কলম্বো: মাত্র ৩দিন পর শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে ভারতের (India) সীমিত ওভারের সিরিজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার (COVID-19) কারণে এবার পিছিয়ে যেতে পারে ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) সিরিজ। ইংল্যান্ড থেকে শ্রীলঙ্কায় ফেরার ৪৮ ঘণ্টার মধ্যে শ্রীলঙ্কা ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারের করোনা ধরা পড়ে। আজ, ডেটা অ্যানালিস্ট জিটি নিরোশানেরও করোনা ধরা পড়েছে। তার পরই ধাওয়ানদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ পিছিয়ে দেওয়ার কথা ভাবছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (SLC)। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিরিজ পিছিয়ে দেওয়ার কথা ভাবছে তারা।
সূত্রের খবর অনুযায়ী, “ভারত-শ্রীলঙ্কা সিরিজ পিছিয়ে যেতে চলেছে। এসএলসি ও বিসিসিআইয়ের মধ্যে এই ব্যাপারে আলোচনা চলছে। সিরিজ শুরুর তারিখ সম্ভবত আগামীকাল সরকারিভাবে ঘোষণা করা হলে। তবে এই সিরিজ ১৭ বা ১৮ জুলাই শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।”
বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এ ব্যাপারে বলেন, “শ্রীলঙ্কা শিবিরে করোনা দু’জন আক্রান্ত হওয়ায় ১৭ জুলাই অবধি আসন্ন একদিনের সিরিজ স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে।” জানা গেছে শ্রীলঙ্কা শিবিরে যে দুজন করোনা আক্রান্ত হয়েছেন তাঁরা ডেল্টা প্রজাতির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আপাতত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কোয়ারান্টিন থেকে বেরোনো হচ্ছে না। আজই তাদের কোয়ারান্টিন পর্ব শেষ হওয়ার কথা ছিল। দলের দু’জনের করোনা হওয়ার কারণে আরও দু’দিন নিভৃতবাসে থাকতে হবে সকলকেই।
আরও পড়ুন: India vs Sri Lanka: ব্যাটিং কোচের পর করোনা আক্রান্ত শ্রীলঙ্কার ডেটা অ্যানালিস্টও