Asia Cup 2023, India vs Sri Lanka Highlights: ভারত ফাইনালে, বাংলাদেশের বিদায়, পাকিস্তান-শ্রীলঙ্কা ‘সেমিফাইনাল’
Asia Cup 2023, IND vs SL Match Live Score in Bengali: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ, এশিয়া কাপের সুপার ফোরের চতুর্থ ম্যাচ। মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং দাসুন শানাকার শ্রীলঙ্কা। ২০২২ এর এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার হেরেছিল ভারত। এ বার কী হয় সেটাই দেখার। এই ম্যাচের বিস্তারিত জানতে চোখ রাখুন এই লাইভব্লগে।
কলম্বো: রোমাঞ্চকর একটা ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। সেটা অনেক দিক থেকেই হতে পারে। ওয়ান ডে ফরম্যাটে ম্যাচ, দু-দিন গড়িয়েছিল। বিরাট কোহলির ১৩ হাজার রানের মাইলফলক ও সেঞ্চুরি। কুলদীপ যাদবের পাঁচ উইকেট। সেই রেশ কাটিয়ে আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত নেমেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে। টানা তিন দিন ম্যাচ খেলার ধকল সামলানোই ছিল বড় চ্যালেঞ্জ। গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ওডিআইতে টানা ১৩ ম্যাচ জিতে ভারতের সামনে লঙ্কানরা। তাদের জয়ের রথ থামল। ২০ বছরের দুনিথ ওয়েলালাগে অনবদ্য বোলিং করেন। পাঁচ উইকেট তাঁর। ব্যাট হাতেও ৪২ রানের অপরাজিত ইনিংস। ট্র্যাজিক নায়ক ওয়েলালাগে। মাত্র ২১৩ রানের পুঁজি নিয়ে ৪১ রানের বড় জয়, ফাইনালে ভারত। কুলদীপ যাদব নিলেন ৪ উইকেট। ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) ম্যাচের বিস্তারিত জানতে নজর রাখুন TV9Bangla Sports এর এই লাইভব্লগে।
LIVE Cricket Score & Updates
-
ওয়েলালাগে ‘আতঙ্ক’ কাটিয়ে জয়
বল হাতে পাঁচ উইকেট, ব্যাটে অপরাজিত ৪২ রান। ট্র্য়াজিক নায়ক কুড়ি বছরের দুনিথ ওয়েলালাগে। বিস্তারিত পড়ুন : ‘কুড়ির’ দাপট সামলে রুদ্ধশ্বাস জয়, ফাইনালে ভারত
-
দুর্দান্ত স্পেল
অনবদ্য বোলিং করছিলেন হার্দিক। অবশেষে উইকেটের কলামও ভরল। শর্ট মিডউইকেটে অনবদ্য ক্যাচ পরিবর্ত ফিল্ডার সূর্যকুমার যাদবের। ভারতের চাই আরও ২ উইকেট।
-
-
শ্রীলঙ্কা ইনিংসে প্রথম সিক্স
শ্রীলঙ্কা ইনিংসে প্রথম ছয়। বল হাতে পাঁচ উইকেট নিয়ে সাড়া ফেলেছেন দুনিথ ওয়েলালাগে। ব্যাটিংয়েও ভরসা দিচ্ছেন। কুলদীপ যাদবের বোলিংয়ে স্লগ সুইপ। মিড উইকেটে অনবদ্য ছয়।
-
ফের চাপ বাড়ছে
ধনঞ্জয় ডি সিলভা-দুনিথের জুটি চাপ বাড়াচ্ছে ভারতের। স্পিনের বিরুদ্ধে দারুণ খেলছেন দুই ব্যাটারই। বুমরাকে এনে ব্রেক থ্রুর প্রত্যাশা।
-
জাডেজা জাদু!
বোলিং পরিবর্তন রোহিতের। নতুন স্পেলে বোলিংয়ে এসে প্রথম ডেলিভারিতেই উইকেট নিলেন জাডেজা। স্লিপে অনবদ্য ক্যাচ রোহিতের। ভারতের চাই আর ৪ উইকেট।
-
-
স্বস্তি!
একটা বড় জুটি তৈরি হচ্ছিল। অবশেষে ভারতীয় শিবিরে স্বস্তি ফেরালেন কুলদীপ যাদব।
-
কুলদীপ কামাল করবেন?
এক দিন আগেই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংসের দ্বাদশ ওভারে তাঁকে আক্রমণে আনেন রোহিত শর্মা। দ্বিতীয় বলেই স্লিপে ক্যাচ! যদিও নিশ্চিত নয়। রিভিউ নিয়েছে ভারত। ক্লোজ, কিন্তু ব্যাটে লাগেনি।
-
বুমরার সঙ্গে যোগ দিলেন সিরাজও
মহম্মদ সিরাজের দ্রুতগতির ডেলিভারি। স্লাইস করেছিলেন বাঁ হাতি ব্যাটার দিমুথ করুণারত্নে। স্লিপে অনবদ্য একটা ক্যাচ শুভমন গিলের। এরপরই আর একটা স্লিপ নিলেন রোহিত শর্মা।
-
বুমরার জোড়া সাফল্য
বুমরার স্লোয়ার ইয়র্কার ব্যাট এগিয়ে দিয়েছিলেন কুশল মেন্ডিস। শর্ট এক্সট্রা কভারে ক্যাচ সূর্যকুমার যাদবের। বল ব্যাটে লাগার পর সরাসরি হাতে নাকি পিচে বাউন্স খেয়েছে, এই নিয়ে ধোঁয়াশা ছিল। তৃতীয় আম্পায়ার নিশ্চিত করলেন। দ্বিতীয় সাফল্যও এল বুমরার সৌজন্যেই।
-
নিশঙ্কা আউট
পাথুম নিশঙ্কার উইকেট তুলে নিলেন জসপ্রীত বুমরা। ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়লেন নিশঙ্কা। প্রথম ধাক্কা খেল শ্রীলঙ্কা।
-
বিরাটের উইকেটটা স্বপ্নের…
৫ উইকেট নেওয়া দুনিথ ওয়াল্লালাগে ইনিংস বিরতিতে দলের সকলকে ধন্যবাদ জানান। রোহিত, বিরাট ও গিল… এই তিন উইকেটের মধ্যে কোনটি সেরা এই নিয়ে দুনিথকে জিজ্ঞাসা করা হলে তিনি বিরাটের ক্ষেত্রে বলেন, ‘সেটা ছিল স্বপ্নের উইকেট।’
-
ভারত থামল ২১৩ রানে
বৃষ্টির পর ২০০-রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। অবশ্য পুরো ৫০ ওভার খেলতে পারেনি ভারত। ৪ বল বাকি থাকতেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ২১৩ রানে অল আউট ভারত। শ্রীলঙ্কার সামনে এ বার টার্গেট ২১৪। ভারতের ১০টি উইকেটই লঙ্কান স্পিনারদের ঝুলিতে। ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন রোহিত শর্মা (৫৩)।
-
কিছুক্ষণ পর শুরু হবে ম্যাচ
৭.০৫ মিনিট নাগাদ মাঠ পরিদর্শন করে আম্পায়াররা জানিয়েছেন ৭.১৫ মিনিটে ম্যাচ শুরু হবে।
-
মাঠ পরিদর্শন কখন?
মাঠের কভার সরেছে। কিন্তু পিচের কভার এখনও ঢাকা। ৭.০৫ নাগাদ মাঠ পরিদর্শনে নামবেন আম্পায়াররা
-
কলম্বোতে বৃষ্টি শুরু
কলম্বোতে বৃষ্টি শুরু। তড়িঘড়ি পিচ পুরো কভারে মুড়ে ফেলা হল। ৪৭ ওভারে ভারত ১৯৭/৯। ভারতের ইনিংসের আর মাত্র ৩ ওভার বাকি ছিল। বৃষ্টির কারণে মাঠ ছাড়লেন দুই দলের ক্রিকেটাররা। ক্রিজে অক্ষর প্যাটেল ১৫* ও মহম্মদ সিরাজ ২*।
-
পরপর জোড়া উইকেটের পতন
পরপর দু’টি উইকেট তুলে নিলেন চরিথ আসালঙ্কা। জসপ্রীত বুমরার পর কুলদীপ যাদবকেও ফেরালেন আসালঙ্কা।
-
জাডেজা আউট
ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজার উইকেট তুলে নিলেন চরিথ আসালঙ্কা। মাত্র ৪ রান করে মাঠ ছাড়লেন জাড্ডু।
-
দুনিথের ফাইফার
লঙ্কান তরুণ স্পিনার দুনিথ ওয়েল্লালাগের হাসি নিশ্চিত ভাবে আটকাবে না। ভারতের বিরুদ্ধে আজ কলম্বোতে ফাইফার নিলেন তিনি। তাঁর পঞ্চম শিকার হার্দিক পান্ডিয়া।
Youngster Dunith Wellalage achieved a remarkable feat as he secured his maiden 5-wicket haul, single-handedly dismantling a formidable Indian batting lineup. His bowling performance was nothing short of incredible! 🇱🇰😍#AsiaCup2023 #INDvSL pic.twitter.com/P4TCzb7p7y
— AsianCricketCouncil (@ACCMedia1) September 12, 2023
-
ঈশানের উইকেট হারাল ভারত
ভারতের পঞ্চম উইকেটের পতন। ঈশান কিষাণকে ফেরালেন চরিথ আসালঙ্কা। মাথার উপর দু’হাত তুলে দারুণ ক্যাচ নিলেন দুনিথ ওয়েল্লালাগে। বোলিংয়ের পর এ বার ফিল্ডিংয়েও ভারতের চাপ বাড়ালেন ওয়েল্লালাগে।
-
ভারতের চিন্তা বাড়ালেন ওয়েল্লালাগে
টিম ইন্ডিয়ার চতুর্থ উইকেটের পতন। লোকেশ রাহুল যেন ক্যাচ প্র্যাক্টিস করালেন দুনিথ ওয়েল্লালাগেকে। চতুর্থ উইকেটে ঈশান কিষাণের সঙ্গে লোকেশ রাহুলের জুটি জমে উঠছিল। তার মাঝেই ছন্দপতন ঘটালেন ২০ বছরের লঙ্কান স্পিনার। ভারতের ইনিংসের ৩০ ওভারের খেলা শেষ। এর মধ্যে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছে ভারত।
-
রাহুল-ঈশানের ৫০ রানের পার্টনারশিপ
চতুর্থ উইকেটে রাহুল-ঈশানের অর্ধশতরানের পার্টনারশিপ। তিন উইকেট হারানোর পর এই জুটিই এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতকে।
-
২১ ওভারে ভারত ১১১/৩
ভারতের ইনিংসের ২১ ওভারের খেলা শেষ। এই ২১ ওভারের মধ্যে শুভমন, বিরাট ও রোহিতের উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। তিনটি উইকেটই নিয়েছেন দুনিথ ওয়েল্লালাগে। ক্রিজে লোকেশ রাহুল (৮*) ও ঈশান কিষাণ (১২*)। -
রোহিতের উইকেট দুনিথের খাতায়
শুভমন গিল, বিরাট কোহলির পর রোহিত শর্মা… পরপর তিন ভারতীয় তারকা উইকেট তুলে নিলেন দুনিথ ওয়েল্লালাগে। ৫৩ রান করে মাঠ ছাড়লেন রোহিত।
-
বিরাট আউট
মাত্র ৩ রান করে আউট হলেন বিরাট কোহলি। দুনিথ ওয়েল্লালাগে তুলে নিয়েছেন বিরাটের উইকেট। শর্ট মিড উইকেটে দাসুন শানাকা ক্যাচ তালু বন্দি করেন।
-
হিটম্যানের হাফসেঞ্চুরি
পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধেও হাফসেঞ্চুরি এল রোহিতের ব্যাটে। ৫১তম ওডিআই হাফসেঞ্চুরি করলেন রোহিত শর্মা। এশিয়া কাপে বর্তমানে সর্বাধিক রান করা ক্রিকেটার রোহিত।
Rohit Sharma becomes the leading run-getter in Asia Cup 2023.
– Dominance of the captain. pic.twitter.com/zi137SscWQ
— Johns. (@CricCrazyJohns) September 12, 2023
-
গিল আউট
শুভমন গিলের উইকেট তুলে নিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন দুনিথ ওয়েলালাগে। ২৫ বলে ১৯ রান করে মাঠ ছাড়লেন গিল।
-
হিটম্যানের চারের ফুলঝুরি
- দুরন্ত ছন্দে রোহিত।
- ভারতের ইনিংসের প্রথম ১০ ওভারের খেলা শেষ।
- দশম ওভারে ৪টি চার এল রোহিতের ব্যাটে।
- শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা এসেছিলেন বল হাতে। যার জবাব ৪টি চার মেরে দিলেন ভারত অধিনায়ক রোহিত।
- ১০ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর বিনা উইকেটে ৬৫।
-
রোহিতের মাইলস্টোন
ওডিআই ফর্ম্যাটে হিটম্যানের ১০ হাজার রান পূর্ণ। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে নামার আগে ওডিআইতে ১০ হাজার রান পূর্ণ করার জন্য রোহিতের প্রয়োজন ছিল ২২ রান। সপ্তম ওভারের পঞ্চম বলে কাসুন রজিথাকে ছয় মেরে ওডিআইতে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করলেন ভারত অধিনায়ক রোহিত।
-
৫ ওভারে ভারত ২৫/০
- ভারতের ইনিংসের প্রথম ৫ ওভারের খেলা শেষ।
- প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৫ রান তুলেছে টিম ইন্ডিয়া।
- ক্রিজে গিল (১২*) ও রোহিত (১২*)।
-
রোহিত-শুভমনের পার্টনারশিপ রেকর্ড
ওডিআইতে রোহিত শর্মা ও শুভমন গিলের ৯৭৭ রানের পার্টনারশিপের রেকর্ড রয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ ওভার শেষে আজ আপাতত এই জুটিতে উঠেছে ১০ রান। আজ আর রোহিত-শুভমন জুটিতে ৩৩ রান উঠলে তাঁদের এক হাজারের পার্টনারশিপ পূর্ণ হবে।
-
ভারতের ইনিংস শুরু
টিম ইন্ডিয়ার ইনিংস শুরু। ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমন গিল। বোলিংয়ে সূচনায় কাসুন রজিথা।
-
দেখে নিন দুই দলের একাদশ
শ্রীলঙ্কার বিরুদ্ধে আজকের ম্যাচে একটি পরিবর্তন করেছে ভারত। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবেন দাসুন শানাকারা।
দুই দলের একাদশ সম্পর্কে বিস্তারিত পড়ুন – IND vs SL: ‘পাক-বধ’ এর মাঠে লঙ্কানদের বড় রানের লক্ষ্য দিতে চায় রোহিতের ভারত
-
টস আপডেট
কলম্বোয় টস জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত।
-
মাইলস্টোনের সামনে রোহিত
ওডিআই ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোনের সামনে ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর ২২ রান করলে ওডিআইতে হিটম্যানের ১০ হাজার রান পূর্ণ হবে।
-
কিছুক্ষণ পরই টস, তার আগে পড়ুন প্রিভিউ
আর ১৫ মিনিট পর হবে কলম্বোতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টস। তার আগে পড়ুন প্রিভিউ। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই রোহিত শর্মারা পেয়ে যাবেন এশিয়া কাপের ফাইনালের টিকিট।
পড়ুন বিস্তারিত – Asia cup 2023 IND vs SL Match Prediction: শ্রীলঙ্কাকে হারালেই ফাইনাল, ক্লান্ত ভারতের বাধা ‘অর্জুন’ ও জুনিয়র মালিঙ্গা!
-
রাহুল নেই শ্রীলঙ্কা ম্যাচেও
আর কিছুক্ষণ পর শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তার আগে অস্বস্তি ভারতীয় শিবিরে। পিঠের চোটের কারণে দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন না রাহুল।
পড়ুন বিস্তারিত – Shreyas Iyer: চোট বিতর্কে নয়া মোড়, ফিট হয়েও আবার ‘আনফিট’ শ্রেয়স
-
কলম্বোয় আজ ভারত বনাম শ্রীলঙ্কা
আজ, ১২ সেপ্টেম্বর বিকেল ৩টে থেকে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচ।
Match Day!
📍 Colombo
🏟️ India 🆚 Sri Lanka
🤝 Super 4⃣s
💻 https://t.co/Z3MPyeL1t7 #TeamIndia | #AsiaCup2023 | #INDvSL pic.twitter.com/l1sSxGAFTX
— BCCI (@BCCI) September 12, 2023
Published On - Sep 12,2023 2:00 PM