জোহানেসবার্গ: সেঞ্চুরিয়ন টেস্টে জিতে এই মুহূর্তে ১-০ এগিয়ে রয়েছে ভারত (India)। আজ থেকে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) তিন ম্যাচের টেস্ট (Test) সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রোটিয়াদের দেশে এসেছিলেন বিরাট কোহলিরা। দক্ষিণ আফ্রিকার গড়ে ডিন এলগারর বড় ব্যবধানে হারিয়ে সিরিজ শুরু করেছেন সামি-বুমরারা। এ বার জো’বার্গে সিরিজ মুঠোয় ভরে নিতে চায় ভারত। টিম ইন্ডিয়ার কাছে পয়া মাঠ জো’বার্গ। ফলে পয়া মাঠেই ইতিহাস তৈরি করতে মরিয়া। সিরিজ জিতে দেশে ফেরাই একমাত্র লক্ষ্য দ্রাবিড়ের দলের।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি কবে শুরু হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি আজ সোমবার (৩ জানুয়ারি) হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ম্যাচটি কোথায় হবে?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ম্যাচটি স্টেডিয়ামে জোহানেসবার্গের ইম্পেরিয়াল ওয়ান্ডারার্স স্টেডিয়ামে (Imperial Wanderers Stadium) হবে।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে দুপুর ১.৩০ মিনিটে। ম্যাচের আগে ১টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: India vs South Africa: বিতর্কের মাঝেও নেতা বিরাটের স্তুতি দ্রাবিড়ের মুখে