India vs South Africa: বিতর্কের মাঝেও নেতা বিরাটের স্তুতি দ্রাবিড়ের মুখে

রাহুলের সংসারে নেতা বিরাট সবসময়ই আলাদা গুরুত্ব। সে প্রসঙ্গে দ্রাবিড় বলেন, 'ওর নেতাসুলভ মনোভাব আমাকে মুগ্ধ করেছে। দক্ষিণ আফ্রিকায় প্রায় কুড়ি দিন ধরে একসঙ্গে আছি। ওকে নিয়ে যতই বিতর্ক উঠুক, যে ভাবে দলরে সঙ্গে মিশে আছে তা তারিফযোগ্য। ও যেভাবে দলকে প্রতিটা ক্ষেত্রে উদ্বুদ্ধ করে তা দেখার মতো। প্রত্যেকের সঙ্গে আলাদা ভাবে কথা বলে। নিজেও কঠোর পরিশ্রম করে। বিরাট একজন সত্যিকারের নেতা। ওর সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে।'

India vs South Africa: বিতর্কের মাঝেও নেতা বিরাটের স্তুতি দ্রাবিড়ের মুখে
বিরাট কোহলি ও রাহুল দ্রাবিড়। ছবি: টুইটার
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2022 | 4:57 PM

জোহানেসবার্গ: ওয়ান্ডারার্সের (Wanderers) উইকেট সব সময়ই ভারতের পক্ষে। এই মাঠে কোনওদিন হারেনি ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-০ এগিয়ে থাকা কোহলিরা (Virat Kohli) পয়া ওয়ান্ডারার্সেই সিরিজ জিতে ফেলতে চান। প্রোটিয়া সফরে কোনও দিন টেস্ট সিরিজ জেতেনি ভারত। এ বার সেই হাতছানি কোহলিদের সামনে। দীর্ঘ কয়েক দশকের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করতে চান বিরাট-রাহুলরা।

২ বছর হয়ে গেল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে সেঞ্চুরি আসেনি। নতুন বছরে কি সেঞ্চুরি আসবে কোহলির ব্যাট থেকে? সেই প্রশ্নের উত্তর খুঁজছে ক্রিকেটমহল। কোহলিভক্তরাও আশাবাদী, শীঘ্রই সেঞ্চুরি পাবেন বিরাট। কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) তার ব্যতিক্রম নন। দ্বিতীয় টেস্টের আগে দ্রাবিড় বলেন, ‘দীর্ঘ ক্রিকেটজীবনে প্রত্যেকেরই খারাপ সময় আসে। এটা প্রত্যাশিত। তবে আমি আশাবাদী, শীঘ্রই বিরাট বড় রান করবে। সেটার জন্য ও খুব পরিশ্রমও করছে। ও জানে কি ভাবে রান করতে হয়। ভালো ব্যাটিং করলেও বড় স্কোর হয়না, কখনও সখনও এমনটা হয়। ওর রানে ফেরা শুধু সময়ের অপেক্ষা।’

নেতা বিরাট কোহলিকে নিয়ে ভারতীয় ক্রিকেটে যতই বিতর্ক তৈরি হোক, কোচ রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন কোহলিতে মজেছেন। রাহুলের সংসারে নেতা বিরাট সবসময়ই আলাদা গুরুত্ব। সে প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘ওর নেতাসুলভ মনোভাব আমাকে মুগ্ধ করেছে। দক্ষিণ আফ্রিকায় প্রায় কুড়ি দিন ধরে একসঙ্গে আছি। ওকে নিয়ে যতই বিতর্ক উঠুক, যে ভাবে দলরে সঙ্গে মিশে আছে তা তারিফযোগ্য। ও যেভাবে দলকে প্রতিটা ক্ষেত্রে উদ্বুদ্ধ করে তা দেখার মতো। প্রত্যেকের সঙ্গে আলাদা ভাবে কথা বলে। নিজেও কঠোর পরিশ্রম করে। বিরাট একজন সত্যিকারের নেতা। ওর সঙ্গে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে।’

সেঞ্চুরিয়নে (Centrurion) ভারত বড় ব্যবধানে জিতলেও, মিডল অর্ডার ব্যর্থ হয়। দ্রাবিড় আশাবাদী, ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াবে ভারতের মিডল অর্ডার। পূজারা রানের মধ্যে না থাকলেও, তাঁকে নিয়েও আশার কথা শোনান টিম ইন্ডিয়ার কোচ। ওয়ান্ডারার্সের উইকেট দেখে খুশি ভারতীয় দলের কোচ। তবে সব কিছুর মধ্যেও ভারতীয় দলকে ভাবাচ্ছে স্লো ওভাররেট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই নিয়ে ২ বার ভারতের পয়েন্ট কাটা গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১ পয়েন্ট কাটা যাওয়ার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ২ পয়েন্ট কাটা যায় কোহলিদের। দ্রাবিড় বলেন, ‘আমাদের সত্যিই এই বিষয়টার দিকে নজর দেওয়া উচিত। আমরা চেষ্টা করছি, যাতে ওভার শর্ট না হয়। কিন্তু ৪ পেসার নিয়ে খেললে কখনও কখনও নির্দিষ্ট সময়ের মধ্যে সব ওভার শেষ করা সম্ভব হয়না। আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতে হবে। এক একটা পয়েন্ট নষ্ট হওয়া মানে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল থেকে পিছিয়ে যাওয়া।’

দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে এখনও বিরাট কোহলিকে কোনও সাংবাদিক সম্মেলনে দেখা যায়নি। সেই প্রসঙ্গে দ্রাবিড়ের উত্তর, ‘কোনও নির্দিষ্ট কারণ নেই। এই বিষয়টা আমি ঠিক করি না। তবে কেপটাউনে শততম টেস্ট খেলতে নামবে কোহলি। তখনই হয়তো সাংবাদিক সম্মেলনে বিরাটকে আনা হবে।’

জোহানেসবার্গে (Johanesburg) ভারতের প্রথম একাদশ কি হবে তা নিয়ে অবশ্য কোনও কথা বলেননি দ্রাবিড়। একই সঙ্গে সামি-বুমরাদের প্রশংসাও শোনা যায় ভারতীয় দলের কোচের মুখে।

আরও পড়ুন: India vs South Africa: পয়া ওয়ান্ডারার্সে জোড়া রেকর্ডের সামনে বিরাট