India vs West Indies 2023: রোহিতের কাছে বার্থ-ডে গিফ্ট চাইলেন ঈশান কিষাণ; তারপর…

Rohit Sharma-Ishan Kishan: টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে কেকও কাটানে ঈশান কিষাণ। কাকে আগে কেক খাওয়াবেন এই নিয়ে চিন্তায় পড়েন। হেড কোচ রাহুল দ্রাবিড়কে কেক খাইয়ে দেন।

India vs West Indies 2023: রোহিতের কাছে বার্থ-ডে গিফ্ট চাইলেন ঈশান কিষাণ; তারপর...
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 2:54 AM

দ্বিতীয় টেস্ট খেলতে ত্রিনিদাদ পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রস্তুতিও শুরু করে দিয়েছে। সিরিজের দ্বিতীয় টেস্ট ভারত-ওয়েস্ট ইন্ডিজ দু-দলের কাছেই গর্বের। শততম টেস্ট খেলতে চলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ডমিনিকায় প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ এগিয়ে ভারত। অভিষেক ম্যাচে নজর কেড়েছেন যশস্বী জয়সওয়াল। একই ম্যাচে অভিষেক হয়েছে ঈশান কিষাণেরও। ব্যাট হাতে অবশ্য নজর কাড়তে পারেননি। দ্বিতীয় টেস্টের আগে তাই ঈশানকে বার্তা রোহিতের। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ত্রিনিদাদে ঐতিহাসিক ম্যাচ খেলতে চলেছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। তার আগে এ দিনের প্র্যাক্টিসে নজর ছিল বার্থ-ডে বয় ঈশান কিষাণের দিকে। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ছিল তাঁর জন্মদিন। ক্যারিবিয়ানে প্র্যাক্টিসে খোশমেজাজে ঈশান কিষাণ। ডমিনিকায় প্রথম টেস্টে ব্যাট হাতে ভরসা দিতে না পারলেও কিপিংয়ে নজর কেড়েছেন। উইকেটের পিছনে সারাক্ষণ কথা বলে যাওয়া টিমকে তাতিয়ে রেখেছে। স্টাম্প মাইকে ধরা পড়েছে নানা মজার কথাও।

প্র্যাক্টিসের মাঝে কিংবদন্তি ব্রায়ান লারার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ভারতের বাঁ হাতি ব্যাটার ঈশানের। ওয়েস্ট ইন্ডিজের মেন্টর ব্রায়ান লারা। ঈশানকে জন্মদিনের শুভেচ্ছা জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন রোহিত শর্মা। তাঁর দিকে তাকিয়ে ঈশান। বেশ মজা নিচ্ছিলেন। কিছুটা যেন বিরক্ত হয়েই ঈশানকে বলেন, কী চাই? ক্যাপ্টেনের কাছে বার্থ-ডে গিফ্ট চান ঈশান। রোহিত তাঁকে বলেন, ‘সবই তো আছে! এই ম্যাচে সেঞ্চুরি মার, নিজেকে গিফ্ট কর।’

টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে কেকও কাটানে ঈশান কিষাণ। কাকে আগে কেক খাওয়াবেন এই নিয়ে চিন্তায় পড়েন। হেড কোচ রাহুল দ্রাবিড়কে কেক খাইয়ে দেন। ভারতীয় বোর্ডের তরফে বার্থ-ডে বয়কে নিয়ে স্পেশাল ভিডিয়ো পোস্ট করা হয়। যদিও কিছুক্ষণ পর সেই পোস্টটি ডিলিটও করে দেয় বিসিসিআই। তবে ফের একবার সেই ভিডিয়ো পোস্ট করেছে বোর্ড।