India vs New Zealand 2021: ২৮ বছর পর টেস্ট ফিরছে লখনউয়ে

১৯৯৪ সালে একবারই লখনউয়ে টেস্ট আয়োজিত হয়েছিল। ভারত-শ্রীলঙ্কা টেস্ট (India vs Sri Lanka Test) অনুষ্ঠিত হয়েছিল কেডিএস বাবু স্টেডিয়ামে (KDS Babu Stadium)। ভারত-নিউজিল্যান্ড টেস্টের দুটো ভেনুই ঠিক করে ফেলেছে বোর্ড। প্রথম টেস্ট হবে লখনউতে। দ্বিতীয় টেস্ট হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে

India vs New Zealand 2021: ২৮ বছর পর টেস্ট ফিরছে লখনউয়ে
লখনউ স্টেডিয়াম। ছবি: টুইটার

নয়াদিল্লি: ২৮ বছর পর টেস্ট ম্যাচ ফিরতে চলেছে লখনউতে (Lucknow)। টি-২০ বিশ্বকাপ (T-20 World Cup) শেষ হওয়ার পরই নিউজিল্যান্ড ক্রিকেট টিম (New Zealand Cricket Team) আসছে ভারত সফরে। ভারতে দুটো টেস্ট ম্যাচের সিরিজ এবং ৩টে টি-টোয়েন্টি সিরিজ খেলবে কিউয়িরা।
২০১৬ সাল থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচ শুরু হয় নবনির্মিত অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে (Atal Bihari Vajpayee Stadium)। উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থা অনেকদিন ধরেই আন্তর্জাতিক ম্যাচের জন্য অপেক্ষা করেছিল। অবশেষে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে। ১৯৯৪ সালে একবারই লখনউয়ে টেস্ট আয়োজিত হয়েছিল। ভারত-শ্রীলঙ্কা টেস্ট (India vs Sri Lanka Test) অনুষ্ঠিত হয়েছিল কেডিএস বাবু স্টেডিয়ামে (KDS Babu Stadium)। ভারত-নিউজিল্যান্ড টেস্টের দুটো ভেনুই ঠিক করে ফেলেছে বোর্ড। প্রথম টেস্ট হবে লখনউতে। দ্বিতীয় টেস্ট হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
লখনউকে নতুন টেস্ট সেন্টার করতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বোর্ড সূত্রের খবর, পরবর্তী আইপিএলে লখনউ থেকে একটি ফ্র্যাঞ্চাইজি দলকে দেখা যেতে পারে। অপর ফ্র্যাঞ্চাইজি দলের হোম গ্রাউন্ড হবে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। লখনউয়ের নবনির্মিত অত্যাধুনিক অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামের দর্শকাসন ৭০ হাজার। ভারতে টি-২০ বিশ্বকাপের জন্যও লখনউয়ের স্টেডিয়ামকে শর্টলিস্ট করেছিল বিসিসিআই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষের পর দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে যাবে ভারতীয় দল। ডিসেম্বরে প্রোটিয়া সফরে ৩ টেস্ট ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ফেব্রুয়ারি-মার্চে ভারত সফরে এসে ২টো টেস্ট ম্যাচের সিরিজ এবং ৩টে টি-২০ ম্যাচের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। একটা টেস্ট আয়োজিত হবে মুম্বইয়ে। অপর টেস্ট কোথায় হবে তা এখনও ঠিক করেনি বিসিসিআই।

 

আরও পড়ুন: Pele Health: তড়িঘড়ি ফের আইসিউতে পেলে, তবে এখন স্থিতিশীল

Read Full Article

Click on your DTH Provider to Add TV9 Bangla