India vs England: ভারত এগিয়ে সিরিজে, ধোনির পাড়ার ‘ছুটি’ পাচ্ছেন বুমরা?
Jasprit Bumrah: এই সিরিজে বুমরা দুরন্ত ফর্মে ছিলেন। তিন টেস্টে ১৭টা উইকেট পুরেছেন পকেটে। তিনিই সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন। হায়দরাবাদ, বিশাখাপত্তনম ও রাজকোট ধরলে মোট ৮১ ওভার বল করেছেন। যা পেস বোলারের পক্ষে যথেষ্ট বোলিং বলে মনে করা হয়। দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজকে এই কারণেই বিশ্রাম দেওয়া হয়েছিল।
কলকাতা: কথা ছিল রাজকোটেই ছুটি দেওয়া হতে পারে তাঁকে। টানা খেলার ধকলের কথা ভারতীয় ক্রিকেট বোর্ডের মাথায় রয়েছে। চোট-আঘাতে টিমের অনেক সিনিয়র মাঝে মাঝেই ছিটকে যাচ্ছেন। আর তাই রোটেশন পদ্ধতিতে আরও বেশি জোর দিয়েছে বিসিসিআই। সে পদ্ধতি মেনেই রাজকোটে ছুটি দেওয়ার ইচ্ছে থাকলেও তা পাননি। বিশাখাপত্তনমে দুরন্ত পারফর্ম করেছিলেন। টিম ১-১ করেছিল তাঁর জন্যই। আর তাই রাজকোটে সিরিজ ২-১ করার জন্য তাঁর ছুটি বাতিল হয়। রাঁচি টেস্টে হয়তো সেই ছুটি পেতে চলেছে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। মহেন্দ্র সিং ধোনির পাড়ায় ভারত খেলবে। কিন্তু সেখানে বুমরাকে হয়তো দেখা যাবে না।
মঙ্গলবার ভারতীয় টিমের রাজকোট থেকে রাঁচি যাওয়ার কথা। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, তাতে বুমরাকে বিশ্রামে পাঠানোর কথা ভেবে রয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে চতুর্থ টেস্টে ছুটি পেলেও পঞ্চম টেস্টে ধরমশালায় তিনি খেলবেন কিনা, তা নির্ভর করছে সিরিজের ফলাফলের উপর। যদি রাঁচিতে সমতা ফেরায় ইংল্যান্ড, তা হলে বুমরাকে ফেরানো হতে পারে টিমে। কারণ, ধরমশালার পিচে বরাবর বাউন্স থাকে। সে ক্ষেত্রে ম্যাচ জেতানোর জন্য তাঁকে টিমে ফেরানো ছাড়া আর কোনও রাস্তা থাকবে না ভারতের। ভারত অবশ্য রাঁচিতেই সিরিজ পকেটে পুরতে চাইছে। এমনিতেই রাজকোটে ইংল্যান্ড টিম জঘন্য ভাবে হেরেছে। যা নিয়ে প্রবল সমালোচনাও চলেছে। বাজ়বল মানে কি দায়িত্বজ্ঞানহীন ক্রিকেটে, তা নিয়েও কথা তোলা শুরু করে দিয়েছেন অনেকে। তরুণ ভারতীয় টিম যে ভাবে পারফর্ম করছে, তা দেখে শেখা উচিত বলে মনে করছেন ইংলিশ বিশেষজ্ঞরা।
এই সিরিজে বুমরা দুরন্ত ফর্মে ছিলেন। তিন টেস্টে ১৭টা উইকেট পুরেছেন পকেটে। তিনিই সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন। হায়দরাবাদ, বিশাখাপত্তনম ও রাজকোট ধরলে মোট ৮১ ওভার বল করেছেন। যা পেস বোলারের পক্ষে যথেষ্ট বোলিং বলে মনে করা হয়। দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজকে এই কারণেই বিশ্রাম দেওয়া হয়েছিল। তৃতীয় টেস্টে মুকেশ কুমারকে বিশ্রাম দেওয়া হয়েছে। রাঁচিতে বুমরা যদি না খেলেন, তা হলে পেস বোলিংয়ের নেতৃত্বে থাকবেন সিরাজ। রাঁচিতে টিমের সঙ্গে যোগ দেওয়ার কথা মুকেশের। আর রাজকোট থেকেই আমেদাবাদের বাড়িতে ফেরার কথা বুমরার।