IND vs WI 4th T20I Highlights: ওয়েস্ট ইন্ডিজ অলআউট, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় ভারতের

| Edited By: | Updated on: Aug 07, 2022 | 12:37 AM

India vs WI 4th T20I Live Score: দীর্ঘ সময় পর ভারতের খেলা দেখার সুযোগ মার্কিন মুলুকের ক্রিকেট প্রেমীদের। ভারতের জয় দেখল তারা।

IND vs WI 4th T20I Highlights: ওয়েস্ট ইন্ডিজ অলআউট, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় ভারতের
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ লাইভ। (নিজস্ব ছবি)

লাউডারহিল, ফ্লোরিডা : ভারত-ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies) টি ২০ সিরিজ পাড়ি দিয়েছে মার্কিন মুলুকে। সেখানেই পরপর দুদিন চতুর্থ ও পঞ্চম ম্যাচ। সিরিজের প্রথম তিন ম্যাচে ২-১ এগিয়ে ছিল ভারত। আজ, চতুর্থ ম্যাচ জিতে সিরিজও জয় ভারতের। এক ম্যাচ বাকি থাকতেই দাপুটে জয়। দীর্ঘ সময় পর খেলা হওয়ায় লাউডারহিলের এই পরিবেশ কার্যত নতুন। এক সময় এই মাঠে যেমন ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ২৪৫, ২৪৪ রানও উঠেছে, তেমনই ১০০-র নীচে স্কোরও রয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) খেলা নিয়ে সংশয় ছিল। খেললেন রোহিত। এদিন টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। ভারত ১৯১-৫ করে। জবাবে ৫ বল বাকি থাকতে ১৩২ রানেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ। বাঁ হাতি পেসার অর্শদীপ সিং ৩ উইকেট নিলেন।

Key Events

ঋষভ পন্থ

ব্যাট হাতে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ঋষভ পন্থ। তাঁর শট সিলেকশন ছিল দেখার মতো। রোহিত-সূর্যর ওপেনিং জুটি ভালো শুরু দেওয়ার পর সেই ধারা বজায় রাথেন ঋষভ।

অর্শদীপ সিং

ভারতীয় দলের এই তরুণ বাঁ হাতি পেসারকে নিয়ে আলোচনা এমনিতেই তুঙ্গে। স্লগ ওভার বিশেষজ্ঞ বলা যায়। নিখুঁত ইয়র্কারে বিব্রত করেন। এদিন তিন উইকেট নিলেন অর্শদীপ।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 07 Aug 2022 12:28 AM (IST)

    এক নজরে

    • প্রথমে ব্যাট করে ১৯১-৫ করে ভারত।
    • জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৫ বল বাকি থাকতেই ১৩২ রানে অলআউট।
    • ভারতীয় বোলারদের মধ্যে অর্শদীপ সিং ৩ উইকেট নিলেন।
    • দুটি করে উইকেট আবেশ খান, রবি বিষ্ণোই এবং অক্ষর প্যাটেল।
    • ভারত সিরিজ জিতে নিল ৩-১ ব্যবধানে।
    • আগামিকাল সিরিজের শেষ টি ২০।
  • 07 Aug 2022 12:23 AM (IST)

    অলআউট

    ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৩২ রানে অলআউট। ভারত জিতল ৫৯ রানে।

  • 07 Aug 2022 12:04 AM (IST)

    হেটমায়ার ফিরলেন

    ওয়েস্ট ইন্ডিজের অষ্টম উইকেট। সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা।

  • 06 Aug 2022 11:16 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    পাওয়ার প্লে-তে ৬১ রান উঠলেও, ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

  • 06 Aug 2022 11:10 PM (IST)

    পুরান ঝড় থামল

    মাত্র ৮ বলে ২৪ রান। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ভাল খেলছিলেন। ভুল বোঝাবুঝিতে রান আউট। ওয়েস্ট ইন্ডিজ তিন উইকেট হারিয়ে চাপে।

  • 06 Aug 2022 10:53 PM (IST)

    কিং আউট

    ভালো শুরু করেছিলেন। আউট হলেন হতাশাজনক ভাবে। আবেশ খানের বলে তাঁকে যেন ক্যাচ অনুশীলন করালেন ব্র্যান্ডন কিং।

  • 06 Aug 2022 10:36 PM (IST)

    এক নজরে

    • টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।
    • নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করল ভারত।
    • প্রথম পাঁচ ব্যাটারই দু অঙ্কের রানে পৌঁছেছেন।
    • ভারতীয় ইনিংসে সর্বাধিক রান ঋষভ পন্থের (৪৪)।
    • শেষ দিকে অক্ষর প্যাটেলের ক্যামিও। ৮ বলে ২০ রান করেন তিনি।
  • 06 Aug 2022 09:19 PM (IST)

    পাওয়ার প্লে আপডেট

    প্রথম পাওয়ার প্লে তে ২ উইকেট হারিয়ে ৬৫ রান ভারতের। দুই ওপেনারই আউট হয়ে ফিরেছেন। ক্রিজে দীপক হুডা ও ঋষভ পন্থ জুটি।

  • 06 Aug 2022 09:09 PM (IST)

    প্রথম ধাক্কা

    ওপেনিংয়ে রোহিত-সূর্য জুটিই। ৫৩ রানে জুটি ভাঙল। ১৬ বলে ৩৩ রানে ফিরলেন রোহিত।

  • 06 Aug 2022 08:24 PM (IST)

    একাদশ আপডেট

    ভারত : রোহিত শর্মা, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, দীপক হুডা, দীনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, আবেশ খান, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং

    ভারতীয় দলে তিনটি পরিবর্তন। শ্রেয়স, হার্দিক, অশ্বিনকে বিশ্রাম

    ওয়েস্ট ইন্ডিজ: কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, ডেভন থমাস, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওবেদ ম্যাকয়, ডমিনিক ড্রেকস

  • 06 Aug 2022 08:20 PM (IST)

    টস আপডেট

    নিকোলাস পুরান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।

  • 06 Aug 2022 08:05 PM (IST)

    অফিসিয়াল আপডেট

    • টস ভারতীয় সময় ৮.১৫ টায়।
    • ম্যাচ শুরু ৮.৪৫ টায়।
  • 06 Aug 2022 07:45 PM (IST)

    আবহাওয়া ভালোর অপেক্ষা

    ফ্লোরিডার লাউডারহিলের আবহাওয়া ঠিক নেই। সে কারণেই টসে দেরী। রাত ৮ টায় ম্যাচ শুরু কথা থাকলেও, দেরীর সম্ভাবনা রয়েছে।

Published On - Aug 06,2022 7:15 PM

Follow Us: