India vs West Indies: রোহিতদের হোয়াইটওয়াশের সামনে বাধা বৃষ্টি

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Feb 20, 2022 | 9:00 AM

রবিবার শেষ ম্যাচে খেলতে দেখা যেতে পারে ঋতুরাজ গায়কোয়াড়কে। গত বছর শ্রীলঙ্কা সফরে খেলার পর জাতীয় দলে আর খেলার সুযোগ পাননি ঋতুরাজ। স্কোয়াডে থাকলেও তাঁকে বেঞ্চেই থাকতে হয়েছে। শ্রীলঙ্কা সফরে দুটো টি-টোয়েন্টিতে ২১ আর ১৪ রান করেছিলেন ঋতুরাজ।

India vs West Indies: রোহিতদের হোয়াইটওয়াশের সামনে বাধা বৃষ্টি
ভারতীয় ক্রিকেট দল। ছবি: টুইটার

Follow Us

কলকাতা: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে গিয়েছে ভারত (Indian Cricket Team)। রবিবার নিয়মরক্ষার ম্যাচ। তবু নিয়মরক্ষার ম্যাচেও ফিরছে আরও ২০-২৫ হাজার দর্শক। ভরা ইডেনে (Eden Gardens) হোয়াইটওয়াশের লক্ষ্যে টিম ইন্ডিয়াও। নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর এ বার ঘরের মাঠে ক্যারিবিয়ানদেরও হোয়াইটওয়াশ করতে চান রোহিত, রাহুলরা। তবে রবিবারের ম্যাচে থাকছে বৃষ্টির ভ্রুকুটি। ৩-০ সিরিজ জয়ের সামনে রোহিতদের একমাত্র বাধা। কারণ রবিবার থেকেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারই ১০০টা টি-২০ ম্যাচ জয়ের নজির গড়েছে ভারতীয় দল। কুড়ি ওভারের ফরম্যাটে নিউজিল্যান্ডের কাছে বিশ্বকাপে হারের পর আর হারেনি ভারত। টানা ৮ ম্যাচ অপরাজিত। সিরিজের শেষ ম্যাচের আগেই বাড়ি ফিরে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) আর ঋষভ পন্থ। তাই রবিবারের ম্যাচে এগারো জনের দলে বেশ কয়েকটি বদল আনতে চলেছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক।

 

রবিবার শেষ ম্যাচে খেলতে দেখা যেতে পারে ঋতুরাজ গায়কোয়াড়কে। গত বছর শ্রীলঙ্কা সফরে খেলার পর জাতীয় দলে আর খেলার সুযোগ পাননি ঋতুরাজ। স্কোয়াডে থাকলেও তাঁকে বেঞ্চেই থাকতে হয়েছে। শ্রীলঙ্কা সফরে দুটো টি-টোয়েন্টিতে ২১ আর ১৪ রান করেছিলেন ঋতুরাজ। তবে দারুন ভাবে ফিরে আসেন আইপিএলে। আইপিএলে কমলা টুপির মালিক হন ঋতুরাজ। ১৬ ম্যাচে ৬৩৫ রান করেন। বিজয় হাজারে ট্রফিতেও ১৫০.৭৫ ব্যাটিং গড় নিয়ে ৫ ম্যাচে ৬০৩ রান করেন। তার মধ্যে ৪টে সেঞ্চুরি। এ বার তাঁকে দেখা যেতে পারে রবিবারের ম্যাচে। বিরাট কোহলি আর ঋষভ পন্থ বাড়ি ফিরে যাওয়ায় ঋতুরাজের খেলার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পারেন চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার। তিন নম্বরে ব্যাট করতে দেখা যেতে পারে ঈশান কিশানকে। আরও এক ক্রিকেটারের খেলার সম্ভাবনাও বাড়ছে রবিবারের ম্যাচে। তিনি শ্রেয়স আইয়ার। টি-টোয়েন্টি দলে থাকলেও দুটো ম্যাচেই এগারো জনের দলে ছিলেন না। কেকেআর ক্যাপ্টেন মুখিয়ে রবিবারের ইডেনে মাঠে নামতে।

 

দীপক হুডাকেও সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলানোর ভাবনায় টিম ম্যানেজমেন্ট। দুটো ম্যাচেই দুরন্ত পারফর্ম করা ভেঙ্কটেশ আইয়ারকে বিশ্রাম দেওয়া হতে পারে। চাহালের জায়গায় খেলানো হতে পারে কুলদীপ যাদবকে। হর্ষল প্যাটেলের পরিবর্তনে আবেশ খানকে খেলানোর ভাবনায় থিঙ্ক ট্যাঙ্ক। বৃহস্পতিবার থেকেই দেশের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে প্রত্যেককে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিতে চান রোহিত-রাহুলরা।

 

ইডেনের দুটো ম্যাচই হাইস্কোরিং হয়েছে। তবে বৃষ্টি বাধা হলে সেক্ষেত্রে রবিবারের ম্যাচ নিয়ে সংশয় থেকেই যায়। সিএবি আর শহরের ক্রিকেটপ্রেমীদের এখন বরুনদেবের কাছে একটাই প্রার্থনা- রবিবারের ম্যাচটা কোনওক্রমে উতরে যাক।

 

 

আরও পড়ুন: India vs West Indies: বায়ো-বাবল ভেঙে টিম থেকে সরলেন কোন ২ তারকা?

Next Article