AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs SL, 3rd ODI Highlights: শ্রীলঙ্কা ইনিংস শেষ, ৩১৭ রানে জয়ী ভারত

| Edited By: | Updated on: Jan 15, 2023 | 9:18 PM
Share

India vs Sri Lanka Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম শ্রীলঙ্কা (Sri Lanka) তৃতীয় ওডিআই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

IND vs SL, 3rd ODI Highlights: শ্রীলঙ্কা ইনিংস শেষ, ৩১৭ রানে জয়ী ভারত
Image Credit: OWN Photograph

তিরুবনন্তপুরম : এক ম্যাচ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছিল ভারত। এ বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্লিন সুইপেই মূল নজর ছিল। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে তৃতীয় ওয়ান ডে-তে এমন দাপট দেখা যাবে, সেটা হয়তো ভাবা যায়নি। গুয়াহাটিতে হাইস্কোরিং ম্যাচে জিতে সিরিজ শুরু করেছিল ভারত। গত ম্যাচে ইডেন গার্ডেন্সে তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে খেই হারিয়েছিল টিম ইন্ডিয়া। লোকেশ রাহুলের পরিণত ইনিংস এবং হার্দিক, শ্রেয়সদের সৌজন্যে ম্যাচ এবং সিরিজ জেতে ভারত। তিরুবনন্তপুরমে ৩১৭ রানের রেকর্ড ব্যবধানে জিতে শ্রীলঙ্কাকে ক্লিন সুইপ করল ভারত। সিরিজের দ্বিতীয়, কেরিয়ারের ৪৬তম ওডিআই এবং ৭৪তম আন্তর্জাতিক শতরান করলেন বিরাট কোহলি। শুভমন গিলও কেরিয়ারের দ্বিতীয় ওডিআই সেঞ্চুরি করলেন। গত ম্যাচে চাহালের পরিবর্তে সুযোগ পেয়েই ম্যাচের সেরার পুরস্কার জিতেছিলেন বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব। এ দিনও অনবদ্য বোলিং করলেন কুলদীপ। বল হাতে সবচেয়ে সফল সিরাজ। ভারত-শ্রীলঙ্কা তৃতীয় ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 15 Jan 2023 08:33 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে প্রথমে ব্য়াট করে ভারত।
    • বিরাট কোহলি ও শুভমন গিলের শতরানে শ্রীলঙ্কাকে ৩৯১ রানের বড় লক্ষ্য দেয় ভারত।
    • বাউন্ডারি বাঁচাতে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে চোট পান আসেন বান্দারা ও জেফরি ভ্য়ানডারসে।
    • বান্দারা ব্যাট করতে পারেননি। ভ্যানডারসের কনকাশন পরিবর্ত হিসেবে নামেন ওয়েলাগে।
    • মহম্মদ সিরাজ ৪ উইকেট নেন। একটি রানআউটও করেন।
    • মহম্মদ সামি এবং কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন।
    • শ্রীলঙ্কা ইনিংস শেষ মাত্র ৭৩ রানেই।
    • ভারত ৩১৭ রানের ব্য়বধানে জেতে।
    • রানের নিরিখে ওয়ান ডে ক্রিকেটে এটিই সবচেয়ে বড় জয়।
    • ভারত ৩-০ ব্যবধানে সিরিজ জিতল।
  • 15 Jan 2023 07:45 PM (IST)

    শ্রীলঙ্কা ইনিংস শেষ, জয়ী ভারত

    শ্রীলঙ্কা ইনিংস শেষ, ৩১৭ রানে জয়ী ভারত।

  • 15 Jan 2023 07:15 PM (IST)

    অষ্টম উইকেট হারাল শ্রীলঙ্কা

    ১৬ ওভারেই অষ্টম উইকেট হারাল শ্রীলঙ্কা।

  • 15 Jan 2023 06:53 PM (IST)

    রান আউট চামিকা

    রান আউট চামিকা করুণারত্নে।

  • 15 Jan 2023 06:42 PM (IST)

    আবার উইকেটের পতন শ্রীলঙ্কার

    ৩৭ রানের মাথায় আউট ওয়ানেন্দু হাসারাঙ্গা।

  • 15 Jan 2023 06:31 PM (IST)

    আরও এক উইকেট হারাল শ্রীলঙ্কা

    ৩৫ রান করে মাঠ ছাড়লেন নুয়ান্দু ফার্নান্দো।

  • 15 Jan 2023 06:14 PM (IST)

    আউট কুশল মেন্ডিস

    সিরাজের বলে আউট কুশল মেন্ডিস।

  • 15 Jan 2023 06:11 PM (IST)

    জেফ্রি ভ্যানডারসের চোট গুরুতর

    আসেন বান্দারার সঙ্গে কোহলির বাউন্ডারি বাঁচাতে গিয়ে সংঘর্ষ হয় জেফ্রি ভ্যানডারসের। গুরুতর চোট তাঁর। কনকাশন পরিবর্ত হিসেবে নামছেন দুনিত ওয়ালালাগে।

  • 15 Jan 2023 06:00 PM (IST)

    আউট আভিষ্কা

    ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট আভিষ্কা ফার্নান্দো।

  • 15 Jan 2023 05:37 PM (IST)

    এক নজরে

    • শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। একাদশে জোড়া পরিবর্তন।
    • হার্দিক পান্ডিয়া এবং উমরান মালিককে বিশ্রাম দেওয়া হয়। একাদশে আসেন ওয়াশিংটন সুন্দর ও সূর্য কুমার যাদব।
    • ওপেনিং জুটিতে ওঠে ৯৫ রান। রোহিত ৪২ রানে আউট হন।
    • কেরিয়ারের দ্বিতীয় ওয়ান ডে শতরান পূর্ণ করেন তরুণ ওপেনার শুভমন গিল। তিনি ১১৬ রানে ফেরেন।
    • কোহলি বিরাট শতরান করলেন। কেরিয়ারের ৭৪ তম আন্তর্জাতিক শতরান তাঁর।
    • ওয়ান ডে ফরম্যাটে সর্বাধিক রানের নিরিখে মহেলা জয়বর্ধনেকে ছাপিয়ে পঞ্চম স্থানে উঠে এলেন বিরাট।
    • ওডিআই-তে ৪৬তম শতরান বিরাটের।
    • শেষ অবধি ১১০ বলে ১৬৬ রানে অপরাজিত থাকেন কোহলি। ১৩টি বাউন্ডারি এবং ৮টি ওভার বাউন্ডারি মারেন তিনি।
    • নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯০ রান করে ভারত।
  • 15 Jan 2023 05:31 PM (IST)

    ৩৯১ রানের লক্ষ্য দিল ভারত

    বিরাটের চারের সঙ্গে শেষ হল ভারতের ইনিংস। নির্ধারিত সময়ে ৩৯০-৫ স্কোর গড়ল ভারত।

  • 15 Jan 2023 05:23 PM (IST)

    ১৫০ পার বিরাটের

    শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট। পার করলেন ১৫০ রান।

  • 15 Jan 2023 05:16 PM (IST)

    বিরাটের সঙ্গে ক্রিজে সূর্য

    আউট কেএল রাহুল। বিরাটের সঙ্গে ক্রিজে সূর্য কুমার যাদব।

  • 15 Jan 2023 05:02 PM (IST)

    আউট শ্রেয়স

    ভারতের আর এক উইকেটের পতন। ৩৮ রান করে মাঠ ছাড়লেন  শ্রেয়স আইয়ার।

  • 15 Jan 2023 04:46 PM (IST)

    সেঞ্চুরি কোহলির

    শতরান করলেন বিরাট কোহলি। ওডিআই ফরম্যাটে ৪৬ তম শতরান তাঁর।

  • 15 Jan 2023 04:40 PM (IST)

    চোট আতঙ্ক শ্রীলঙ্কা শিবিরে

    চোটের কবলে আসেন বান্দারা ও জেফ্রি ভ্যান ডারসে।

  • 15 Jan 2023 04:08 PM (IST)

    রেকর্ড অ্যালার্ট

    তৃতীয় ওয়ান ডেতে ৬৩ রানের গন্ডি পেরোতেই এই ফরম্যাটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে উঠে এলেন বিরাট কোহলি। ছাপিয়ে গেলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মহেলা জয়বর্ধনেকে।

  • 15 Jan 2023 04:03 PM (IST)

    বড় রানের পথে ভারত

    ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ২৩৪-২।

  • 15 Jan 2023 03:58 PM (IST)

    আউট গিল

    ১১৬ রান করে আউট শুভমন গিল। কাসুন রাজিতার বলে উইকেট ছেড়ে মারতে গিয়ে বোল্ড।

  • 15 Jan 2023 03:45 PM (IST)

    হাফ সেঞ্চুরি বিরাটের

    কেরিয়ারের ৬৫ তম অর্ধ শতরান বিরাটের।

  • 15 Jan 2023 03:43 PM (IST)

    শতরান গিলের

    সেঞ্চুরি করলেন শুভমন গিল।

  • 15 Jan 2023 02:53 PM (IST)

    হাফসেঞ্চুরি

    কেরিয়ারের ষষ্ঠ ওয়ান ডে আন্তর্জাতিক অর্ধশতরান শুভমন গিলের। উল্টোদিকে ভালো ব্য়াট করছেন বিরাট কোহলিও।

  • 15 Jan 2023 02:36 PM (IST)

    আউট রোহিত

    ভারতীয় শিবিরে প্রথম ধাক্কা! করুণারত্নের বোলিংয়ে পুল শট খেলেছিলেন রোহিত। কিন্তু ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ হয়নি। ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে আভিষ্কা ফার্নান্দোর হাতে ক্যাচ। ক্রিজে বিরাট কোহলি। বাউন্ডারিতে রানের খাতা খুললেন।

  • 15 Jan 2023 02:12 PM (IST)

    দারুণ শুরু ভারতের

    ১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার ঝুলিতে ৭৫ রান।

  • 15 Jan 2023 01:46 PM (IST)

    গিলের ব্যাটে চার

    চতুর্থ ওভারে ওপেনার শুভমন গিলের ব্যাটে চার।

  • 15 Jan 2023 01:34 PM (IST)

    মেডেন ওভার

    প্রথম ওভারে রানের খাতা খুলতে  পারলো না টিম ইন্ডিয়া।

  • 15 Jan 2023 01:30 PM (IST)

    ভারতীয় ইনিংস শুরু

    ক্রিজে দুই ওপেনার ক্যাপ্টেন রোহিত শর্মা ও শুভমন গ্রিল।

  • 15 Jan 2023 01:21 PM (IST)

    আজকের দিনে

    গত বছর আজকের দিনেই টেস্ট নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। তিন ফরম্যাটেই ‘প্রাক্তন অধিনায়কে’র দলে নাম লেখান।

  • 15 Jan 2023 01:08 PM (IST)

    শ্রীলঙ্কার একাদশ

    অভিষ্কা ফের্নান্দো, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, নুওয়ানিদু ফের্নান্ডো, চামিকা করুণারত্নে, কাসুন রজিতা, লাহিরু কুমারা, আসেন বান্দারা, জেফরি ভ্যানডারসে।

  • 15 Jan 2023 01:04 PM (IST)

    ভারতের একাদশ

    রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি, ওয়াশিংটন সুন্দর।

  • 15 Jan 2023 01:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিল টিম ইন্ডিয়া। বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়া ও উমরান মালিককে। পরিবর্তে একাদশে ওয়াশিংটন সুন্দর ও সূর্য কুমার যাদব।

  • 15 Jan 2023 12:57 PM (IST)

    পিচ রিপোর্ট

    পিচে হালকা ঘাস রয়েছে এবং কুমার সঙ্গাকারা জানালেন, পিচের অবস্থা ভাল। শুরুতে পেসাররা সাহায্য পেতে পারেন কারণ পিচে আর্দ্রতা রয়েছে।

  • 15 Jan 2023 12:33 PM (IST)

    আজ সুযোগ সূর্য – ঈশানের?

    সম্ভবত না। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সেরকম ইঙ্গিত দিয়েছেন। তবে নিজেদের সুযোগের জন্য তৈরি রাখছেন দুরন্ত ফর্মে থাকা দুই ব্যাটার

Published On - Jan 15,2023 12:30 PM