Asia cup 2023 IND vs SL Match Prediction: শ্রীলঙ্কাকে হারালেই ফাইনাল, ক্লান্ত ভারতের বাধা ‘অর্জুন’ ও জুনিয়র মালিঙ্গা!
Asia cup 2023 India vs Sri Lanka Match Preview: প্রশ্ন উঠছে বোলিং বিভাগ নিয়ে। মহম্মদ সামি কেন একাদশের বাইরে? পাকিস্তানের বিরুদ্ধে এক উইকেট নিলেও শার্দূলকে নিয়ে প্রশ্ন থাকছেই। ধারাভাষ্যে গৌতম গম্ভীর, রবি শাস্ত্রীর মতো প্রাক্তনরাও একই প্রশ্ন তুলেছেন। বুমরা-সামি-সিরাজ ফর্মে থাকলে যে কোনও প্রতিপক্ষর বিরুদ্ধে ২৬০ রানের পুঁজি নিয়েও জেতা সম্ভব, মনে করেন শাস্ত্রী-গম্ভীর।
টেস্ট ক্রিকেট পাঁচ দিন চলে। সারা দিনে অন্তত ৯০ ওভার। তার সঙ্গে মানিয়ে নিতে পারলে, এই পরিস্থিতির সঙ্গে কেন নয়! রবিবার শুরু হয়েছিল সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচ। ‘ওয়ান ডে’ ফরম্যাট হলেও বৃষ্টিতে তা হয়ে দাঁড়ায় দু-দিনের। রিজার্ভ ডে-তে পাকিস্তানের বিরুদ্ধে ২২৮ রানের বিশাল ব্যবধানে জয়। কিন্তু বিশ্রামের সুযোগ নেই। কয়েক ঘণ্টার ব্যবধানে আজ ফের নামছে ভারত। প্রতিপক্ষ গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এই ম্যাচ জিতলেই ফাইনাল পাকা ভারতের। কাজটা সহজ নয়। বৃষ্টি পরিস্থিতি রয়েইছে। সঙ্গে ভারতীয় দলের অন্তরায় হতে পারে টানা তৃতীয় দিন খেলার ক্লান্তি। আর ভারতীয় ব্যাটারদের বাধা হয়ে দাঁড়াতে পারেন ‘অর্জুন’ ও ‘জুনিয়র মালিঙ্গা’। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলকে স্বস্তি দিয়েছে টপ অর্ডার। দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল হাফসেঞ্চুরি করেছেন। জাতীয় দলে প্রত্যাবর্তন ম্যাচেই সেঞ্চুরি লোকেশ রাহুলের। ইনিংসের বেশির ভাগ সময় কিপিংও করলেন রাহুল। ওয়ান ডে বিশ্বকাপে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দের কিপার-ব্যাটার রাহুল। চোট এবং অস্ত্রোপচারের পর তাঁর প্রত্যাবর্তন নিয়ে অনেক জলঘোলা হয়েছে। পাকিস্তানের বোলিং আক্রমণের বিরুদ্ধে সেঞ্চুরি টিম ম্যানেজমেন্টকেও ভরসা দিচ্ছে। মিডল অর্ডারে বিরাটের সঙ্গে তাঁর ২৩৩ রানের অবিচ্ছিন্ন জুটি পাকিস্তান ম্যাচে ভারতের অন্যতম প্রাপ্তি। শুরুতে যেমন সতর্ক ব্যাটিং করেছেন, একটা সময়ের পর দ্রুত গতিতে রানও তুলেছেন।
পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির সেঞ্চুরি ভারতীয় দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। টপ অর্ডারের চার ব্যাটারই পাকিস্তান ম্যাচে রান পেয়েছেন। গ্রুপ পর্বে বাবরদের বিরুদ্ধেই টপ অর্ডারে ভরাডুবির পর অনবদ্য ব্যাটিং করেছিলেন ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। ব্যাটিংয়ের দিক থেকে ভারতীয় দল বেশ কিছুটা স্বস্তিতে। প্রশ্ন উঠছে বোলিং বিভাগ নিয়ে। মহম্মদ সামি কেন একাদশের বাইরে! পাকিস্তানের বিরুদ্ধে এক উইকেট নিলেও শার্দূলকে নিয়ে প্রশ্ন থাকছেই। ধারাভাষ্যে গৌতম গম্ভীর, রবি শাস্ত্রীর মতো প্রাক্তনরাও একই প্রশ্ন তুলেছেন। ব্যাটিং বিভাগের ওপর ভরসা থাকলে হার্দিক-জাডেজা অবধিই যথেষ্ঠ। বরং বুমরা, সিরাজ এবং সামিকে নিয়ে পেস আক্রমণ সাজানোর পরামর্শ দিচ্ছেন তাঁরা। ভারতের এই পেসত্রয়ী ফর্মে থাকলে যে কোনও প্রতিপক্ষর বিরুদ্ধে ২৬০ রানের পুঁজি নিয়েও জেতা সম্ভব, মনে করেন শাস্ত্রী-গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ম্যানেজমেন্ট সেই পরিকল্পনায় যায় কিনা, নজর থাকবে।
গত বারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা টুর্নামেন্টের শুরুতেই বড় ধাক্কা খেয়েছিল এ বার। চোট এবং অসুস্থতায় বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না। টুর্নামেন্টে এখনও অবধি অপরাজিত। টানা ১৩টি ওডিআই জয়ের রেকর্ডও গড়েছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্ক এবং সাদিরা সমরবিক্রমা নজর কাড়ছেন। ভারতের বিরুদ্ধে বাড়তি নজর থাকবে মহেশ থিকসানা এবং মাতিসা পাথিরানার দিকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুবাদে ভারতীয় ব্যাটারদের শক্তি দুর্বলতা সম্পর্কে জানা। এশিয়া কাপেও ধারাবাহিক পারফর্ম করছেন উইকেট নিয়ে অর্জুনের মতো তির ছোড়ার সেলিব্রেশন করা থিকসানা। তেমনই মালিঙ্গার অ্যাকশনে বোলিং করা পাথিরানাও ভরসা দিচ্ছেন। আইপিএলে ধোনির নেতৃত্বে খেলায় অনেক উন্নতি করেছেন। তাঁর ইয়র্কার যে কোনও ব্যাটারকেই চাপে ফেলতে বাধ্য। ভারতীয় ব্যাটাররা এই দু-জনকে কী ভাবে সামলান, নজর সে দিকেই।