T20 World Cup: বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন কোহলিরা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Sep 18, 2021 | 1:58 PM

অক্টোবরের ১৮ তারিখ ইংল্যান্ড এবং ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। দুটো ম্যাচই সম্প্রচারিত হবে টিভিতে। দুবাইয়ে (Dubai) সন্ধে সাড়ে ৭টার সময় হবে ভারত-ইংল্যান্ড ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটা হবে দুপুর ৩টে ৩০-এ।

T20 World Cup: বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন কোহলিরা
ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্কে বিশ্বকাপের একাধিক অঙ্ক: টুইটার

Follow Us

দুবাই: টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আগে দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলবেন কোহলিরা। ইংল্যান্ড (England) এবং অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। জানালেন বোর্ডের (BCCI) এক কর্তা। ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করবেন কোহলিরা। তার আগেই দুটো ওয়ার্ম আপ (Warm-up Match) ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবেন রোহিত-রাহুলরা।

অক্টোবরের ১৮ তারিখ ইংল্যান্ড এবং ২০ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে ভারত। দুটো ম্যাচই সম্প্রচারিত হবে টিভিতে। দুবাইয়ে (Dubai) সন্ধে সাড়ে ৭টার সময় হবে ভারত-ইংল্যান্ড ম্যাচ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচটা হবে দুপুর ৩টে ৩০-এ। গত ৮ সেপ্টেম্বর বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা করে নির্বাচক কমিটি। ১৫ জনের দলে নেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin)। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ বার দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে খেলেছিলেন অশ্বিন। পরবর্তীতে শোনা যায়, অশ্বিনকে বিশ্বকাপের দলে রাখতে একরকম জোর করেন রোহিত শর্মা (Rohit Sharma)। কোভিড বিধি মেনেই সফল ভাবে মরুশহরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে মরিয়া ভারতীয় ক্রিকেট বোর্ড। অতিমারি পরিস্থিতির জন্যই ভারত থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহি আর ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করছে বিসিসিআই। ১৭ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফাইনাল ১৪ নভেম্বর। সুপার টুয়েলভের (Super Twelve) খেলা শুরু হবে ২৩ অক্টোবর থেকে।

২৪ অক্টোবর শারজায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও আছে নিউজিল্যান্ড (New Zealand), আফগানিস্তান (Afghanistan)। দুটো কোয়ালিফাইং দলও থাকবে ভারতের গ্রুপে। ১০ নভেম্বর আবু ধাবিতে (Abu Dhabi) প্রথম সেমিফাইনাল। দ্বিতীয় সেমিফাইনাল ১১ তারিখ দুবাইয়ে। দুটো সেমিফাইনালের জন্যই এ বারে রিজার্ভ ডে রাখা হয়েছে। ১৪ নভেম্বর দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ফাইনালের জন্যও অতিরিক্ত ১ দিন রাখা হয়েছে।

 

আরও পড়ুন: India vs New Zealand 2021: ২৮ বছর পর টেস্ট ফিরছে লখনউয়ে

Next Article