India vs Ireland Series : এশিয়া কাপের আগে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারত, সূচি প্রকাশ্যে

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 28, 2023 | 11:57 AM

আয়ারল্যান্ড সফর দিয়ে ২২ গজে কামব্যক করতে পারেন জসপ্রীত বুমরা। বিসিসিআই এর জোর প্রচেষ্টা চালাচ্ছে।

India vs Ireland Series : এশিয়া কাপের আগে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারত, সূচি প্রকাশ্যে

Follow Us

দম ফেলার ফুরসত নেই ভারতীয় দলের। আগামী ১২ জুলাই থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। সফরে ২টি টেস্ট, তিন ম্যাচের ওডিআই ও পাঁচটি টি-২০ ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। মাস খানেক ধরে চলবে এই সফর। তারপর অগস্ট মাসের শেষ থেকে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ। এই দুটি সিরিজের মাঝে ঝটিকা সফরে আয়ারল্যান্ডে যাচ্ছে ভারতীয় দল (India vs Ireland)। বিসিসিআইয়ের তরফে আনুষ্ঠানিকভাবে আয়ারল্যান্ড সফরের সূচি ঘোষণা করা হয়নি। তবে ভারতীয় দল যে আগামী ১৮ অগস্ট থেকে আইরিশদের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে তা দেশটির ক্রিকেট বোর্ডের তরফে নিশ্চিত করা হয়েছে। গতবছরও জুন মাসে আয়ারল্যান্ড সফরে ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল ভারত। মেন ইন ব্লু-কে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এ বারও হার্দিকের নেতৃত্বে খেলতে পারে টিম ইন্ডিয়া। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ হচ্ছে ১৩ অগস্ট। এরপর ভারতের টি-২০ দলের সদস্যরা আয়ারল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন। ক্রিকেট আয়ারল্যান্ডের সিইও ওয়ারেন ডুট্র্যাম আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, “১২ মাসের মধ্যে দ্বিতীয় বার ভারতীয় দলকে স্বাগত জানাতে আমরা তৈরি। ২০২২ সালে ভারত-আয়ারল্যান্ড ম্যাচে কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম দেখেছি। যে কারণে এ বার তিন ম্যাচের সিরিজের আয়োজন করা হয়েছে। ক্রিকেট ফ্যানদের সুবিধে অনুযায়ী শিডিউল তৈরি করা হয়েছে। এখানে শুক্রবার থেকে রবিবার ম্যাচ খেলা হবে যাতে বেশি সংখ্যক সমর্থকরা স্টেডিয়ামে ম্যাচ দেখতে আসতে পারেন।” আয়ারল্যান্ড সফর দিয়ে ২২ গজে কামব্যক করতে পারেন জসপ্রীত বুমরা।

ব্যস্ত শিডিউল থেকে তিনটে দিনের সময় বের করে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারতীয় দল। ১৮ অগস্ট, ২০ অগস্ট ও ২৩ অগস্ট তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলা হবে। তিনটি ম্য়াচেই খেলা হবে মালাহাইড স্টেডিয়ামে। ভারতীয় সময় অনুসারে দুপুর সাড়ে তিনটে থেকে শুরু হবে ম্যাচ।

Next Article