Watch Video: IPL ম্যাচের মাঝে ঘুড়ি ওড়ালেন ঋষভ পন্থ, কৈশোরে ফিরলেন রোহিতও
DC vs MI, IPL 2024: দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে হাসি ফুটল ঋষভ পন্থের (Rishabh Pant) টিমের। ম্যাচের মাঝে অবশ্য দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ঋষভ পন্থের মনোসংযোগ নষ্ট হয়েছিল। তাতে আবার যুক্ত রোহিত শর্মাও (Rohit Sharma)। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল।
কলকাতা: মধুর প্রতিশোধ কারে কয়? বিপক্ষের মাঠে হেরে এসে যখন হোম ম্যাচে কোনও টিম বদলা নিতে সফল হয়। চলতি আইপিএলে (IPL) প্রথম লেগের ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিতেছিল হার্দিক পান্ডিয়ার টিম। এ বার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে হাসি ফুটল ঋষভ পন্থের (Rishabh Pant) টিমের। ম্যাচের মাঝে অবশ্য দিল্লি ক্যাপিটালসের ক্যাপ্টেন ঋষভ পন্থের মনোসংযোগ নষ্ট হয়েছিল। তাতে আবার যুক্ত রোহিত শর্মাও (Rohit Sharma)। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল।
আসলে মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস চলাকালীন একটি ভোকাট্টা ঘুড়ি হঠাৎ রোহিত শর্মার কাছে আসে। দিল্লির দেওয়া ২৫৮ রানের টার্গেট তাড়া করতে যখন নামে মুম্বই ইন্ডিয়ান্স সেই সময় (ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলের আগে) রোহিতের সামনে একটি কাটা ঘুড়ি এসে পড়ে। তিনি সেটি ঋষভ পন্থের হাতে তুলে দেন। ঘুড়িটি পেয়ে পন্থ উইকেটকিপিং গ্লাভস খুলে সেটি ওড়াতে থাকেন। রোহিত-পন্থকে দেখে বোঝা যাচ্ছিল তাঁরা কৈশোরে ফিরে গিয়েছেন।
Rohit Sharma giving Rishabh Pant the kite – Pant flying it. 😄👌 pic.twitter.com/uqxmmcLBGE
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 27, 2024
ছেলেবেলায় অনেক বাচ্চাই ঘুড়ি ওড়ায়। ছুটির দিনে বাড়ির ছাদে উঠে ঘুড়ি ওড়ানোর মজাটা বাচ্চাদের কাছে আলাদাই। শুধু বাচ্চারাই নয়, বড়রাও ঘুড়ি ওড়ালে মজা করেন, আনন্দ পান। এ তো ঘুড়ি ওড়ানোর আনন্দের কথা। দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, মুম্বই টস জিতে প্রথমে ফিল্ডিং করে। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৪ উইকেটে ২৫৭ রান তোলে দিল্লি। এরপর ৯ উইকেটে ২৪৭ রান তুলে মুম্বই থামে। যার ফলে ১০ রানে ম্যাচ জিতে নিল দিল্লি।
Rishabh Pant Playing with Kite 😂😂🤣#DCvsMI #RohitSharma pic.twitter.com/BUWLnBKp43
— scOut Op (@ScOutoppp69) April 27, 2024