IND W vs ENG W: সিরিজ বাঁচানোর ম্যাচ, ইংল্যান্ডের বিরুদ্ধে আজ হয়তো একাদশে বাংলার পেসার
India vs England 2nd T20I Preview: অভিষেক ম্যাচে দুই স্পিনার সাইকা ইসাক ও শ্রেয়াঙ্কা পাটিল শুরুতে স্নায়ুর চাপে ভুগছিলেন। ম্যাচ যত এগিয়েছে, ঘুরে দাঁড়িয়েছেন দু-জনই। তবে শুরুতে উইকেট তুলতে না পারলে প্রতিপক্ষ অ্যাডভান্টেজে থাকে। রেনুকা সিং প্রথম ওভারে চাপ তৈরি করলেও তাঁর বোলিং সঙ্গী পূজা কার্যকরী ভূমিকা নিতে পারেননি। যা পরিস্থিতি, এই ম্যাচে খেলানো হতে পারে তিতাস সাধুকে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ হোক কিংবা এশিয়ান গেমস। সুইং এবং গতির যে মুন্সিয়ানা দেখিয়েছেন তিতাস, তাতে তাঁকে খেলালে লাভ ভারতীয় দলেরই।
মুম্বই: নতুন শুরু সুখকর হয়নি ভারতের। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উন্নতির জায়গা অনেক। মূল ভাবনা দুটো বিষয়ে। ভারতীয় মহিলা দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েই অমোল মুজুমদার বার্তা দিয়েছিলেন ফিটনেস ও ফিল্ডিং নিয়ে কোনও আপোষ করা হবে না। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩৮ রানে হার ভারতের। তার অন্যতম কারণ ফিল্ডিং। দ্বিতীয় কারণ নিঃসন্দেহে পাওয়ার হিটিং। বাংলাদেশ সফরে ভারতের অন্যতম হতাশার কারণ ছিল সেটাই। যা এখনও মেটেনি। আজ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি। হরমনপ্রীত কৌরদের কাছে সিরিজ বাঁচানোর ম্যাচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম ম্যাচে মনে করা হয়েছিল, সুযোগ পাবেন বাংলার পেসার তিতাস সাধু। যদিও তাঁকে খেলানো হয়নি। অভিষেক হয়েছিল বাংলার বাঁ হাতি স্পিনার সাইকা ইসাকের। প্রথম ম্যাচে তিতাস ফিট ছিলেন না, এমনটাই জানিয়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। পাশাপাশি আরও জানিয়েছেন, একাদশে তৃতীয় পেসার প্রয়োজন। গত ম্যাচে প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়েছিলেন রেনুকা সিং ঠাকুর। দ্বিতীয় পেসার পূজা বস্ত্রকার সেই অর্থে দাগ কাটতে পারেননি। পূজাকে খেলানোর অন্যতম কারণ, তাঁর ব্যাটিংয়ের হাত ভালো। তবে মূল ভূমিকায় ব্যর্থ হলে সমস্যা বাড়ে দলের। তাঁর ৪ ওভারে ৪৪ রান তুলেছে ইংল্যান্ড। বোর্ডে ভারতের জন্য ১৯৮ রানের বিশাল লক্ষ্য দেয়।
অভিষেক ম্যাচে দুই স্পিনার সাইকা ইসাক ও শ্রেয়াঙ্কা পাটিল শুরুতে স্নায়ুর চাপে ভুগছিলেন। ম্যাচ যত এগিয়েছে, ঘুরে দাঁড়িয়েছেন দু-জনই। তবে শুরুতে উইকেট তুলতে না পারলে প্রতিপক্ষ অ্যাডভান্টেজে থাকে। রেনুকা সিং প্রথম ওভারে চাপ তৈরি করলেও তাঁর বোলিং সঙ্গী পূজা কার্যকরী ভূমিকা নিতে পারেননি। যা পরিস্থিতি, এই ম্যাচে খেলানো হতে পারে তিতাস সাধুকে। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ হোক কিংবা এশিয়ান গেমস। সুইং এবং গতির যে মুন্সিয়ানা দেখিয়েছেন তিতাস, তাতে তাঁকে খেলালে লাভ ভারতীয় দলেরই। নতুন বলে এমনই একজন পেসার প্রয়োজন। হরমনপ্রীতও তেমনই ইঙ্গিত দিয়েছেন। নতুন বলে আজ রেনুকার সঙ্গে জুটি বাঁধতে দেখা যেতে পারে তিতাসকে। স্পিন বোলিং অলরাউন্ডার কনিকা আহুজাকে বসানো হতে পারে।
ভারতের ফিল্ডিং যেমন খারাপ হয়েছে, তেমনই আলোচনায় পাওয়ার হিটিংও। বোর্ডে বিশাল রানের লক্ষ্য। টপ অর্ডার পারফর্ম করতে না পারলে এমনই চাপ বাড়ে। ইংল্যান্ডের দুই হাফসেঞ্চুরিয়ন ড্যানি ওয়েট প্রায় ১৬০ এবং ন্যাট সিবার প্রায় ১৪৫ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন। সেখানে ভারতীয় দলের সেরা স্ট্রাইকরেট ছিল পাঁচে নামা রিচা ঘোষের। ১৬ বলে ২১ রান করেছিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুত রান তুলতে না পারলে যে জেতা সম্ভব নয়, এ আর নতুন কী! পিচ যে ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল, তা বলা যায় না। লক্ষ্য বড় ছিল নিঃসন্দেহে। তবে টপ অর্ডার মজবুত ভিত গড়তে পারলে শেষ দিকে রিচা দ্রুত গতিতে রান তুলতে পারার ক্ষমতা রাখেন। বাকি ব্যাটারদেরও যে বাড়তি দায়িত্ব নিতে হবে, এ বিষয়ে সন্দেহ নেই। গত ম্যাচে উল্লেখযোগ্য রান শেফালির। হাফসেঞ্চুরি করেছিলেন এই ওপেনার।
ভারত বনাম ইংল্যান্ড, সন্ধে ৭টা, স্পোর্টস ১৮, জিও সিনেমা, ফ্যানকোডে সরাসরি