IND-W vs ENG-W, T20I Live Score: রিচা-স্মৃতির লড়াই সত্ত্বেও ভারতের হার
India vs England, T20 World Cup Live Score: টি-২০ বিশ্বকাপে আজ মুখোমুখি ভারত-ইংল্যান্ড। দেখুন এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

টি-২০ বিশ্বকাপের (Women’s T20 World Cup) নকআউটের পথ পরিষ্কার করা ছাড়াও ইতিহাস বদলানোর চ্যালেঞ্জ ছিল ভারতের সামনে। ব্যাটে-বলে ভারতের দুর্দান্ত লড়াই সত্ত্বেও অল্পের জন্য ম্যাচ জিততে পারল না ভারত। কুড়ি বিশের বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়ার অপেক্ষা বাড়ল। বল হাতে রেণুকা সিং ঠাকুরের অনবদ্য পারফরম্যান্স এবং স্মৃতি মান্ধানা, রিচা ঘোষদের লড়াই বৃথা গিয়েছে। রেণুকা নিলেন পাঁচ উইকেট। মান্ধানা অর্ধশতরান করেন। অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে রিচা ঘোষ আশা জোগালেও দিনের শেষে ১১ রানে হেরে গিয়েছে ভারতের মেয়েরা। ১৫১ রান তাড়া করতে নেমে ভারত থামল ১৪০-এ।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে
১. ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ ১১ রানে হারল ভারত।
২. সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেললেন ওপেনার স্মৃতি মান্ধানা।
৩. ৩৪ বলে ৪৭ রানের ইনিংস রিচা ঘোষের।
৪. চেষ্টা করেও দলকে জেতাতে পারলেন না রিচা।
৫. সর্বাধিক দুটি উইকেট সারা গ্লেনের।
৬. তিনটি ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ দুইয়ের শীর্ষে ইংল্যান্ড।
৭. দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ৪।
৮. এই হারে সামান্য হলেও চাপে থাকবে ভারত।
৯. ইংল্যান্ডের নকআউটের পথ পরিষ্কার।
-
ভারতের হার
চলতি টি-২০ বিশ্বকাপে প্রথম হার ভারতের। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫১ রান তাড়া করতে নেমে ১৪০ রানে থেমে গেল ভারত। ১১ রানে হার ভারতের। ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলেও ভারতকে জেতাতে পারলেন না রিচা।
-
-
রান আউট দীপ্তি
৭ রান করে রান আউট হয়ে ফিরলেন দীপ্তি শর্মা। ক্রিজে পূজা বস্ত্রকার। ম্যাচ হাতের বাইরে যাচ্ছে।
-
মান্ধানার অর্ধশতরান
চাপের মুখে স্মৃতি মান্ধানার অর্ধশতরান। ছক্কা হাঁকিয়ে ৫০ রান পূর্ণ করলেন। হাফ সেঞ্চুরি করেই সাজঘরের পথ ধরলেন স্মৃতি। ৪১ বলে ৫২ রান। ক্রিজে দীপ্তি শর্মা
-
আউট ক্যাপ্টেন
একলস্টোনের বলে বড় শট খেলতে গিয়ে তাড়াহুড়োয় ক্যাচ দিয়ে বসলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ১০.৩ ওভারে ৬২/৩। ক্রিজে রিচা ঘোষ।
-
-
ফিরলেন জেমাইমা
৯.১ ওভারে জেমাইমাকে ফেরালেন সারা গ্লেন। ১৬ বলে ১৩ রান। ১০ ওভারে ভারত ৬২/২।
-
প্যাভিলিয়নে শেফালি
শেফালির উইকেট হারাল ভারত। ৪.৫ ওভারে ভারত ৩৫/১।
-
ভারতের ইনিংস শুরু
রান তাড়ায় নামলেন শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধানা।
-
১৫১ রানে থামল ইংল্যান্ড
নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রানে থামল ইংল্যান্ড। ম্যাচ জিততে ভারতের প্রয়োজন ১৫২ রান।
-
রেণুকার পাঁচ উইকেট
ক্যাথরিন স্কিভার ব্রান্টকে (০) আউট করে ম্যাচে পঞ্চম উইকেট নিলেন রেণুকা সিং।
-
পঞ্চম উইকেট হারাল ইংল্যান্ড
পাঁচ উইকেট হারাল ইংল্যান্ড। ন্যাট স্কিভার ব্রান্টকে (৫০) ফেরালেন দীপ্তি শর্মা।
-
প্যাভিলিয়নে ইংল্যান্ড ক্যাপ্টেন
চতুর্থ উইকেট হারাল ইংল্যান্ড। ক্যাপ্টেন হেদার নাইটকে (২৮) ফেরালেন শিখা পাণ্ডে। ১১.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮০ রান।
-
রেণুকার তৃতীয় উইকেট
সেই রেণুকা। ওপেনার সোফিয়া ডাঙ্কলেকে (১০) বোল্ড আউট করলেন। ইংল্যান্ড ৪.৪ ওভারে ২৯/৩। তিনটি উইকেট রেণুকার।
-
দ্বিতীয় উইকেট ডাউন
রেণুকার দ্বিতীয় ধাক্কা। এলিস ক্যাপ্সি (৩)কে ফেরালেন ভারতের তরুণ পেসার। ইংল্যান্ডের স্কোর ২.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১০।
-
প্রথমেই সাফল্য
দ্বিতীয় বলেই উইকেট। রেণুকা বল ড্যানিয়াল ওয়েটের ব্য়াটের কানায় লেগে জমা পড়ল রিচা ঘোষের দস্তানায়। ইংল্যান্ড ১-১।
-
শুরু ম্যাচ
ইংল্যান্ডের হয়ে ইনিংসের সূচনায় সোফিয়া ডাঙ্কলে এবং ড্যানিয়েল ওয়েট। বোলিংয়ের সূচনায় রেণুকা সিং ঠাকুর।
-
ইংল্যান্ডের একাদশ
অপরিবর্তিত ইংল্যান্ডের একাদশ।
ইংল্যান্ডের একাদশ: সোফিয়া ডাঙ্কলে, ড্যানিয়েল ওয়েট, এলিস ক্য়াপ্সি, ন্যাট স্কিভার ব্রান্ট, হেদার নাইট (অধিনায়ক), এমি জোন্স, ক্যাথরিন স্কিভার ব্রান্ট, সোফি একলস্টোন, শার্লট ডিন, সারা গ্লেন, লরেন বেল।
-
ভারতীয় দলে পরিবর্তন
ভারতীয় দলে একটি পরিবর্তন। দেবিকা বৈদ্যর জায়গায় শিখা পাণ্ডে। আবহাওয়ার কারণেই এই পরিবর্তন। জানালেন ক্যাপ্টেন হরমন।
ভারতের একাদশ: শেফালি ভার্মা, স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগজ, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, শিখা পাণ্ডে, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, রেণুকা ঠাকুর।
-
টস আপডেট
টস জিতলেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। প্রথমে ফিল্ডিং করবে ভারত।
-
পরিসংখ্যান ইংল্যান্ডের পক্ষে
২৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা হয়েছে দুই দলের মধ্যে। ভারত জিতেছে মাত্র ৭টি ম্যাচে। ইংল্যান্ড জিতেছে ১৯টি ম্যাচে।
-
কিছুক্ষণ পরই হবে টস
টস হবে সন্ধ্যা ৬টা নাগাদ।
Published On - Feb 18,2023 5:30 PM
