India vs South Africa T20 2024: সেঞ্চুরিয়নে থেকেও নেই ডিআরএস! ভারতীয় শিবিরে অস্বস্তি…

Nov 13, 2024 | 9:36 PM

IND vs SA 3rd T20I 2024: টানা তিন ম্যাচে টস জিতেছেন প্রোটিয়া ক্যাপ্টেন এইডেন মার্কব়্যাম। গত দু-ম্যাচের মতোই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ভারতের ব্যাটিং শুরু হয়। ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতেই শূন্য রানে ফেরেন সঞ্জু স্যামসন। যা নিয়ে অস্বস্তি ছিলই। তার কিছুক্ষণের মধ্যে অস্বস্তি বাড়ে অনফিল্ড আম্পায়ারের কথায়।

India vs South Africa T20 2024: সেঞ্চুরিয়নে থেকেও নেই ডিআরএস! ভারতীয় শিবিরে অস্বস্তি...
Image Credit source: BCCI

Follow Us

সাউন্ডবক্স সমস্যার পর ডিআরএস। ফের অস্বস্তি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে। ডারবানে প্রথম টি-টোয়েন্টিতে ভারতের জাতীয় সঙ্গীতের সময় মাঠের সাউন্ডবক্সে সমস্যা হয়। ভারতের জাতীয় সঙ্গীত শুরু হলেও দ্রুত বন্ধ হয়ে যায়। ভারতীয় প্লেয়াররা অবশ্য থামেননি। তাঁরা গাইতে থাকেন। কিছুক্ষণ পর তা ঠিক হলেও আবারও সমস্যা হয়। গ্যালারিতে থাকা ক্রিকেট প্রেমীরাও অস্বস্তিতে পড়েন। সূর্য, হার্দিকরা নিজেদের মতো জাতীয় সঙ্গীত গেয়েছিলেন। সেঞ্চুরিয়নে তৃতীয় টি-টোয়েন্টিতে সমস্যা ডিআরএস টেকনোলজি নিয়ে।

টানা তিন ম্যাচে টস জিতেছেন প্রোটিয়া ক্যাপ্টেন এইডেন মার্কব়্যাম। গত দু-ম্যাচের মতোই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ভারতের ব্যাটিং শুরু হয়। ইনিংসের দ্বিতীয় ডেলিভারিতেই শূন্য রানে ফেরেন সঞ্জু স্যামসন। যা নিয়ে অস্বস্তি ছিলই। তার কিছুক্ষণের মধ্যে অস্বস্তি বাড়ে অনফিল্ড আম্পায়ারের কথায়। ভারতীয় ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম ডেলিভারির সময় অনফিল্ড আম্পায়ার ব্যাটারদের জানান, এই মুহূর্তে ডিআরএস টেকনোলজি সমস্যা রয়েছে।

এই প্রথম নয়। ভারতের গত দক্ষিণ আফ্রিকা সফরেও এই সমস্যা হয়েছিল। দীর্ঘ সময়ের জন্য ডিআরএস টেকনোলজি ডাউন ছিল। সে সময় একটি উইকেট থেকে বঞ্চিত হয়েছিলেন রবীন্দ্র জাডেজা। এ বার ব্যাটারদের ক্ষেত্রে যদিও এমন কিছু ঘটেনি। অন্তত পাওয়ার প্লে-অবধি সব ঠিকঠাকই রয়েছে। অভিষেক শর্মা এবং ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়ে তিনে আসা তিলক ভার্মার সৌজন্যে পাওয়ার প্লে-তে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলে নিয়েছে ভারত। তবে আন্তর্জাতিক ম্যাচে দীর্ঘ সময় ডিআরএস না থাকাটা সমস্যার। অস্বতিরও।

Next Article