IND vs PAK, Asia Cup: ক্রিকেটে আজ ভারত-পাকিস্তান মহারণ, নজরে ‘সুদর্শন’ পারফরম্যান্স

Emerging Asia Cup 2023: যশ ধূলের নেতৃত্বেই ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। যশ ধূল ছাড়াও সেই দলের নিশান্ত সিন্ধু এবং পেস বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারকেকরও রয়েছেন এমার্জিং এশিয়া কাপের ভারতীয় দলে।

IND vs PAK, Asia Cup: ক্রিকেটে আজ ভারত-পাকিস্তান মহারণ, নজরে ‘সুদর্শন’ পারফরম্যান্স
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2023 | 6:30 AM

ভারত-পাকিস্তান ম্যাচ। যে খেলা, টুর্নামেন্টেই হোক না কেন, তার উত্তেজনাই আলাদা। কিছুদিন আগেই সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। অধিনায়ক সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। বেঙ্গালুরুতে ভারত-পাক ম্যাচ ঘিরে গ্যালারি হাউসফুল ছিল। দারুণ রোমাঞ্চকর ম্যাচ। ফুটবল থেকে এ বার ক্রিকেট। এমার্জিং এশিয়া কাপে আজ ভারত বনাম পাকিস্তান। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শ্রীলঙ্কায় হচ্ছে এমার্জিং এশিয়া কাপ। কলম্বোয় আজ ভারত-পাকিস্তান মহারণ। দু-দলই গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ জিতেছে। ফলে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত। ভারত-পাকিস্তান, যে দল আজ জিতবে, গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে তারা। ভারত প্রথম ম্যাচে আরব আমির শাহিকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল। সেই ম্যাচে শতরান করেছিলেন অধিনায়ক যশ ধূল। দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে ৯ উইকেটে জয়। পেস বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারকেকর, স্পিন বোলিং অলরাউন্ডার নিশান্ত সিন্ধু অনবদ্য পারফর্ম করেন। তেমনই ব্যাটিংয়ে নজর কাড়েন আইপিএলের ১৬তম সংস্করণে সাড়া ফেলে দেওয়া সাই সুদর্শন। অনবদ্য ইনিংস খেলেন আর এক উঠতি প্রতিভা অভিষেক শর্মা।

যশ ধূলের নেতৃত্বেই ২০২২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। যশ ধূল ছাড়াও সেই দলের নিশান্ত সিন্ধু এবং পেস বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারকেকরও রয়েছেন এমার্জিং এশিয়া কাপের ভারতীয় দলে। অভিষেক শর্মাও অতীতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছেন। উঠতি প্রতিভাদের এই টুর্নামেন্টে বিশেষ আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচই।

পাকিস্তান শিবিরেও বেশ কিছু পরিচিত মুখ রয়েছে। কিপার-ব্যাটার মহম্মদ হ্যারিস, পেসার শাহনওয়াজ দাহানি, আর্শাদ ইকবাল, মহম্মদ ওয়াসিমরা সিনিয়র দলে খেলেছেন। ওয়াসিম পাকিস্তানের হয়ে টেস্টও খেলেছেন। এমার্জিং এশিয়া কাপে প্রথম ম্যাচে নেপালকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। গত ম্যাচে আরব আমির শাহির বিরুদ্ধে ১৮৪ রানের বিশাল ব্যবধানে জিতেছে তারা। অভিজ্ঞতায় ভারত, পাকিস্তান দু-দলই কার্যত সমান জায়গায়।

ভারত-পাকিস্তান, বুধবার, দুপুর ২টো, স্টার স্পোর্টস, ফ্যান কোডে সরাসরি সম্প্রচার