখন থেকেই ছুটির মেজাজে। আর এই আমেজে ভারত-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজ। ক্রিকেটারদের কাছে এই সিরিজ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগাম প্রস্তুতি। তবে প্রোটিয়া বোর্ডের কাছে এই সিরিজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভারতীয় দল আসা মানেই বোর্ডের কোষাগারে অর্থ জমা হওয়া। প্রোটিয়া বোর্ড রোমাঞ্চকর একটা সিরিজের অপেক্ষায়। ডারবানে রোমাঞ্চকর সিরিজ শুরুর অপেক্ষা ছিল। বৃষ্টিতে সব আশায় ধাক্কা। টসই করা গেল না। অস্ট্রেলিয়া সিরিজে বিশ্রামে থাকা শুভমন গিল, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাডেজারা ফিরছেন। তেমনই প্রোটিয়া দলেও নতুন মুখ রয়েছে। ম্যাচ দেখতে না পারার হতাশা সমর্থকদের। তেমনই ক্রিকেটারদের হতাশা, বিশ্বকাপের প্রস্তুতিতে একটা ম্যাচ কমল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচ। এখন তারই অপেক্ষা। ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আপডেটের জন্য নজর রাখুন TV9 Bangla Sports-এর এই লাইভ ব্লগে।
LIVE Cricket Score & Updates
-
IND vs SA: দ্বিতীয় ম্যাচ মঙ্গলে
বৃষ্টিতে পণ্ড প্রথম টি-টোয়েন্টি। মঙ্গলবারের অপেক্ষা। বিস্তারিত পড়ুন: বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ধাক্কা, ভেস্তে গেল প্রথম ম্যাচ
-
IND vs SA: টসই করা গেল না
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত। বৃষ্টির কারণে টসই করা গেল না। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সব মিলিয়ে আধডজন আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার সুযোগ ছিল। হাতে রইল পাঁচটি টি-টোয়েন্টি। বিশ্বকাপের প্রস্তুতিতে ভরসা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
Not so great news from Durban as the 1st T20I has been called off due to incessant rains.#SAvIND pic.twitter.com/R1XW1hqhnf
— BCCI (@BCCI) December 10, 2023
-
-
IND vs SA: শুধুই অপেক্ষা
অফিসিয়াল কোনও আপডেট নেই। বরং ওয়াংখেড়েতে ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-টোয়েন্টির আপডেট দেওয়া যাক। অভিষেক সিরিজে খেলতে নামা দুই স্পিনার সাইকা ইসাক ও শ্রেয়াঙ্কা পাটিলের অনবদ্য বোলিংয়ে বেকায়দায় ইংল্যান্ড। দু-জনে ইতিমধ্যেই তিনটি করে উইকেট নিয়েছেন।
-
IND vs SA: পুরো ওভার হবে!
আর এক ঘণ্টার মধ্যে ম্যাচ শুরু না হলে ওভার কমতে থাকবে। সেক্ষেত্রে প্রথম টি-টোয়েন্টি আদতে ২০ ওভারের ম্যাচ হবে না।
-
IND vs SA: ম্যাচ শুরুতে দেরি
বৃষ্টির কারণে ম্যাচ দেরিতে শুরু হবে। দক্ষিণ আফ্রিকা বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, টস নির্ধারিত সময়ে হবে না।
-
-
IND vs SA: রেনবো নেশনে রেইন
ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হচ্ছে আজ। কিংসমিডে প্রথম টি-টোয়েন্টি। যদিও মাঠে কভার দেওয়া। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে ধোঁয়াশা।
Published On - Dec 10,2023 6:30 PM
