India vs Sri Lanka 2nd Test Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দিনরাতের টেস্ট ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 12, 2022 | 8:00 AM

হাউসফুল গ্যালারিতে গোলাপি বল টেস্টের অপেক্ষায় রয়েছে বেঙ্গালুরু। আজ, শনিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ।

India vs Sri Lanka 2nd Test Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দিনরাতের টেস্ট ম্যাচ
India vs Sri Lanka 2nd Test Live Streaming: জেনে নিন কখন কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দিনরাতের টেস্ট ম্যাচ

Follow Us

বেঙ্গালুরু: হাউসফুল গ্যালারিতে গোলাপি বল টেস্টের অপেক্ষায় রয়েছে বেঙ্গালুরু। আজ, শনিবার থেকে বেঙ্গালুরুতে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। ভারতের নতুন ক্যাপ্টেন রোহিত শর্মার (Rohit Sharma) অধীনে, তিন ম্যাচের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছিল টিম ইন্ডিয়া। মোহালিতে বিরাট কোহলির কেরিয়ারের শততম টেস্টে প্রথম বার ভারতের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছিলেন রোহিত। আর তাতেও জিতেছে টিম ইন্ডিয়া। তিন দিনে শেষ হয়ে যায় মোহালি টেস্ট। এক ইনিংসে ও ২২২ রানে প্রথম টেস্ট জেতে রোহিতের ভারত। বেঙ্গালুরু বিরাট কোহলির কাছে ‘সেকেন্ড হোম’। দিন রাতের টেস্টে যাবতীয় নজর থাকবে তাঁর দিকেও। ২ বছরের ওপর সেঞ্চুরির দেখা পাননি কোহলি। বেঙ্গালুরুতে দিন রাতের টেস্টে কি বিরাটের সেঞ্চুরি খরা কাটবে? হাউসফুল চিন্নাস্বামীতে সেই আশায় বুক বেঁধেই গ্যালারি ভরাতে চলেছেন দর্শকরা।

হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এখনও পর্যন্ত ভারত-শ্রীলঙ্কা ৪৫ টি টেস্টে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ভারত জিতেছে ২১ বার। শ্রীলঙ্কা জিতেছে ৭ বার এবং ম্যাচ ড্র হয়েছে ১৭ বার। এ ছাড়া ভারতের মাটিতে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। তার মধ্যে ১১ বার জিতেছে ভারত এবং ৯ বার ম্যাচ ড্র হয়েছে। ফলে ভারতের মাটিতে ভারতকে এক বারও টেস্টে হারাতে পারেননি লঙ্কান ক্রিকেটাররা।

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচটি কবে হবে?

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচটি আজ শনিবার (১২ মার্চ) হবে।

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচটি কোথায় হবে?

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচটি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে।

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে দুপুর ২টো নাগাদ। ম্যাচের আগে ১.৩০ মিনিটে টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি ম্যাচের লাইভ আপডেট পাওয়া যাবে TV9 Bangla ওয়েবসাইটে।

আরও পড়ুন: India vs Sri Lanka: হাউসফুল চিন্নাস্বামীতেই বিরাটদের দিন রাতের টেস্ট

আরও পড়ুন: India vs Sri Lanka: ‘গোলাপি বলে এখনও আমরা নতুন’, বললেন বুমরা

আরও পড়ুন: Sachin Tendulkar: সচিনের কাছে বিশেষ অনুশীলনে স্বপ্নপূরণ কলকাতার খুদের

Next Article