আর কোনও অনুমান নয়। ডমিনিকায় প্রথম টেস্টেই অভিষেক হতে চলেছে তরুণ বাঁ হাতি ব্যাটার যশস্বী জয়সওয়ালের। শুধু তাই নয়, আজ থেকে শুরু হতে চলা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। ঘরোয়া ক্রিকেটে লাল-বলে ভালো পারফর্ম করেছেন। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণে তাঁর উত্থান প্রশংসনীয়। একটি সেঞ্চুরিও করেছেন রাজস্থান রয়্যালসের এই ওপেনার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্ট্যান্ড বাই ছিলেন যশস্বী। ওয়েস্ট ইন্ডিজ সফরে মূল স্কোয়াডে সুযোগ। এ বার অভিষেকের সামনে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। দলে দুই তরুণ মুখ যশস্বী জয়সওয়াল এবং ঋতুরাজ গায়কোয়াড়। পূজারার অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে কে ব্যাট করবেন, এই নিয়ে ধোঁয়াশা ছিল। মনে করা হয়েছিল, ঋতুরাজ কিংবা যশস্বীর মধ্যে কোনও একজনকে এই পজিশনে খেলানো হতে পারে। ভবিষ্যতের কথা ভেবে তিন নম্বরে দেখা হবে শুভমন গিলকে। এত দিন রোহিতের সঙ্গে ওপেন করেছেন শুভমন। ডমিনিকায় তিনি খেলবেন তিনে। রোহিতের নতুন ওপেনিং সঙ্গী যশস্বী। অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘গিল তিন নম্বরে খেলবে। ও নিজেও চাইছিল তিনে খেলতে। রাহুল দ্রাবিড়ের সঙ্গেও আলোচনা করেছে শুভমন। ওই পজিশনে খেললে আরও সাফল্য পাবে বলে মনে করে গিল। সে কারণেই যশস্বীকে ওপেন করানো হবে। ডান-বাঁ হাতি কম্বিনেশন রাখা যাবে।’
ওপেনিংয়ে নতুন কম্বিনেশনে ভরসা রাখছেন ভারত অধিনায়ক। ভারতীয় ব্যাটিং অর্ডারে এমনিতেই বাঁ হাতির অভাব। ঋষভ পন্থ না থাকায় মিডল অর্ডারে একমাত্র বাঁ হাতি ব্যাটার বলতে রবীন্দ্র জাডেজা। যশস্বীকে খেলানো টিম কম্বিনেশনে ব্যালান্স আনবে বলেই মত। অধিনায়ক বলছেন, ‘এখানে আমরা নতুন ওপেনিং কম্বিনেশন দেখে নিতে চাইছি। আশা করি এই কম্বিনেশনে সাফল্য আসবে এবং দীর্ঘদিন খেলা যাবে। আমরা বহু বছর ধরেই বাঁ হাতি ওপেনার খুঁজছি। অবশেষে পাওয়া গিয়েছে। আশা করি ও সুযোগ কাজে লাগাতে পারবে এবং ভালো পারফর্ম করবে।’