IND vs SA, 2nd T20 Highlights: ঘরের মাঠে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ জয় ভারতের

| Edited By: | Updated on: Oct 03, 2022 | 12:09 AM

India vs South Africa 2022, 2nd T20 LIVE Score Updates in Bengali: ভারত (India) বনাম দক্ষিণ আফ্রিকার (South Africa) তৃতীয় টি-২০ (T20) ম্যাচ মঙ্গলবার ইন্দোরে।

IND vs SA, 2nd T20 Highlights: ঘরের মাঠে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ জয় ভারতের
Image Credit source: OWN Photograph

গুয়াহাটি : বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি। চিত্রটা যদিও ভালো নয়। কোনওদিন ব্যাটিং ভালো হয় তো কোনও দিন বোলিং। ব্যাটিংয়ের চিন্তা অনেকটা কমেছে। কিন্তু বোলিং? ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) তিন ম্যাচের টি ২০ সিরিজ ২-০ জিতল ভারত। তিরুবনন্তপুরমে (Thiruvananthapuram) প্রথম ম্যাচে সুইং অস্ত্রে বাজিমাত করেছিল ভারত। অনবদ্য বোলিং করেন তরুণ বাঁ হাতি পেসার অর্শদীপ সিং এবং দীপক চাহার। এদিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬ রানের কষ্টার্জিত জয়। বোর্ডে ২৩৭ রান। দক্ষিণ আফ্রিকা প্রথম ১০ ওভারে ৭০-৩। সেখান থেকে ম্যাচ জেতার মতো পরিস্থিতিতে পৌঁছনো! ডেভিড মিলার-কুইন্টন জুটি তাই করলেন। স্লগ ওভারে ভারতীয় বোলিংয়ের এই যদি চেহারা থাকে, বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশা না করাই শ্রেয়।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 02 Oct 2022 11:14 PM (IST)

    এক নজরে

    • দক্ষিণ আফ্রিকাকে ২৩৮ রানের বড় লক্ষ্য দেয় ভারত
    • প্রথম ১০ ওভারে ৭০-৩ দক্ষিণ আফ্রিকা
    • কুইন্টন ডিকক অর্ধশতরান, ডেভিড মিলার শতরান করেন।
    • শেষ অবধি ২০ ওভারে ২২১-৩ স্কোর দক্ষিণ আফ্রিকার।
    • ১৬ রানের জয়ে সিরিজও ভারতের। ঘরের মাঠে প্রথমবার টি ২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত।
  • 02 Oct 2022 09:07 PM (IST)

    ভয় ধরিয়ে ক্যাচ

    রিলি রোসোর শট উচুঁতে। সহজ ক্যাচ। ডিকের হাত থেকে ফসকে যাচ্ছিল। তিন বারের চেষ্টায় বল জমল হাতে। দ্বিতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

  • 02 Oct 2022 09:05 PM (IST)

    অর্শদীপের ধাক্কা

    স্পেলের দ্বিতীয় বলেই উইকেট। তেম্বা বাভুমাকে ফেরালেন অর্শদীপ সিং।

  • 02 Oct 2022 08:54 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার।
    • প্রথমে ব্যাট করে বারবার সমস্যায় পড়েছে ভারত।
    • এ দিন অনবদ্য শুরু দিলেন রোহিত, রাহুল।
    • রাহুল, সূর্যর অর্ধশতরান, বিরাটের অনবদ্য ইনিংস।
    • নির্ধারিত ২০ ওভারে ২৩৭ এর বিশাল স্কোর ভারতের
    • দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটিই ভারতের সর্বাধিক স্কোর।
  • 02 Oct 2022 08:24 PM (IST)

    রাতেও সূর্যর প্রখর তেজ

    মাত্র ১৮ বলে অর্ধশতরান সূর্য কুমার যাদবের। আন্তর্জাতিক কেরিয়ারে হাজার রানের মাইলফলকও পেরিয়েছেন এই ম্যাচে।

  • 02 Oct 2022 07:55 PM (IST)

    ছয় মেরে অর্ধশতরান

    মাত্র ২৪ বলে অর্ধশতরানে পৌঁছলেন লোকেশ রাহুল। গত ম্যাচে অপরাজিত অর্ধশতরান করলেও মন্থর ইনিংস ছিল। এ দিন বিধ্বংসী মেজাজে রাহুল। যদিও এরপরই সুইপ খেলতে গিয়ে লেগ বিফোর। রিভিউ নিয়েও লাভ হয়নি।

  • 02 Oct 2022 07:51 PM (IST)

    ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা

    অনবদ্য ওপেনিং জুটি ভাঙল দশম ওভারে। ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা। জুটিতে ৯৬ রান যোগ করে রোহিত-রাহুল। ৩৭ বলে ৪৩ রানে ফিরলেন রোহিত।

  • 02 Oct 2022 07:35 PM (IST)

    মাঠে সাপ

    গুয়াহাটির মাঠে সাপ। খেলা কিছুক্ষণ বন্ধ। মাঠকর্মীরা ছুটছেন সাপ তাড়াতে।

  • 02 Oct 2022 07:29 PM (IST)

    পাওয়ার প্লে-আপডেট

    প্রথমে ব্যাট করলে বারবার সমস্য়ায় পড়েছে ভারত। গুয়াহাটিতে টস হারতেই চিন্তা ছিল, কেমন শুরু দিতে পারবেন ওপেনাররা। এখনও অবধি অনবদ্য লোকেশ রাহুল এবং অধিনায়ক রোহিত শর্মা। বিনা উইকেটে ৫৭ রান তুলেছে ভারত।

  • 02 Oct 2022 06:36 PM (IST)

    একাদশ আপডেট

    ভারত : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, হর্ষল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, অর্শদীপ সিং

    দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি'কক, তেম্বা বাভুমা, রিলি রোসো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, অনরিখ নর্টজে, লুনগি এনগিডি

  • 02 Oct 2022 06:32 PM (IST)

    টস আপডেট

    তেম্বা বাভুমা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। প্রথমে ব্যাট করতে হবে ভারতকে। কতটা স্কোর সুরক্ষিত, ধাঁধায় রোহিত। ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে নামছে। দক্ষিণ আফ্রিকা একাদশে একটা পরিবর্তন।

  • 02 Oct 2022 06:22 PM (IST)

    কিছুক্ষণের অপেক্ষা

    ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-২০ শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। এখনও অবধি গুয়াহাটির আবহাওয়া খুবই ভালো। সঠিক সময়েই টস এবং ম্যাচে শুরু হবে।

Published On - Oct 02,2022 6:00 PM

Follow Us: