India vs Sri Lanka: ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিতের ভারত

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Mar 12, 2022 | 9:00 AM

দল নিয়ে অনেক অঙ্কই চলছে। মোহালিতে রান পাননি ময়াঙ্ক আগারওয়াল। বেঙ্গালুরুতে রোহিতের সঙ্গে ওপেনে শুভমন গিলকে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না। আরেকটা পরিকল্পনাও কাজ করছে দ্রাবিড়ের মাথায়। শ্রেয়স আইয়ার প্রথম ম্যাচে রান পাননি। সেক্ষেত্রে হনুমা বিহারীকে ৬ নম্বরে নামিয়ে ৩ নম্বরে শুভমনকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। বাদ পড়তে পারেন শ্রেয়স আইয়ার।

India vs Sri Lanka: ঐতিহাসিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিতের ভারত
রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল। ছবি: bcci

Follow Us

বেঙ্গালুরু: শনিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে দিন রাতের টেস্টে (Day-Night Test) নামার আগে এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। রোহিত শর্মার (Rohit Sharma) ক্যাপ্টেন্সিতে দুরন্ত ছন্দে টিম ইন্ডিয়া। হিটম্যানের ক্যাপ্টেন্সিতে এখনও পর্যন্ত একটা ম্যাচেও হারেনি ভারত। তিন ফরম্যাটেই এখনও অপরাজিত টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে রেকর্ড বুকে নিজের নাম খোদাই করতে চান রোহিত শর্মাও। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দেশের মাঠে নিউজিল্যান্ডকে কুড়ি ওভারের ফরম্যাটে হোয়াইটওয়াশ করে ভারত। এরপর ওয়েস্ট ইন্ডিজকেও ৬-০ হারান রোহিতরা (একদিনের সিরিজে ৩-০, টি-টোয়েন্টি সিরিজে ৩-০)। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ৩-০ জেতে ভারতীয় দল। টেস্ট সিরিজেও এখনও অবধি ১-০ এগিয়ে। বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টেও শ্রীলঙ্কাকে হারালে ফের হোয়াইটওয়াশ করবেন রোহিতরা। ভারতীয় ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসেও একই দলের সব ফরম্যাটে টানা হোয়াইটওয়াশের কোনও রেকর্ড নেই। রোহিতের হাত ধরে সেই ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে টিম ইন্ডিয়া।

 

শ্রীলঙ্কার চেয়ে কয়েক যোজন এগিয়ে ভারতীয় দল। মোহালিতে ৩ দিনেই বিপক্ষকে গুড়িয়ে দিয়েছিলেন বুমরা-জাডেজারা। বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টেও চটজলদি শ্রীলঙ্কাকে উড়িয়ে দিতে চান রোহিতরা। মোহালিতে নেট সেশন করার ফাঁকেও গোলাপি বলে অনুশীলন চালিয়ে যেতেন রাহুল দ্রাবিড়। কারণ পিঙ্ক বলের সঙ্গে রোহিত, বিরাটরা সে ভাবে ধাতস্থ নন। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনও সেই কথা জানান রোহিতের ডেপুটি জসপ্রীত বুমরা।

 

 

 

দল নিয়ে অনেক অঙ্কই চলছে। মোহালিতে রান পাননি ময়াঙ্ক আগারওয়াল। বেঙ্গালুরুতে রোহিতের সঙ্গে ওপেনে শুভমন গিলকে দেখা গেলে অবাক হওয়ার থাকবে না। আরেকটা পরিকল্পনাও কাজ করছে দ্রাবিড়ের মাথায়। শ্রেয়স আইয়ার প্রথম ম্যাচে রান পাননি। সেক্ষেত্রে হনুমা বিহারীকে ৬ নম্বরে নামিয়ে ৩ নম্বরে শুভমনকে খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। বাদ পড়তে পারেন শ্রেয়স আইয়ার। বোলিং বিভাগেও আসছে বদল। জয়ন্ত যাদবের পরিবর্তে কে খেলবেন, তা ঠিক হবে শনিবার ম্যাচের দিনই। জয়ন্তের পরিবর্তে অক্ষর প্যাটেলের পাশাপাশি পেসার মহম্মদ সিরাজের খেলার সম্ভাবনাও থাকছে। সেক্ষেত্রে বুমরা-সামির সঙ্গে তৃতীয় পেসার হিসেবে খেলবেন সিরজ। দুই স্পিনার হিসাবে মাঠে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাডেজা।

 

বেঙ্গালুরু বিরাট কোহলির কাছে ‘সেকেন্ড হোম’। দিন রাতের টেস্টে যাবতীয় নজর তাঁর দিকেও। ২ বছরের ওপর সেঞ্চুরির দেখা পাননি কোহলি। বেঙ্গালুরুতে দিন রাতের টেস্টে কি বিরাটের সেঞ্চুরি খরা কাটবে? হাউসফুল চিন্নাস্বামীতে সেই আশায় বুক বেঁধেই গ্যালারি ভরাচ্ছেন দর্শকরা।

 

 

 

আরও পড়ুন: India vs Sri Lanka: ‘গোলাপি বলে এখনও আমরা নতুন’, বললেন বুমরা

Next Article