India vs Pakistan : বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ দেখতে ট্যাঁকের কড়ি কত খসবে? কোথায় মিলবে টিকিট?

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Jun 28, 2023 | 12:47 PM

সময় থাকতেই বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ও অন্যান্য ম্যাচগুলির টিকিট বিক্রি নিয়ে খোঁজ শুরু হয়ে গিয়েছে। কোথায় টিকিট কাটবেন, দামই বা কেমন হতে পারে?

India vs Pakistan : বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ দেখতে ট্যাঁকের কড়ি কত খসবে? কোথায় মিলবে টিকিট?
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা : ক্রিকেট সর্বস্ব দেশে আগামী অক্টোবর-নভেম্বর মাসে ওডিআই বিশ্বকাপ (ICC Men’s Cricket World Cup 2023)। ভারতের ম্যাচ থাকুক বা নাই থাকুক, স্টেডিয়ামে ভিড় জমাবেন এ দেশের ক্রিকেটপ্রেমীরা। এতে সন্দেহ নেই। এই উন্মাদনার কারণেই ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এক লক্ষেরও বেশি ক্যাপাসিটি যুক্ত এই স্টেডিয়ামে যাতে লাখো মানুষ একসঙ্গে বসে ব্লকবাস্টার ম্যাচ উপভোগ করতে পারেন। হাতে এখনও মাস চারেক সময় রয়েছে। কিন্তু ওডিআই বিশ্বকাপের সূচি প্রকাশ হতেই ভারত-পাক ম্যাচের (India vs Pakistan) টিকিট নিয়ে খোঁজ শুরু করে দিয়েছেন উৎসাহীরা। কারণ এই হাইভোল্টেজ ম্যাচের ‘মহামূল্যবান’ টিকিট পাওয়া খুব মুশকিল। অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই ঝড়ের গতিতে সব নিঃশেষ হয়ে যায়। অফলাইনে বিক্রির জন্য কম সংখ্যক টিকিট পড়ে থাকে। স্টেডিয়ামের বাইরে দীর্ঘ লাইন দিয়ে টিকিট পেতে কালঘাম ছোটে দর্শকদের। তাই সময় থাকতেই বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ ও অন্যান্য ম্যাচগুলির টিকিট বিক্রি নিয়ে খোঁজ শুরু হয়ে গিয়েছে। কোথায় টিকিট কাটবেন, দামই বা কেমন হতে পারে? বিস্তারিত রইল TV9 Bangla Sportsর এই প্রতিবেদনে।

২০২৩ ওডিআই বিশ্বকাপের ১০টি স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শকের সমাগমের আশা করা হচ্ছে। প্রতিটি স্টেডিয়ামকে ঢেলে সাজানো হচ্ছে। অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত স্টেডিয়ামগুলিতে লাখ খানেক দর্শক ভিড় জমালেও যাতে অসুবিধে না হয় তার জোর প্রচেষ্টা চালাবে বিসিসিআই। বোর্ডের আশা, বিশ্বকাপের ম্যাচগুলির টিকিটের প্রবল চাহিদা থাকবে। বিশেষ করে মোদী স্টেডিয়ামে ভারত-পাক ম্যাচের টিকিট নিয়ে হাহাকার পড়ে যাওয়ার কথা। সবে মাত্র বিশ্বকাপের সূচি প্রকাশ হয়েছে। কিছুদিনের মধ্যে টিকিট বিক্রির প্রক্রিয়াও শুরু হয়ে যাওয়ার কথা। মূলত অনলাইনে বিক্রি হবে টিকিট। অফলাইনে টিকিট কাটারও সুযোগ থাকছে।

কোন কোন ওয়েবসাইট/অ্যাপ থেকে কাটা যাবে টিকিট?

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ওয়েবসাইট বা অ্যাপ থেকে পাওয়া যাবে টিকিট। এছাড়া পেটিএম, পেটিএম ইনসাইডার, বুক মাই শো অ্যাপগুলি থেকেও টিকিট কাটা যাবে।

টিকিটের দাম

টিকিটের দাম কমপক্ষে ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। তবে ভেনু ও ম্যাচের উপর নির্ভর করবে টিকিটের মূল্যের বাড়া কমা। যেমন ১৫ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচের চাহিদা থাকবে অত্যধিক। তাই ম্যাচের টিকিটের দাম অবশ্যই চড়ার দিকে থাকার কথা। বিশেষ ক্যাটাগরিতে ভারত-পাক ম্যাচের টিকিটের মূল্য ৩ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত গড়াতে পারে।

Next Article