IND vs SA 2nd Test Day 3 Highlights: তৃতীয় দিনের শেষে প্রোটিয়াদের স্কোর ১১৮/২, ম্যাচ জিততে চাই ১২২ রান

| Edited By: | Updated on: Jan 05, 2022 | 9:42 PM

India vs South Africa 2nd Test Day 3 Live Score: জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা।

IND vs SA 2nd Test Day 3 Highlights: তৃতীয় দিনের শেষে প্রোটিয়াদের স্কোর ১১৮/২, ম্যাচ জিততে চাই ১২২ রান
জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে মুখোমুখি ভারত-দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গ: সেঞ্চুরিয়ন টেস্ট দাপটের সঙ্গে জিতলেও, জোহানেসবার্গের টেস্টের ফল এখনও বোঝা যাচ্ছে না। ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট (Test) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে। পিঠের চোটের কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর বদলে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন কেএল রাহুল। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন লোকেশ রাহুল। ২০২ রানে অল আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। পয়া মাঠ জো’বার্গে খুব বেশি রান তুলতে পারল না লোকেশ রাহুলের দল। ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন অধিনায়ক কেএল রাহুল (৫০)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন (৪৬)। প্রোটিয়াদের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন মার্কো জেনসেন (৪টি)। এবং ৩টি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা ও ডুয়ান অলিভিয়ের।

২২৯ রানে শেষ হয় প্রোটিয়াদের প্রথম ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেছেন কেগান পিটারসেন (৬২)। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তেম্বা বাভুমা (৫১)। ৭টি উইকেট নিলেন শার্দূল ঠাকুর। এটাই কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স শার্দূলের। ২টি উইকেট পেয়েছেন মহম্মদ সামি একটি উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা।

দ্বিতীয়  ইনিংসে ২৬৬ রানে থামল টিম ইন্ডিয়া। রাহানে-পূজারারা ২৪০ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তৃতীয় দিনের শেষে প্রোটিয়াদের স্কোর ২ উইকেটে ১১৮। ক্রিজে ক্যাপ্টেন ডিন এলগার (৪৬*) এবং রাসি ভ্যান দার দুসেন (১১*)। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে শেষ দু’দিনে দক্ষিণ আফ্রিকাকে তুলতে হবে ১২২ রান। আর টিম ইন্ডিয়ার চাই ৮ উইকেট।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 05 Jan 2022 09:02 PM (IST)

    তৃতীয় দিনের খেলা শেষ

    ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে শেষ দু’দিনে দক্ষিণ আফ্রিকাকে তুলতে হবে ১২২ রান। আর টিম ইন্ডিয়ার চাই ৮ উইকেট।

  • 05 Jan 2022 09:01 PM (IST)

    ৪০ ওভারে দক্ষিণ আফ্রিকা ১১৮/২

    সিরিজে সমতা ফেরাতে প্রোটিয়াদের এখনও তুলতে হবে ১১২ রান।

  • 05 Jan 2022 08:37 PM (IST)

    ৩৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ১০৮/২

    তৃতীয় সেশনের খেলা চলছে। ২ উইকেট হারিয়ে এগিয়ে চলেছে দক্ষিণ আফ্রিকা।

  • 05 Jan 2022 08:15 PM (IST)

    ৩০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৯৯/২

    প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে ৩০ ওভারের খেলা শেষ। ৩০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ২ উইকেটে ৯৯।

  • 05 Jan 2022 08:03 PM (IST)

    পিটারসেন আউট

    কেগান পিটারসেনের উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ২৮ রান করে সাজঘরে ফিরলেন পিটারসেন।

  • 05 Jan 2022 07:53 PM (IST)

    ২৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮৯/১

    ম্যাচ জিততে প্রোটিয়াদের চাই ১৫১ রান। পিটারসেন-এলগার জুটিতে এগিয়ে চলেছে দক্ষিণ আফ্রিকা।

  • 05 Jan 2022 07:33 PM (IST)

    ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৭৭/১

    তৃতীয় সেশনের খেলা চলছে। উইকেটের খোঁজে ভারত। কেগান পিটারসেন রয়েছেন ১৮ রানে এবং ডিন এলগার ব্যাট করছেন ২৭ রানে।

  • 05 Jan 2022 07:08 PM (IST)

    ১৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ৬০/১

    ১৫ ওভারে প্রোটিয়াদের স্কোর ১ উইকেটে ৬০। ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার চাই ১৮০ রান

    পিটারসেন ৯*, এলগার ১৯*

  • 05 Jan 2022 06:45 PM (IST)

    ১০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৪৭/১

    তৃতীয় সেশনের খেলা চলছে। ১০ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪৭/১।

  • 05 Jan 2022 06:44 PM (IST)

    মার্করাম আউট

    শার্দূল ঠাকুরের বলে এলবিডব্লিউ হলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম। ৩১ রান করে সাজঘরে ফিরলেন মার্করাম।

  • 05 Jan 2022 06:32 PM (IST)

    চা বিরতির পর খেলা শুরু

    তৃতীয় সেশনের খেলা শুরু হল। ক্রিজে এলগার-মার্করাম

  • 05 Jan 2022 06:12 PM (IST)

    চা বিরতি

    চা বিরতিতে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ৩৪। ক্রিজে ডিন এলগার (১০*) ও এইডেন মার্করাম (২৪*)।

  • 05 Jan 2022 06:08 PM (IST)

    ৫ ওভারে দক্ষিণ আফ্রিকা ২৫/০

    প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে প্রোটিয়ারা তুলেছে ২৫ রান।

  • 05 Jan 2022 05:38 PM (IST)

    দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস শুরু

    ওপেনিংয়ে নামলেন ডিন এলগার ও এইডেন মার্করাম।

  • 05 Jan 2022 05:30 PM (IST)

    ভারতের দ্বিতীয় ইনিংস শেষ

    ২৬৬ রানে দ্বিতীয় ইনিংসে থামল টিম ইন্ডিয়া। এই মুহূর্তে ২৩৯ রানে এগিয়ে রয়েছে ভারত। ফলে ২৪০ রান তুলতে পারলেই সিরিজে সমতা ফেরাতে পারবে দক্ষিণ আফ্রিকা।

  • 05 Jan 2022 05:10 PM (IST)

    জশপ্রীত বুমরা আউট

    লুনগি এনগিডির বলে আউট হলেন জশপ্রীত বুমরা। ৭ রান করে আউট হলেন তিনি

  • 05 Jan 2022 04:48 PM (IST)

    মহম্মদ সামি আউট

    মহম্মদ সামিকে ফেরালেন মার্কো জেনসেন। আট নম্বর উইকেট হারাল ভারত।

  • 05 Jan 2022 04:43 PM (IST)

    ২০০ রানে এগিয়ে গেল ভারত

    এই মুহূর্তে ২০০ রানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ক্রিজে মহম্মদ সামি ও হনুমা বিহারি

  • 05 Jan 2022 04:40 PM (IST)

    ৫০ ওভারে টিম ইন্ডিয়া ২২৫/৭

    হনুমা বিহারি ও শার্দূল ঠাকুর জুটি ভাঙলেন জেনসেন। এই মুহূর্তে ১৯৮ রানে এগিয়ে ভারত

  • 05 Jan 2022 04:40 PM (IST)

    শার্দূল আউট

    সপ্তম উইকেট হারাল ভারত। শার্দূল ঠাকুরকে সাজঘরে পাঠালেন মার্কো জেনসেন। ২৮ রান করে সাজঘরে ফিরলেন শার্দূল

  • 05 Jan 2022 04:15 PM (IST)

    ৪৫ ওভারে ভারত ১৮৮/৬

    দ্বিতীয় সেশনের খেলা শুরু হয়েছে। ৪৫ ওভারে ভারতের স্কোর ৬ উইকেটে ১৮৮।

  • 05 Jan 2022 04:10 PM (IST)

    দ্বিতীয় সেশনের খেলা শুরু

    লাঞ্চ বিরতির পর দ্বিতীয় সেশনের খেলা শুরু হল। ক্রিজে হনুমা বিহারি ও শার্দূল ঠাকুর।

  • 05 Jan 2022 03:33 PM (IST)

    লাঞ্চ বিরতি

    লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৬ উইকেটে ১৮৮। এই মুহূর্তে প্রোটিয়াদের থেকে ১৬১ রানে এগিয়ে রয়েছে ভারত। প্রথম সেশন থেকে ৪টি উইকেট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়া করেছে ১০৩ রান।

  • 05 Jan 2022 03:27 PM (IST)

    অশ্বিন আউট

    লুনগি এনগিডি ফেরালেন রবিচন্দ্রন অশ্বনিকে। ১৬ রান করে সাজঘরে ফিরলেন তিনি।

  • 05 Jan 2022 03:10 PM (IST)

    ৪০ ওভারে ভারত ১৬৭/৫

    পরপর উইকেট হারাচ্ছে ভারত। প্রথম সেশনে এখনও পর্যন্ত তিনটি উইকেট নিয়েছেন কাগিসো রাবাডা। ৪০ ওভারে টিম ইন্ডিয়ার স্কোর ৫ উইকেটে ১৬৭

  • 05 Jan 2022 03:03 PM (IST)

    পন্থের উইকেট রাবাডার খাতায়

    কোনও রান না করেই সাজঘরে ফিরলেন ঋষভ পন্থ। সেই কাগিসো রাবাডাই ফেরালেন পন্থকে।

  • 05 Jan 2022 02:54 PM (IST)

    পূজারা ফিরলেন সাজঘরে

    অজিঙ্ক রাহানের পর চেতেশ্বর পূজারার উইকেট হারাল ভারত। কাগিসো রাবাডা ফেরালেন পূজারাকে। ৫৩ রান করে প্যাভিলিয়নে ফিরলেন পূজারা।

  • 05 Jan 2022 02:42 PM (IST)

    ৩৫ ওভারে ভারত ১৫৫/৩

    রাহানে-পূজারা জুটি ভাঙলেন কাগিসো রাবাডা।

  • 05 Jan 2022 02:41 PM (IST)

    রাহানে আউট

    পূজারা-রাহানে জুটি ভাঙলেন কাগিসো রাবাডা। তৃতীয় উইকেট হারাল ভারত। ৫৮ রান করে সাজঘরে ফিরলেন রাহানে।

  • 05 Jan 2022 02:25 PM (IST)

    রাহানের হাফসেঞ্চুরি

    জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন অজিঙ্ক রাহানে। ৬৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন রাহানে।

  • 05 Jan 2022 02:15 PM (IST)

    ৩০ ওভারে ভারত ১৩৭/২

    তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা চলছে। রাহানে-পূজারা জুটিতে এগিয়ে চলেছে টিম ইন্ডিয়া।

  • 05 Jan 2022 02:14 PM (IST)

    পূজারার হাফসেঞ্চুরি

    জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন চেতেশ্বর পূজারা। ৬২ বলে ৫০ রান পূর্ণ করলেন পূজারা।

  • 05 Jan 2022 01:31 PM (IST)

    তৃতীয় দিনের খেলা শুরু

    জো’বার্গে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু। ক্রিজে চেতেশ্বর পূজারা-অজিঙ্ক রাহানে।

  • 05 Jan 2022 12:53 PM (IST)

    টিম টকের মুহূর্ত

    কিছুক্ষণ পরই শুরু হবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

  • 05 Jan 2022 12:40 PM (IST)

    ৭ উইকেট নিয়ে কী বললেন লর্ড শার্দূল?

    ৭ উইকেট নিয়ে কী বললেন লর্ড শার্দূল? দেখুন ভিডিও

Published On - Jan 05,2022 12:30 PM

Follow Us: