India vs Pakistan: সুপার সানডে-তে এশিয়া কাপে ভারত-পাক ফাইনাল, ১০ বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি কি করতে পারবেন যশ ধুলরা?

Jul 23, 2023 | 9:30 AM

ACC Emerging Teams Asia Cup: ২০১৩ সাল থেকে এই নিয়ে পঞ্চম বার এমার্জিং এশিয়া কাপ হচ্ছে। সিঙ্গাপুরে হয়েছিল প্রথম এমার্জিং এশিয়া কাপ। টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের অনূর্ধ্ব-২৩ টিম।

India vs Pakistan: সুপার সানডে-তে এশিয়া কাপে ভারত-পাক ফাইনাল, ১০ বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি কি করতে পারবেন যশ ধুলরা?
India vs Pakistan: সুপার সানডে-তে এশিয়া কাপে ভারত-পাক ফাইনাল, ১০ বছর আগের ইতিহাসের পুনরাবৃত্তি কি করতে পারবেন যশ ধুলরা?
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: এশিয়া কাপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ। এই ম্যাচ ঘিরে উত্তেজনার কমতি নেই। সিনিয়রদের এশিয়া কাপের আগে এমার্জিং এশিয়া কাপের (ACC Emerging Teams Asia Cup) ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। বছর দশেক আগে এমার্জিং এশিয়া কাপের উদ্বোধনী সংস্করণের ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল। সে বার সূর্যকুমার যাদবের নেতৃত্বে অনূর্ধ্ব-২৩ ভারতীয় দল হারিয়েছিল হাম্মাদ আজমের অনূর্ধ্ব-২৩ পাকিস্তান দলকে। ২০১৩ সালের পর ফের এমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ১০ বছর আগে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত যা করতে পেরেছিল, তার কি পুনরাবৃত্তি করতে পারবেন যশ ধুলরা? আজই পাওয়া যাবে এই প্রশ্নের উত্তর। তার আগে TV9Bangla Sports এর এই প্রতিবেদনে দেখে নিন এমার্জিং এশিয়া কাপে ভারতের জয়ের পরিসংখ্যান।

২০১৩ সাল থেকে এই নিয়ে পঞ্চম বার এমার্জিং এশিয়া কাপ হচ্ছে। সিঙ্গাপুরে হয়েছিল প্রথম এমার্জিং এশিয়া কাপ। টুর্নামেন্টের উদ্বোধনী সংস্করণে পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতের অনূর্ধ্ব-২৩ টিম। সেই ম্যাচে ৯৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন লোকেশ রাহুল। ৫১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন মনপ্রীত জুনেজা। বাবা অপরাজিত, সন্দীপ শর্মাদের দাপটে ৪৭ ওভারে ১৫৯ রান তুলে অল আউট হয়ে গিয়েছিল পাকিস্তান। ১৬০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৩.৪ ওভারে লক্ষ্যপূরণ করে নেয় সূর্যকুমারের ভারত।

এসিসি এমার্জিং টিমস এশিয়া কাপের উদ্বোধনী সংস্করণের পর ৩ বছর বাদ দিয়ে ২০১৭ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ। সে বার এমার্জিং এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। সে বার পাক দলকে হারিয়েছিল লঙ্কানরা।

এরপর ২০১৮ সালে এমার্জিং এশিয়া কাপের আয়োজক ছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। তৃতীয় সংস্করণে ফের চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। সে বার ভারতকে হারিয়ে খেতাব জিতেছিল দ্বীপরাষ্ট্র। জয়ন্ত যাদবের নেতৃত্বে ভারত সে বার শ্রীলঙ্কার দেওয়া ২৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬৭ রান তোলে। ফলে ৩ রানে সেই ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা।

২০১৯ সালের এমার্জিং এশিয়া কাপের সর্বশেষ সংস্করণ হয়েছিল বাংলাদেশে। সে বার আয়োজক দেশ বাংলাদেশ ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তানের। বাংলাদেশকে ৭৭ রানের ব্যবধানে হারায় পাক ক্রিকেট দল। উল্লেখ্য, এখনও অবধি এই টুর্নামেন্টে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা আর ১ বার করে জিতেছে ভারত ও পাকিস্তান।

Next Article