INDW vs IREW, T20I Highlights: ডাকওয়ার্থ লুইসে জয়, বিশ্বকাপের সেমিফাইনালে ভারত
India Women vs Ireland Women T20 World Cup Live Score: বেরহায় আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারত-আয়ার্ল্যান্ড। দেখুন এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
বেরহা: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অভিযান শুরু হয়েছিল অনবদ্য় জয়ে। তবে ইংল্য়ান্ডের কাছে হেরে কিছুটা হলেও চাপে ছিল ভারতীয় শিবির। ইংল্য়ান্ডের বিরুদ্ধে বোলিংয়ে রেণুকা সিংয়ের অনবদ্য় পারফরম্য়ান্স। ব্য়াট হাতে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ জয়ের দোরগোড়ায় নিয়েছিলেন দলকে। শেষ অবধি মাত্র ১১ রানে হার। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। তার আগের বার সেমিফাইনাল। আয়ার্ল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছলো ভারত। প্রথমে ব্য়াট করে আয়ার্ল্যান্ডকে বড় রানের লক্ষ্য দেয় ভারত। প্রথম ওভারেই জোড়া ধাক্কা আয়ার্ল্য়ান্ড শিবিরে। তাদের ৫৪-২ স্কোরে প্রবল বৃষ্টি নামে। অপেক্ষা করেও ম্যাচ শুরু করা যায়নি। টানা তৃতীয় বার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ভারত। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচের লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-র পেজে।
LIVE Cricket Score & Updates
-
এক নজরে…
- টসে জিতে ব্যাটিং নেয় ভারত।
- স্মৃতি মান্ধানার শতরানের সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান করে ভারত।
- প্রথম ওভারেই ২ উইকেট হারায় আয়ার্ল্যান্ড।
- আয়ার্ল্যান্ডের ৫৪-২ স্কোরে প্রবল বৃষ্টি নামে।
- অপেক্ষা করেও ম্যাচ আর শুরু করা যায়নি।
- ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫ রানে জয়ী ভারত।
- টানা তিন বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত।
-
প্রচণ্ড হাওয়া
বেরহায় প্রচণ্ড হাওয়া। বাউন্ডারি লাইনের বিজ্ঞাপনী বোর্ডও উড়ে যাচ্ছে। পেসাররা সহযোগিতা পাচ্ছেন।
-
-
প্রথম ওভারে জোড়া উইকেট
ইনিংসের প্রথম বলেই উইকেট হারাল আয়ার্ল্যান্ড। দ্বিতীয় রান নিতে গিয়েছিলেন হান্টার। জেমাইমার থ্রো ধরে রান আউটে কোনও ভুল করেননি রিচা ঘোষ।
ওভারের পঞ্চম বলে অর্লা প্রেন্ডাগস্টকে বোল্ড করেন রেণুকা। প্রথম ওভারে মাত্র ৫ রানেই ২ উইকেট আয়ার্ল্যান্ডের।
-
এক নজরে…
- টসে জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর।
- কেরিয়ারের ১৫০ তম ম্যাচ খেলছেন হরমন।
- শেফালি-স্মৃতি জুটির অনবদ্য শুরু।
- অবশেষে ৬২ রানে শেফালির আউটে জুটি ভাঙে।
- স্মৃতি মান্ধানা শতরানের দিকে এগচ্ছিলেন। ৮৭ রানে ফেরেন।
- ভারতের ইনিংস শেষ হয় ১৫৫-৬।
-
অল্পের জন্য…
অল্পের জন্য! অনেকটাই দূর যদিও। দুর্দান্ত ছন্দে ছিলেন। টি-টোয়েন্টিতে কেরিয়ারের সর্বাধিক রান করলেন। শতরান হল না যদিও। ৮৭ রানে ফিরলেন স্মৃতি।
-
-
মাইলফলকের ম্যাচে…
মাইলফলকের ম্যাচে বড় রান এল না অধিনায়ক হরমনপ্রীত কৌরের। জেমাইমার পরিবর্তে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নেমেছিলেন অধিনায়ক। তাতে ফর্ম ফিরে পেলেন না। মাত্র ২০ বলে ১৩ রানে ফিরলেন হরমনপ্রীত। চারে রিচাকে প্রোমোশন। কিন্তু প্রথম বলেই ফিরলেন তিনি। এ বারের বিশ্বকাপে প্রথম বার আউট হলেন রিচা।
-
টি-টোয়েন্টিতে ২১
কেরিয়ারের ২১তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক অর্ধশতরান করলেন স্মৃতি মান্ধানা। গত ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধেও অর্ধশতরান করেছিলেন।
-
বড় রান, প্রথম উইকেট
ওপেনিং জুটি ভাঙল ভারতের। ইনিংসের দশম ওভারে আউট শেফালি ভার্মা। ২৯ বলে ৪০ রানে ফিরলেন শেফালি। ক্রিজে মাইলফলকের ম্য়াচে নামা হরমনপ্রীত কৌর।
-
স্মৃতির ড্রাইভ…
গত ম্য়াচের ছন্দ ধরে রেখেছেন। ঠিক যেখানে শেষ করেছিলেন সেভাবেই শুরু করলেন স্মৃতি মান্ধানা। চোখ ধাঁধানো ড্রাইভ তাঁর ব্য়াটে। ৩ ওভার শেষে ভারতের স্কোর ১৬-০।
-
প্রথমে ব্য়াট
প্রথমে ব্য়াট করে বোর্ডে বড় রান তোলাই লক্ষ্য় ভারতের। ক্রিজে স্মৃতি মান্ধানা-শেফালি ভার্মার বিধ্বংসী জুটি।
-
রাধার বদলি দেবিকা
অসুস্থতার কারণে খেলতে পারছেন না রাধা যাদব। তাঁর পরিবর্তে ভারতের একাদশে অলরাউন্ডার দেবিকা বৈদ্য়। এক নজরে ভারতের একাদশ-স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমাইমা রডরিগজ, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, দেবিকা বৈদ্য, পূজা বস্ত্রকার, শিখা পান্ডে, রাজেশ্বরী গায়কোয়াড়, রেণুকা সিং ঠাকুর।
ভারত অধিনায়ক টসে জিতে ব্যাটিং নিয়েছেন। কেরিয়ারের ১৫০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন হরমনপ্রীত। ভারতীয় ক্রিকেটারদের মধ্য়ে পুরুষ ও মহিলা উভয় দিক থেকেই রেকর্ড।
আয়ার্ল্যান্ড একাদশ-অ্যামি হান্টার, গাবি লুইস, অর্লা প্রেন্ডারগাস্ট, লরা ডেলানি, আইমার রিচার্ডসন, লুই লিটল, মেরি ওয়ালড্রন, লিয়া পল, জর্জিনা ডেম্পসি, কারা মারে, অর্লিন কেলি।
-
ভারত-আয়ার্ল্য়ান্ড
বেরহায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ার্ল্য়ান্ডের বিরুদ্ধে নামছে ভারত। এই ম্যাচে জিতলেই সেমিফাইনাল নিশ্চিত ভারতের। লাইভ আপডেটের জন্য নজর রাখুন TV9Bangla-য়।
Published On - Feb 20,2023 5:32 PM