India vs West Indies Highlights, 1st ODI 2022: ১০০০তম ওয়ান ডে ম্যাচে সহজ জয় ভারতের
India vs West Indies Live Score in Bengali: দেখুন ভারত (India) বনাম ওয়েস্ট ইন্ডিজের (West Indies) প্রথম ওয়ান ডে (ODI) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

আমেদাবাদ: আজ আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১০০০তম ওয়ান ডে (ODI) খেলতে নেমেছিল রোহিত শর্মার (Rohit Sharma) ভারত (India)। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল ক্রিকেটবিশ্ব। কায়রন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার জার্সিতে আজ আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হল দীপক হুডার।
নির্ধারিত ৫০ ওভার খেলতে পারল না ক্যারিবিয়ানরা। ৪৩.৫ ওভারে ১৭৬ রান করে অল আউট হল ওয়েস্ট ইন্ডিজ। ৪টি উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ১০০তম উইকেট পেয়েছেন যুজি। ৩টি উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। ২টি উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণা এবং ১টি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ।
১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৮ ওভারেই ম্যাচ পকেটে পুরলেন রোহিতরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-তে ৬ উইকেটে জিতল ভারত। ওয়ান ডে অভিষেক ম্য়াচে ২৬ রানে নট আউট থেকে মাঠ ছাড়লেন দীপক হুডা। সূর্যকুমার যাদব অপরাজিত ৩৪ রানে।
LIVE Cricket Score & Updates
-
১০০০তম ওয়ান ডে ম্যাচে জয় ভারতের
১৭৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৮ ওভারেই ম্যাচ পকেটে পুরলেন রোহিতরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে-তে ৬ উইকেটে জিতল ভারত। ওয়ান ডে অভিষেক ম্য়াচে ২৬ রানে নট আউট থেকে মাঠ ছাড়লেন দীপক হুডা। সূর্যকুমার যাদব অপরাজিত ৩৪ রানে।
A sparkling performance from India in their 1⃣0⃣0⃣0⃣th ODI ?
They win the first match against West Indies by six wickets, taking a 1-0 series lead ?#INDvWI | https://t.co/Bf4Z5gkR7N pic.twitter.com/0ExjX2tdTS
— ICC (@ICC) February 6, 2022
-
২৫ ওভারে ভারত ১৬০/৪
খেলা বাকি ২৫ ওভারের। ম্যাচ জিততে ভারতের চাই মাত্র ১৭ রান।
-
-
২০ ওভারে ভারত ১৩৭/৪
খেলা বাকি ৪০ ওভারের। এখনও পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে।
সূর্যকুমার যাদব ব্যাট করছেন ১৩ রানে। দীপক হুডা রয়েছেন ৭ রানে।
-
ঋষভ পন্থ আউট
মাত্র ১১ রান করে সাজঘরে ফিরলেন ঋষভ পন্থ। চতুর্থ উইকেট হারাল টিম ইন্ডিয়া।
-
ঈশান আউট
২৮ রান করে সাজঘরে ফিরলেন ঈশান কিষাণ। তৃতীয় উইকেট হারাল টিম ইন্ডিয়া।
-
-
১৫ ওভারে ভারত ১০১/২
২ উইকেট হারালেও শতরানের গণ্ডি টপকে গেল টিম ইন্ডিয়া। ম্যাচ জিততে ভারতের এখনও চাই ৭৬ রান।
-
ভারতের শতরান
১৪.৫ ওভারে ভারতের দলগত শতরান পূর্ণ। ক্রিজে ঈশান কিষাণ ও ঋষভ পন্থ
-
বিরাট আউট
ক্যারিবিয়ানদের দ্বিতীয় উইকেট এনে দিলেন আলজারি জোসেফ। মাত্র ৮ রান করে সাজঘরে ফিরলেন বিরাট কোহলি।
-
রোহিত আউট
৬০ রান করে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ক্যারিবিয়ানদের প্রথম সাফল্য এনে দিলেন আলজারি জোসেফ।
Alzarri Joseph strikes ☝️
Rohit Sharma's brilliant knock of 60 comes to an end. #INDvWI | https://t.co/Bf4Z5gloXl pic.twitter.com/37ervtPeTg
— ICC (@ICC) February 6, 2022
-
রোহিতের হাফসেঞ্চুরি
আমেদাবাদে ভারতের ১০০০তম ওয়ান ডে ম্যাচে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
FIFTY!
A well made half-century for @ImRo45, this is his 44th in ODIs.
Live – https://t.co/VNmt1PeR9o #INDvWI @Paytm pic.twitter.com/NZyRkSxaCy
— BCCI (@BCCI) February 6, 2022
-
১০ ওভারে ভারত ৬৭/০
প্রথম ১০ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ৬৭ রান।
রোহিত ব্যাট করছেন ৪৬ রানে। ঈশান রয়েছেন ১৪ রানে
A solid start for India ?
Rohit Sharma and Ishan Kishan have played some stunning shots with the hosts being 67/0 in 10 overs. #INDvWI | https://t.co/Bf4Z5gloXl pic.twitter.com/ENxWcwjiTn
— ICC (@ICC) February 6, 2022
-
ভারতের ৫০ রান
৮.১ ওভারে ভারত দলগত ৫০ রান পূর্ণ করল।
50-run partnership comes up between our openers – @ImRo45 & @ishankishan51 ??
Live – https://t.co/VNmt1PeR9o #INDvWI @Paytm pic.twitter.com/gh8yAFgPIc
— BCCI (@BCCI) February 6, 2022
-
৫ ওভারে ভারত ২৬/০
রোহিত ব্যাট করছেন ১৮ রানে। ঈশান রয়েছেন ৪ রানে। ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে টিম ইন্ডিয়া তুলেছে ২৬ রান। ম্যাচ জিততে ভারতের এখনও চাই ১৫১ রান।
-
ভারতের ইনিংস শুরু
রান তাড়া করতে নেমে পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও ঈশান কিষাণ।
-
ভারতের টার্গেট ১৭৭
নির্ধারিত ৫০ ওভার খেলতে পারল না ক্যারিবিয়ানরা। ৪৩.৫ ওভারে ১৭৬ রান করে অল আউট হল ওয়েস্ট ইন্ডিজ। ৪টি উইকেট পেয়েছেন যুজবেন্দ্র চাহাল। ৩টি উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। ২টি উইকেট পেয়েছেন প্রসিধ কৃষ্ণা এবং ১টি উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ।
Four wickets for @yuzi_chahal as West Indies are bowled out for 176 in 43.5 overs.
Scorecard – https://t.co/VNmt1PeR9o #INDvWI @Paytm pic.twitter.com/gDHCPVOPlQ
— BCCI (@BCCI) February 6, 2022
-
চাহাল ফেরালেন জোশেপকে
জোশেপ ১৩ রান করে মাঠ ছাড়লেন। শেষ উইকেট নিলেন যুজবেন্দ্র চাহাল
-
হোল্ডার আউট
৫৭ রান করে সাজঘরে ফিরলেন জেসন হোল্ডার। ৯ নম্বর উইকেট হারাল ক্যারিবিয়ানরা
-
অ্যালেন আউট
জেসন হোল্ডারের সঙ্গে দুরন্ত ছন্দে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ফ্যাবিয়ান অ্যালেন। সেই জুটি ভাঙলেন ওয়াশিংটন সুন্দর। ২৯ রান করে মাঠ ছাড়লেন তিনি।
-
হোল্ডারের হাফসেঞ্চুরি
আমেদাবাদে সিরিজের প্রথম ওয়ান ডে-তে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন জেসন হোল্ডার।
Crucial innings by Big Jase @Jaseholder98 ?
Stats ?
– 11th ODI fifty – 3rd ODI fifty vs ??– 1st ODI fifty since last July vs?? – 2000 runs in ODIs#MenInMaroon #INDvsWI pic.twitter.com/NAzIRIyBIL
— Windies Cricket (@windiescricket) February 6, 2022
-
ক্যারিবিয়ানদের ১৫০ রান পূর্ণ
৩৬.১ ওভারে দলগত ১৫০ রান পূর্ণ করল ওয়েস্ট ইন্ডিজ
-
৩৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১৪২/৭
হোল্ডার-অ্যালেনের ৬৩ রানের পার্টনারশিপ পূর্ণ। ৩৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ।
-
৩০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১১৪/৭
ফ্যাবিয়ান অ্যালেন রয়েছেন ১৯ রানে এবং জেসন হোল্ডার ব্যাট করছেন ২১ রানে।খেলা বাকি ২০ ওভারের। -
২৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৮৯/৭
ক্রিজে জেসন হোল্ডার ও ফ্যাবিয়ান অ্যালেন। খেলা বাকি ২৫ ওভারের।
-
আকিল হোসেইন আউট
সাত নম্বর উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। কোনও রান না করে সাজঘরে ফিরলেন আকিল হোসেইন। ভারতকে সপ্তম উইকেট এনে দিলেন প্রসিধ কৃষ্ণ।
-
ব্রুকস আউট
শামরা ব্রুকস আউট। যুজবেন্দ্র চাহালের তৃতীয় শিকার হলেন ব্রুকস। ১২ রান করে মাঠ ছাড়লেন তিনি।
-
২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৭১/৫
ক্রিজে জেসন হোল্ডার ও শামরা ব্রুকস। ২০ ওভারে ক্যারিবিয়ানদের স্কোর ৫ উইকেটে ৭১। -
পোলার্ডকে ফেরালেন চাহাল
প্রথম বলেই আউট হলেন ক্যারিবিয়ান অধিনায়ক। যুজবেন্দ্র চাহালের গুগলি ফেরাল কায়রন পোলার্ডকে। নিকোলাস পুরানের পর পোলার্ডের উইকেট তুলে নিলেন যুজি।
Nicholas Pooran ☝Kieron Pollard ☝
Two in two for Yuzvendra Chahal and West Indies are in trouble!
The wrist spinner completes 100 ODI wickets ?#INDvWI pic.twitter.com/UsemBAWjAf
— ICC (@ICC) February 6, 2022
-
পুরান আউট
নিকোলাস পুরানকে ফেরালেন যুজবেন্দ্র চাহাল। চতুর্থ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। এবং আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ১০০তম উইকেট পূর্ণ করলেন যুজি চাহাল।
100 ODI WICKETS for @yuzi_chahal ??
Live – https://t.co/NH3En574vl #INDvWI @Paytm pic.twitter.com/8pfnAttosG
— BCCI (@BCCI) February 6, 2022
-
১৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৫৫/৩
ক্রিজে নিকোলাস পুরান ও শামরা ব্রুকস।
-
লতা স্মরণে নীরবতা পালন করল ভারত
ম্যাচ শুরুর আগে, লতা মঙ্গেশকরের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেন টিম ইন্ডিয়ার সদস্যরা।
#TeamIndia members observe a minute silence before start of play to pay their respects to Bharat Ratna Sushri Lata Mangeshkar ji.#RIPLataJi pic.twitter.com/YfP02zyiuA
— BCCI (@BCCI) February 6, 2022
-
ব্র্যাভো আউট
তৃতীয় উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ। ড্যারেন ব্র্যাভোকে ফেরালেন ওয়াশিংটন সুন্দর। ১৮ রান করে সাজঘরে ফিরলেন ব্র্যাভো। ডিআরএস নিয়েছিল ভারত। এবং সেই ডিআরএস সফল হওয়ায় তৃতীয় উইকেট পেল টিম ইন্ডিয়া।
-
কিং আউট
ওয়াশিংটন সুন্দর ফেরালেন ব্র্যান্ডন কিংকে। দ্বিতীয় উইকেট হারাল ক্যারিবিয়ানরা। ১৩ রান করে মাঠ ছাড়লেন কিং
-
১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৩৯/১
১০ ওভারের খেলা শেষ। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ক্যারাবিয়ানরা তুলেছে ৩৯ রান।
ড্যারেন ব্র্যাভো ব্যাট করছেন ১৫ রানে। ব্র্যান্ডন কিং রয়েছেন ১২ রানে।
After 10 overs, West Indies are 39/1
Live – https://t.co/VNmt1PeR9o #INDvWI @Paytm pic.twitter.com/Q4HUeGAYRj
— BCCI (@BCCI) February 6, 2022
-
লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত
লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন বিরাট কোহলিরা।
The Indian Cricket Team is wearing black armbands today to pay their respects to Bharat Ratna Lata Mangeshkar ji who left for her heavenly abode on Sunday morning. The queen of melody, Lata didi loved cricket, always supported the game and backed Team India. pic.twitter.com/NRTyeKZUDc
— BCCI (@BCCI) February 6, 2022
-
ভারতের প্রথম একাদশ
টিম ইন্ডিয়ার হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল দীপক হুডার।
দেখুন ভারতের প্রথম একাদশ:
A look at #TeamIndia's Playing XI for the 1st ODI.
Live – https://t.co/NH3En574vl #INDvWI @Paytm pic.twitter.com/SYFrR5LZ5F
— BCCI (@BCCI) February 6, 2022
-
ওয়েস্ট ইন্ডিজের প্রথম একাদশ
দেখুন ক্যারিবিয়ানদের প্রথম একাদশ:
The #MenInMaroon playing XI as we get ready for our second 50 over series of 2022 vs @BCCI ?? in our continues journey to @cricketworldcup 2023 #INDvsWI pic.twitter.com/ZNSCBB3Iv9
— Windies Cricket (@windiescricket) February 6, 2022
-
টস আপডেট
টসে জিতলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন হিটম্যান।
Captain @ImRo45 wins the toss and elects to bowl first in the 1st ODI against West Indies.
Live – https://t.co/VNmt1PeR9o #INDvWI pic.twitter.com/8qLvNHzX9p
— BCCI (@BCCI) February 6, 2022
Published On - Feb 06,2022 1:45 PM





