IND vs SA, 2nd T20 Highlights: কটকেও আটকে গেলেন পন্থরা, ২-০ সিরিজে এগিয়ে গেল প্রোটিয়ারা
India vs South Africa 2022, 2nd T20 LIVE Score Updates in Bengali: দেখুন ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) দ্বিতীয় টি-২০ (T20) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

ওড়িশা: রবিরাতে কটকের বারাবাতি স্টেডিয়ামে টি-২০ (T20) সিরিজের দ্বিতীয় ম্যাচে তেম্বা বাভুমাদের বিরুদ্ধে ফের হারল ঋষভ পন্থের ভারত। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে প্রথম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বড় রান তুলেও বোলিং ব্যর্থতায় ৭ উইকেটে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। যার ফলে ভারত গড়তে পারেনি বিশ্ব রেকর্ড। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে সমতা ফেরানোর জন্য ঠিকমতো লড়তেই পারল না। প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে ভারত। এই উইকেটে আরও বেশি রান তুললে হয়তো ম্যাচটা বের করে নিয়ে যেতে পারতেন পন্থরা। ১৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। শুরুতেই ধাক্কা দেন ভুবনেশ্বর কুমার। তবে হেনরিক ক্লাসেনের দুর্ধর্ষ ৮১ রানের ইনিংসে ভর করে শেষ অবধি জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। ১০ বাকি থাকতেই টার্গেট পূরণ করে ফেলল প্রোটিয়ারা। এই ম্যাচে জেতার পর সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল প্রোটিয়ারা।
Key Events
দিল্লিতে প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছিল ভারত। রবিরাতেও ফের হারের মুখ দেখল মেন ইন ব্লু। কটকের বারাবাতি স্টেডিয়ামে ৪ উইকেটে টিম ইন্ডিয়াকে হারাল দক্ষিণ আফ্রিকা।
কুইন্টন ডি’ককের জায়গায় আজ সুযোগ পাওয়া হেনরিক ক্লাসেন করেন ৪৬ বলে ৮১ রান। এই ম্যাচ জেতানো ইনিংস গড়ার পথে ক্লাসেনের ব্যাটে এসেছে ৭টি চার ও ৫টি ছয়।
LIVE Cricket Score & Updates
-
৪ উইকেটে জয় দক্ষিণ আফ্রিকার
- ১০ বল বাকি থাকতেই টার্গেট পূরণ করে ফেলল দক্ষিণ আফ্রিকা।
- ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে গেল প্রোটিয়ারা।
-
পার্নেল আউট
১৭.৬ ওভারে ভুবনেশ্বর কুমার তুলে নিলেন পার্নেলের উইকেট। ১ রান করে সাজঘরে ফিরে গেলেন পার্নেল।
-
-
ক্লাসেন আউট
৪৬ বলে ৮১ রান করে মাঠ ছাড়লেন হেনরিক ক্লাসেন। জয়ের সামনে এসে হর্ষল প্যাটেলকে উইকেট দিয়ে বসলেন ক্লাসেন।
-
১৫ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১১৫/৪
- খেলা বাকি ৫ ওভারের
- ম্যাচ জিততে প্রোটিয়াদের এখনও চাই ৩০ বলে ৩৪ রান
- ১৫ ওভারের খেলা শেষ। এই ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছে প্রোটিয়ারা।
-
ক্লাসেনের হাফসেঞ্চুরি
প্রোটিয়াদের প্রথম একাদশে সুযোগ পেয়ে ভারতের বিরুদ্ধে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন হেনরিক ক্লাসেন।
-
-
বাভুমা আউট
তেম্বা বাভুমার উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চাহাল। চতুর্থ উইকেট হারাল প্রোটিয়ারা। ৩০ বলে ৩৫ রান করে মাঠ ছাড়লেন বাভুমা।
-
১০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৫৭/৩
- খেলা বাকি ১০ ওভারের
- শুরুর ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে প্রোটিয়ারা
- ম্যাচ জিততে প্রোটিয়াদের এখনও তুলতে হবে ৬০ বলে ৯২ রান
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ
- প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।
- ক্রিজে রয়েছেন তেম্বা বাভুমা ও হেনরিখ ক্লাসেন
-
ডুসেন আউট
রাসি ভ্যান দার ডুসেনের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। মাত্র ১ রান করে মাঠ ছাড়লেন ডুসেন।
-
৫ ওভারে প্রোটিয়াদের স্কোর ২৮/২
প্রথম ৫ ওভারের খেলা শেষ। ম্যাচ জিততে প্রোটিয়াদের এখনও চাই ৯০ বলে ১২১ রান।
-
প্রিটোরিয়াস আউট
২.৫ ওভারে ভুবনেশ্বর কুমার তুলে নিলেন ডোয়েন প্রিটোরিয়াসের উইকেট। নাকল বল করে প্রিটোরিয়াসকে ফাঁসালেন ভুবি।
-
রিজাকে ফেরালেন ভুবি
ভুবনেশ্বর কুমার শুরুতেই তুলে নিলেন রিজা হেন্ড্রিকসের উইকেট। ৪ রান করে মাঠ ছাড়লেন রিজা।
-
রান তাড়া করতে নামল প্রোটিয়ারা
প্রোটিয়াদের হয়ে ওপেনিংয়ে নামলেন তেম্বা বাভুমা ও রিজা হেন্ড্রিকস।
-
১৪৮ রানে থামল ভারত
নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে ভারত। সিরিজে ২-০ এগিয়ে যাওয়ার জন্য প্রোটিয়াদের তুলতে হবে ১২০ বলে ১৪৯ রান
-
খেলা বাকি আর মাত্র ১ ওভারের
- ১৯ ওভারের খেলা শেষ।
- এখনও অবধি ৬ উইকেট হারিয়ে ১৩০ রান তুলেছে মেন ইন ব্লু।
- শেষের ১ ওভারে আর কত রান তুলতে পারে ভারত, সেদিকে নজর থাকবে।
-
নর্টজের খাতায় অক্ষরের উইকেট
১০ রান করে মাঠ ছাড়লেন অক্ষর প্যাটেল। ছয় নম্বর উইকেট হারাল টিম ইন্ডিয়া।
-
১৫ ওভারে ভারত ১০৪/৫
- ১৫ ওভারের খেলা শেষ।
- ১৫ ওভারের মধ্যে ৫ উইকেট হারিয়ে ১০৪ রান তুলেছে ভারত।
- ক্রিজে রয়েছেন দীনেশ কার্তিক ও অক্ষর প্যাটেল।
-
শ্রেয়স ফিরলেন প্যাভিলিয়নে
পরপর উইকেট হারাচ্ছে ভারত। পিচে অসমান বাউন্স। শ্রেয়সের উইকেট তুলে নিলেন ডোয়েন প্রিটোরিয়াস। অফ স্টাম্পের বাইরের বল শ্রেয়সের ব্যাট ছুয়ে কিপারের গ্লাভসে জমা পড়ল। পঞ্চম উইকেট হারাল মেন ইন ব্লু।
-
হার্দিক আউট
ওয়েন পার্নেল রাউন্ড দ্য উইকেট। বল নীচু হল। লেগস্টাম্প ছিটকে দিল হার্দিক পান্ডিয়ার। ১২ বলে ৯ রান করে মাঠ ছাড়লেন পান্ডিয়া
-
১০ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৭১/৩
- প্রথম ১০ ওভারের খেলা শেষ
- শুরুর ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭১ রান তুলেছে টিম ইন্ডিয়া
- ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডিয়া (২*) ও শ্রেয়স আইয়ার (২৭*)
-
পন্থ আউট
ক্যাপ্টেন ঋষভ পন্থের উইকেট তুলে নিলেন কেশব মহারাজ। মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফিরে গেলেন পন্থ।
-
ঈশান আউট
৩৪ রান করে মাঠ ছাড়লেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ। দ্বিতীয় উইকেট হারাল ভারত।
-
পাওয়ার প্লে শেষ
- পাওয়ার প্লে-র খেলা শেষ
- শুরুর ৬ ওভারের মধ্যে ১ উইকেট হারিয়ে ৪২ রান তুলেছে ভারত
- ক্রিজে রয়েছেন ঈশান কিষাণ (২৯*) ও শ্রেয়স আইয়ার (১১*)
-
৫ ওভারে টিম ইন্ডিয়া ৩১/১
- প্রথম ৫ ওভারের খেলা শেষ
- শুরুর ৫ ওভারের মধ্যে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট হারিয়ে ফেলেছে মেন ইন ব্লু
- ৫ ওভারে ১ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৩১ রান।
-
ঋতুরাজ আউট
ঋতুরাজ গায়কোয়াড়কে সাজঘরে পাঠালেন কাগিসো রাবাডা। ৪ বলে ১ রান করে মাঠ ছাড়লেন ঋতু।
-
টিম ইন্ডিয়ার ইনিংস শুরু
ভারতের হয়ে ওপেনিংয়ে নামলেন ঈশান কিষাণ ও ঋতুরাজ গায়কোয়াড়।
-
দেখে নিন প্রোটিয়াদের প্রথম একাদশ
প্রোটিয়া দলে জোড়া পরিবর্তন।
দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: রিজা হেন্ড্রিকস, তেম্বা বাভুমা (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটকিপার), রাসি ভ্যান দার ডুসেন, ডেভিড মিলার, ডোয়েইন প্রিটোরিয়াস, ওয়েন পার্নেল, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, অনরিখ নর্টজে, তাবরাইজ শামসি।
TEAM ANNOUNCEMENT ?
2⃣ changes➡️ Reeza Hendricks and Heinrich Klaasen are brought in⬅️ Quinton de Kock and Tristan Stubbs miss out
?️ Ball by ball https://t.co/KNz7vLG39F? SuperSport Grandstand 201#INDvSA #BePartOfIt pic.twitter.com/9LFkPOzh3Q
— Cricket South Africa (@OfficialCSA) June 12, 2022
-
দেখে নিন ভারতের প্রথম একাদশ
ভারতের প্রথম একাদশ: ঈশান কিষাণ, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল।
-
টস আপডেট
টসে জিতে শুরুতে ঋষভ পন্থদের ব্যাটিং করতে পাঠালেন তেম্বা বাভুমা।
-
সিরিজে ১-০ পিছিয়ে ভারত
আজ ৫ ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছিল ভারত। রবিরাতে সমতা ফেরাতে চাইবে মেন ইন ব্লু।
-
আর কিছুক্ষণ পর শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচ
কটকের বারাবাতি স্টেডিয়াম তৈরি ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ ম্যাচের জন্য।
Cuttack is ready ✅WE are ready ✅
Let's do this ?#TeamIndia | #INDvSA | @Paytm pic.twitter.com/2o7q2fgVcK
— BCCI (@BCCI) June 12, 2022
-
এক নজরে হেড টু হেড
হেড টু হেডে নজর রাখলে দেখা যাবে, ভারত ও দক্ষিণ আফ্রিকা এর আগে টি-২০ ক্রিকেটে মোট ১৬বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ৯ বার জিতেছে ভারত। আর প্রোটিয়ারা জিতেছে ৭ বার।
Published On - Jun 12,2022 6:00 PM
