বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দু-ম্যাচের সিরিজ সম্পূর্ণ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী সাইকেল শুরু হয়েছে ভারতের। প্রথম টেস্টে ইনিংস ও ১৪১ রানের বিশাল ব্যবধানে জিতেছে ভারত। দ্বিতীয় টেস্টেও অ্যাডভান্টেজ ছিলেন রোহিতরা। বৃষ্টির কারণে এক বলও খেলা হয়নি পঞ্চম দিন। ফলে টেস্টটি ড্র হয়। এ বার তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের পালা। কখন শুরু হবে ম্যাচ, কোথায় দেখা যাবে, বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। রোহিত শর্মাদের কাছে সাদা বলের সিরিজ বিশ্বকাপেরও প্রস্তুতি। যদিও ওয়েস্ট ইন্ডিজের কাছে এই সিরিজ শুধুমাত্র মর্যাদা রক্ষার। ওয়ান ডে ফরম্যাটে প্রথম দু-বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম যোগ্যতা অর্জন করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। শক্তিশালী ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম করার লক্ষ্যে নামবেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭টায় শুরু হবে ম্যাচ।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি টেলিভিশনে দেখা যাবে দূরদর্শনের ছ’টি চ্যানেলে। ডিডি স্পোর্টস, ডিডি বাংলাতেও হবে সম্প্রচার।
মোবাইল কিংবা অনলাইনেও খেলা দেখা যাবে। ফ্যানকোড অ্যাপ এই সিরিজ ডিজিটাল মাধ্যমে সম্প্রচার করছে।
ভারতের ওয়ান ডে স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), ঈশান কিষাণ (উইকেট কিপার), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড- শেই হোপ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল (সহ অধিনায়ক), অ্যালিক আথানেজ, ইয়ানিক কারিয়া, কেসি কার্টি, ডমিনিক ড্রেকস, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোতি, জেডন সিলস, রোমারিও শেপার্ড, কেভিন সিনক্লেয়ার, ওশেন থমাস